নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাচ্ছেতাই

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু › বিস্তারিত পোস্টঃ

পত্রিকা গুলো তনু হত্যা এবং ধর্ষণ বিষয়টা পাশ কাটিয়ে যাচ্ছে।

২৪ শে মার্চ, ২০১৬ ভোর ৪:২০

অবাক লাগছে , বহুল প্রচলিত দৈনিক পত্রিকাগুলোর প্রথম পেইজে কি তনু হত্যার বিষয়টা ব্ল্যাক-আউট

শধু অল্প কয়েকটার প্রথম পেইজে তনু হত্যার বিষয়টা এসেছে। তাও অত গুরুত্বপূর্ণ খবর হিসেবে নয়, কত আজে বাজে খবর দিয়ে প্রথম পেইজ ভরে রেখেছে, কিন্তু তারা এই বিষয়টা পাশ কাটিয়ে যাচ্ছে কেনো? তবেতো বলতে হয় এই ধরণের অপরাধ না কমার পিছনে পত্রিকা গুলোও দায়ী। তারা সামাজিক দায়বদ্ধতার ধার ধারছে না।

ধন্যবাদ মানবজমিনকে খুনীদেরকে ধরা নিয়ে প্রথম পেইজে নিউজ রাখার জন্য।
ধন্যবাদ ইত্তেফাককে ফেসবুক সংশ্লিষ্টতা করে হলেও তনুর খবর ছেপেছে।
ধন্যবাদ আমাদের সময়- এখনো প্রথম পেইজে তনুর খবর রাখার জন্য।
ধন্যবাদ বিডিনিউজ২৪ কে- ছবিঘরে এ সংক্রান্ত ছবি রেখে।

কিন্তু বাকীদের কি সামাজিক দায়বদ্ধতা নেই?

সবাই কি চেক করে দেখবেন আর কেউ প্রথম পেইজে তনু হত্যা ও ধর্ষণের শাস্তি নিয়ে বা এ সংক্রান্ত কোন খবর ছেপেছে কি-না।
ঘৃণা জানাই এসব সাংবাদিকতাকে ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ ভোর ৬:২৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তনু সংখ্যালঘু কিংবা বুয়েট, ঢাবি, শাবির ছাত্রী হলে হয়তো প্রথম পাতায় মাতামাতি থাকতো। আমি নিজেই জেনেছি ফেসবুক থেকে্। তারপর প্রথম আলো, বিডিনিউজে পেলাম না কোন খবর। পরে গুগল করে নিউজটা পড়লাম।

২| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ৭:০০

সাগর মাঝি বলেছেন: ছিঃ........

মানুষের কাছে আজ মানুষের কোন মূল্য নেই।

৩| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৭

বিদ্রোহী সিপাহী বলেছেন: পত্রিকাওয়ালারা(!!!) এদের সম্পর্কে বেশি কিছু না বলাই ভাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.