নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাচ্ছেতাই

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু › বিস্তারিত পোস্টঃ

মুশফিক, ষড়যন্ত্রের স্বীকার

১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২০

ব্লুমফন্টেইন টেস্টের প্রথম দিনে মুশফিক সাংবাদিকদের জানিয়ে দিয়েছিলেন যে কোচদের পরামর্শ মোতাবেক তাকে ২২ গজের বেশ বাইরে ফিল্ডিং করতে হয়েছে। সে না-কি ক্যাচ ধরতে পারে না, ফিল্ডিং মিস হলে অনেক রান হয়ে যাবে, তাই তাকে বেশ বাইরে ফিল্ডিং করতে হয়েছে। এ কারণে সে সতীর্থদেরকে প্রয়োজনীয় পরামর্শও দিতে পারে নাই।

বিসিবি সভাপতি না-কি এই গোপন তথ্য প্রকাশ করে দেয়াতে ক্ষেপেছেন।
তাহলে তারা কি চাচ্ছিলো? দল খারাপ করার অযুহাতে মুশফিককে সরিয়ে দিতে? বুড়া বুড়া বলে অভিজ্ঞদের সরিয়ে দেয়ার চক্রান্ততো অনেক আগেই শুরু হয়ে গিয়েছিলো।
আমার কাছে তো মনে হয় এই দুইটি টেস্ট কিছু চক্রান্তেরই আউটপুট। নয়তো এতোদিন ধরে কিপিং করে আসা মুশফিককে কেনো বল ধরতে না পারার বদনাম শুনে বাইরে ফিল্ডিং করতে হবে?
বেশ কিছুদিন যাবৎই শোনা যাচ্ছিলো দল গঠণ, ফিল্ডিং, টসে জেতার পরের সিদ্ধান্তগুলো ক্যাপ্টেন নিতে পারে না। এগুলো অন্য কোথাও ঠিক হয়। তো সে কারণে ক্যাপ্টেনকে কেন বলির পাঁঠা বানাতে হবে?
মুশফিক গোমর ফাঁক করে সঠিক কাজটাই করেছে। নয়তো ভবিষ্যতে অনেকেই বলির পাঁঠা হইতো।
অবশ্য এখন আর দলের বাজে পারফর্মেন্সের জন্য মুশফিককে দোষ দিয়ে সরাতে না পারলেও গোমর ফাঁকের অযুহাতে তার ক্যাপ্টেন্সী বাদ হয়ে যাবে মনে হয়।
শাঁখের কড়াতের পাল্লায় পড়েছো ভায়া

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৮

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: রাজনীতি আসলে 'রাজ' আছে 'নীতি' বির্সজন দিয়েছে ।

২| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৪

গেম চেঞ্জার বলেছেন: এইসব সত্য হলে মুশি-র ক্যাপ্টেন্সি করার দরকার আছে বলে মনে হয় না।

৩| ১১ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনি এই পোস্টে মুশফিকের পক্ষে এমন ভাবে সাফাই গেয়েছেন যে তার কোন দোষ বা ভুল ত্রুটি ছিল না। এমন যাচ্ছে তাই ভাবে দল হেরে গেল, অথচ ক্যাপ্টেনের কোন ভুল ত্রুটি নাই, এটা কী বিশ্বাসযোগ্য?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.