নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাচ্ছেতাই

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু › বিস্তারিত পোস্টঃ

জ্বালানিবিহীন গাড়িটির অনুমতি নেই অথচ অর্ডার অাট লাখ!

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৬


আট বছর আগে তেল গ্যাস ছাড়াই চলতে পারে এমন (ইলেকট্রিক টারবাইন সিষ্টেমের) গাড়ি উদ্ভাবন করেছিল বগুড়ার এক যন্ত্রকৌশলী আমির হোসেন। তার শব্দহীন ও পরিবেশবান্ধব এই গাড়ি রফ রফ তাহিয়া ৮ জন যাত্রী নিয়ে ঘন্টায় সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে চলতে পারে এবং এভাবে ৮ ঘন্টা চলতে খরচ হবে ২৫ টাকা (একটা কার্বণদন্ড) ।
শব্দবিহীন এবং পরিবেশবান্ধব এই গাড়িটি বাণিজ্যিক উৎপাদনের জন্য ২০০৭ সালে শিল্প মন্ত্রণালয়ে আবেদন করলেও কোনও জবাব মেলেনি। কেন? ? ? ? ?
গাড়িটির সব যন্ত্রাংশ দেশেই তৈরি করা সম্ভব। মানভেদে সর্বোচ্চ চার লাখ টাকা দামের এ গাড়িটির আয়ুষ্কাল প্রায় এক যুগ।
আচ্ছা, কেন শিল্প মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে অনুমতি দেয়া হচ্ছে না? কেন সহযোগিতা করা হচ্ছে না? এই গাড়ির চাহিদা অনেক। আট বছরে আট লক্ষাধিক অর্ডার। কিন্তু অনুমতির অভাবে উৎপাদনে যাওয়া যাচ্ছে না। কিন্তু অনুমতি মিলছে না কেন?
গাড়ি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষাই বেশী হয় দেশী উৎপাদনকারীদের স্বার্থ নয়।
এখন সময় হয়েছে ভয়েস রেইজ করার। আসুন আমরা সবাই মিলে এই গাড়ি উৎপাদনের অনুমতি দেয়ার জন্য আমাদের মুখ খুলি।
Raise your voice and use your social media
Raise your voice and use your social media
লিংক-১
link-2

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫১

বিডি আইডল বলেছেন: এই গাড়ী চালানোর শক্তি ভগবান দিবেন।

টেসলা গাড়ীর নাম শুনেছেন? না শুনলে একটু গুগুল করেন।

২| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৫

অপূর্ণ রায়হান বলেছেন: বাংলাদেশের সরকার এইসবে পৃষ্ঠপোষকতা করে না । কোন উদ্ভাবককে উৎসাহিত করা ও সহযোগিতা করা আমাদের অস্থিমজ্জায় নাই । ভিনদেশিরা এতো কিছু উদ্ভাবন করে আর আমরা কিছুই পারি না । মনে হয় আমাদের মস্তিষ্ক বলে কিছু নাই । আর কেউ একটা কিছু করার চেষ্টা করলে তাকেও সমালোচনা করে বসিয়ে দেওয়ার ব্যাবস্থা করি ।

+++++++++++++++++++++++++

আপনাকে ধন্যবাদ ।

৩| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৩

টয়ম্যান বলেছেন: তেল ছাড়া গাড়ি B:-) ভালোইতো ++++++্

৪| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৮

মাথা ঠান্ডা বলেছেন: গোবর মস্তিস্ক সরকার।

৫| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৪

কলমের কালি শেষ বলেছেন: খবরটা পত্রিকায় পড়েছিলাম । মনটাই খারাপ হয়ে গেল । :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.