নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাচ্ছেতাই

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু › বিস্তারিত পোস্টঃ

ভ্রান্ত ছবি এবং পবিত্র হজ্জ্ব

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯



বহু ফলোয়ার সমৃদ্ধ একটি বহুল পরিচিত এক ব্যক্তি এই ছবিটি তার ফেসবুক ওয়ালে দিয়ে সাথে এই বছরের একটি ছবি দিয়েছেন।
সাথে ষ্ট্যাটাসে সৌদিআরবের আচরণের জন্য ছিঃ বলেছেন। সৌদিআরবের প্রতি ঘৃণা প্রকাশ নিয়ে কিছু বলার নেই। আমিও সৌদির বর্তমান শাসকদের অপছন্দ করি তাদের জীবনযাপন, অব্যবস্থাপনার জন্য। কিন্তু কারও প্রতি ঘৃণা প্রকাশ করার জন্য মিথ্যা ছবির আশ্রয় নেয়া নির্বুদ্ধিতার প্রকাশ মাত্র।
আসুন ছবিটা সম্বন্ধে খোজ খবর নেয়া যাক।
ছবিটা ‍দিয়ে গুগলে সার্চ করুন। গুগল সার্চ করলে প্রথমেই সঠিক তথ্য জানা সম্ভব না। এবারের হজ্জ্ব ট্র্যাজেডীর পর ভুলক্রমে এই ছবিটি টুইটার/বিভিন্ন ব্লগ এর মাধ্যমে অনেক ছড়িয়েছে। সেগুলাই প্রথমে আসবে। আপনি এবার সার্চটুলের টাইমে সময় বেধে দেন ০৫/০২/২০০৪ সিলেক্ট করে দেন। দেখবেন এই ছবিটা পাবেন। অর্থাৎ ০৫/০২/২০০৪ এ প্রথম ছবিটা প্রকাশ পেয়েছে। অর্থাৎ এটা কোনভাবেই বর্তমান সময়ের ছবি না। কমপক্ষে ১১ বছর আগের ছবি।
উক্ত বহুল পরিচিত ব্যাক্তির ওয়ালে একটি মাত্র ছবি প্রকাশ করা হয়েছে, যাতে স্পষ্ট মনে হচ্ছে যে বুলডোজার দিয়ে লাশ সরানো হচ্ছে। কিন্তু ওই সময়কার অন্যান্য ছবি দেখলে স্পষ্ট প্রমানিত হয় যে তাতে লাশ না, আবর্জনা পরিষ্কার হচ্ছে। যদি ছবিটা শুধু জনমানবহীন অঞ্চলে ঘটতো তাহলে সৌদি সরকারের ঔদাসিন্যকে বিশ্বাস করা যেত, কিন্তু যার পাশে লাখ লাখ হাজী উপস্থিত তার পাশে এই ধরনের কাজ করা কারো পক্ষে সম্ভব না। এবার আসুন ওই সময়ের অন্য ছবিগুলো দেখি। ছবিগুলো মূলতঃ আবু নাওয়াফ এর ওয়েবসাইট থেকে নেয়া।

ছবি -১ এ দেখুন লাশগুলো সারিবদ্ধ ভাবে রাখা আছে। ছবির নীচের দিকে একটা ময়লা সংগ্রহের ছোট ট্রাকের ছবিও দেখা যাচ্ছে।

ছবি-২ এ দেখুন সাদা কাপড়ে জড়ানো লাশের সারি, ছবিতে একজন ডাক্তারকেও চিকিৎসা করতে দেখা যাচ্ছে।

ছবি ৩ এ দেখুন লাশগুলো সাদা কাপড়ে মোড়ানো আছে। আর একটা ছোট ময়লা ট্রাককে দেখা যাচ্ছে যে ময়লাগুলো সংগ্রহ করে বুলডোজারের ব্লেডের উপর রাখছে। এই বুলডোজার দিয়ে ময়লাগুলো বড় ট্রাকে রাখা হচ্ছে।

এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ৪ নং ছবিটি দেখুন, যেই ছবিটা শেয়ার করা হয়েছে।


এখানে ছোট ময়লার ট্রাকটা দূরে আছে আর বড় বুলডোজারটা দেখে মনে হচ্ছে যে বুলডোজারের কাটিং ব্লেড দিয়ে লাশ উঠানো হচ্ছে। তিন নং ছবি না দেখলে আসলে তাই মনে হবে। কিন্তু শুধু এই ছবিটা দিয়ে মিথ্যা তথ্য সরবরাহ করার অপচেষ্টা স্পষ্ট বুঝা যায়।

এই ছবিগুলো যে বর্তমান সময়ের নয় তা বুঝার জন্য মাঝখানের শয়তানকে ঢিল মারার জায়গাটা দেখলেই বুঝা যায়। এই ঢিল মারতে যেয়ে অপরদিকের হাজীদের হতাহতের ঘটনার পর বর্তমানে এটার এই আকৃতি পরিবর্তন করা করে উচু দেয়ালে পরিণত করা হয়েছে।

যাই হোক, ছবি আপলোডকারী উক্ত সুপরিচিত ব্যক্তি পরে বুঝতে পেরেছে যে ছবিটি অনেক আগের। কিন্তু বুঝতে পারার পরও উনি উক্ত ছবি ডিলিট করেন নাই। অন্য স্ট্যাটাসে তিনি তার ভুল স্বীকার করেছেন। কিন্তু কেন তিনি তার আগের পোষ্টটা ডিলিট করলেন না? কয়েক লক্ষ অনুসরণকারী উক্ত ফেসবুক একাউন্টের লক্ষ লক্ষ ফলোয়ার তার এই ছবি দেখে ভ্রান্ত তথ্য নিচ্ছে, ভবিষ্যতে সর্বাধিক শেয়ারকৃত এ্ই পোষ্ট থেকে মানুষ ভ্রান্ত তথ্য পাবে। কিন্তু তারপরও তিনি কেন এই ষ্ট্যাটাসটা ডিলিট করলেন না? এর পিছনে যে কারণগুলো থাকতে পারেঃ
১) তিনি ঘাড়ত্যাড়া।
২) ইতোমধ্যকার সবচেয়ে বেশি শেয়ার করা তার ষ্ট্যাটাস। কিভাবে ডিলিট করেন বলুন !! তাতে বেশির ভাগের কাছে ভুল তথ্য যাক, কিন্তু তার তো প্রচার বাড়লো।
৩) সত্য বা মিথ্যা তার কাছে মুখ্য নয় বরং ঘৃণাটাই মূখ্য।
## সর্বশেষ যেই কথাটা না বললেই নয়। সৌদি সরকারের গাফলতির কারণে বহু হাজীর মৃত্যু, হ্জ্জ্ব এর মাধ্যমে তাদের দৃষ্টিকটু ব্যবসা, ইসলামে রাজতন্ত্রের অস্তিত্ব না থাকা স্বত্ত্বেও রাজতন্ত্র কায়েমের মাধ্যমে আল্লাহর ঘরকে এক কথায় জবরদস্তি করে নিজেদের নিয়ন্ত্রণে রাখা, সৌদি রাজপরিবারের অনাচার, ধর্মবিমুখী বিলাসিতার কারণে আমি তাদেরকে অপছন্দ করি

মন্তব্য ১৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬

গেম চেঞ্জার বলেছেন: ফাটায়া দিলেন??

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৫

সিদ্দিকী শিপলু বলেছেন: :D

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: আন্তরিক ধন্যবাদ বিষয়টি গুরুত্বপূর্ণ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৬

সিদ্দিকী শিপলু বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

আহসানের ব্লগ বলেছেন: ধন্যাবাদ ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৬

সিদ্দিকী শিপলু বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

obakami বলেছেন: ধন্যবাদ

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৬

সিদ্দিকী শিপলু বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

চ্যাং বলেছেন: হেতেরে কেউ পানিতে চুবাস না কেরে??

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৭

সিদ্দিকী শিপলু বলেছেন: :D

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

মোঃ ইয়াসির রহমান বলেছেন: একজন ভণ্ডের ভণ্ডামি প্রকাশ করে দেয়ার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৭

সিদ্দিকী শিপলু বলেছেন: ধন্যবাদ

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

নতুন বলেছেন: আমরা হুজুগে বাঙ্গালী গুজব পছন্দ করি। তাই কিছু একটা পাইলেই সত্য মিথ্যা জাচাই না করেই ঝাপাইয়া পড়ি।

ধন্যবাদ পুরো বিষয়টা তুলে ধরার জন্য।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৮

সিদ্দিকী শিপলু বলেছেন: সহমত

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

প্রামানিক বলেছেন: গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২৩

আমিই মিসির আলী বলেছেন: ওই ব্যটা তো একটা খাটাশ।
ড. সার্কাস।

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯

সিদ্দিকী শিপলু বলেছেন: অনেক দিন পর সামুতে ঢুকে এই পোষ্টটা দিলাম। প্রথম পাতাতে কয়েকদিনের সর্বোচ্চ ভিউ এর সংখ্যার দিক থেকে আমার এই পোষ্টটা উপরের দিকেই ছিলো। হঠাৎ খেয়াল করলাম নির্বাচিত পোষ্ট এও এই লেখাটা ঠাইও পেলো।
তারপর হঠাৎ কি হলো !!!!!!!
সো কলড প্রথম পাতার বৈচিত্র রক্ষার্থে প্রথম পাতা এবং নির্বাচিত পোষ্ট থেকে আমার পোষ্ট টা ডিলিট করা হলো।
:D ;)
মজাই পেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.