নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাচ্ছেতাই

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু › বিস্তারিত পোস্টঃ

বিকলাঙ্গ মানসিকতা, রুচি আর অভ্যাস

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৪৮

অন্যায়, আযোচিত, বিকলাঙ্গ মানসিকতার- দুই হাত, দুই পা আর লাল রক্তের কিছু মানুষ আছে যারা দেখতে আমার মতই মানুষ।
তারা হয়তো বলে পাকিস্তান ভালো ছিলো,
তাদের কেউ হয়তো বলে ভারত খুব ভালো বন্ধু,
তাদের কেউ বলে এই দেশটাকে দিয়ে কিছু হবে না।
আমি এরকম অনেক জঘন্য মানুষকেই দেখেছি।
কিন্তু এর মানে এটা নয় যে তাদের বিচারবহির্ভুত হত্যা মেনে নিব।
হত্যা- সেটা হত্যাই, খুন- সেটা খুনই।
কোন ভাবেই খুন খারাবী গ্রহণযোগ্য নয়। যারা তর্কে পারে না, যুক্তিতে পারে না, নিজের মত-পথ অন্যকে বুঝানোর ক্ষমতা নাই, তারাই খুন খারাবীতে ব্যাস্ত হয়ে পড়ে।

জুলহাজ মান্নানের খুনও কোন ভাবেই মেনে যায় না।

তবে এটা সত্য যে,
ক্ষুদ্র এই "আমি" এর মনের কোণে ঘৃণার যে অংশ আছে তাতে ...পাকীপ্রেমী, ...ভারতীয় দালাল,... দেশের সার্বভৌমত্বের আর অর্থনীতির শত্রু, ...ধর্ম অবমাননাকারী, ...ধর্মের অপব্যাখ্যাকারী, ...ধর্ষক, ... কুত্তা (কুকুর নয়), ...রাজাকার, ...ছদ্মবেশী মুনাফিক,... মিথ্যাবাদীদের সাথে ...গে, ...লেজবিয়ান, ...বাই-সেক্সুয়াল মানুষ আর তাদের সমর্থনকারী স্ট্রেইট মানুষেরাও আছে।
পার্থক্য হলো যে, শেষে উল্লেক্ষিত দুই হাত, দুই পা আর লাল রক্তের গে, লেজবিয়ান, বাই-সেক্সুয়াল মানুষ আর তাদের সমর্থনকারী স্ট্রেইট মানুষদের কথা মনে পড়লে অতিরিক্ত ঘৃণায় বমি চলে আসে।

মনুষ্যবর্জ্য (মলমূত্র) ঘৃণার বস্তু হলেও কেউ কেউ যুগের সাথে তাল মেলাতে যেয়ে নিজেদেরকে মলমূত্রপ্রেমী বানিয়ে ফেলে , আমি তাদের দলে নই।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:২৪

কালনী নদী বলেছেন: অনাকাঙ্খিত এসব হত্যার জন্য তীব্র নিন্দা প্রকাশ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.