নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাচ্ছেতাই

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু › বিস্তারিত পোস্টঃ

মোরগ লড়াই

২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫

প্রাইমারীতে ফার্স্ট বয় ছিলাম।
কিন্তু আমাকে কখনো স্কুলের কোন খেলায় নেয়া হত না।
কেন জানি না। হ্যাংলা পাতলা ছিলাম দেখে হয়তো!! বাবা-মা অসন্তুষ্ট ছিলেন, একবার বোধকরি স্কুলে অভিযোগও করেছিলেন। আমি তখন টু বা থ্রীতে পড়ি। বাবা-মা এর অভিযোগেই হয়তো দৌড় প্রতিযোগিতায় আমার নাম দেয়া হইল। নিয়ম ছিলো প্রত্যেক ক্লাস থেকে একজনকে নেয়া হবে, তারপর ফাইনাল দৌড় হবে। তাই আমাদের ক্লাসের সবাইকে দৌড়ে অংশ নিতে দিলো।
দৌড় দিলাম,
ভেবেছিলাম ফার্স্ট হয়েছি,
তাকিয়ে দেখি, ফার্স্ট হয়েছিলাম ঠিকই, কিন্তু আরো একজন আমার সাথে ফার্স্ট হয়েছে।
শিক্ষকরা দুইজনকে নেয়ার পক্ষে ছিলো না, নিয়ম ছিলো না হয়তো। তাই এবার আমাদের দুইজনকে দৌড়াতে বলা হলো।
ওকে। দৌড় দিলাম এবং যথারীতি আবার দুইজনই প্রথম হলাম। কয়েকজন শিক্ষক বিরক্তই হ'ল মনে হয়। যাই হোক, সময় স্বল্পতার কারণে আর দৌড়াইতে বলে নাই। কিন্তু আমাদের থেকে কাকে নিবে নিবে এ নিয়ে বাকচিতের মাঝে হুট ঐ ছেলেটাকেই নিয়ে নিলো।

আমি অবাক হলাম, খুব অবাক। ছোট্ট মনে এত্তো এত্তো কষ্ট পেয়েছি যে বলে বোঝাবার নয়। বিষয়টা আমার কাছে এতোটাই কষ্টদায়ক ছিলো যে প্রায় তিন যুগ পরে আজো আমি ভুলতে পারি নাই।
সেবার আর কোন খেলায় আমার নাম ছিলো না। পরের বছর আবার মা-বাবা স্কুলে বললেন যেন আমাকে কোন খেলায় নেয়া হয়। মনে মনে ভাবছিলাম, হয়তো এবারও দৌড়ে নিবে। কিন্তু খেলার দিন জানলাম আমাকে নেয়া হয়েছে মোরগ যুদ্ধে।

মোরগ যুদ্ধ কিভাবে খেলে সেটাই জানতাম না আমরা অনেকে। তো শিক্ষকরা শিখিয়ে দিলো আমাদেরকে বাম হাত দিয়ে পিছন দিক থেকে বাম পায়ের পাতা ধরে রাখতে হবে, আর ডান হাত দিয়ে শরীরের পিছন দিকে বাম হাতের কনুই এর কাছে ধরে রাখতে হবে। এক গোল দাগের ভিতরে সসব খেলোয়াড় থাকবে। খেলার শুরুর সময় থেকে মিউজিক বাজবে, আর মিউজিক এর তালে এক পা দিয়ে নেচে নেচে অন্যদেরকে ধাক্কা দিয়ে দাগের বাইরে নিয়ে যেতে হবে, অথবা ভিতরে ফেলে দিতে হবে। এর মাঝে একবারও পা ছাড়া যাবে না, দুই পায়ে দাঁড়ানো যাবে না ইত্যাদি।

জীবনে তখনো কখনো কারো সাথে মারামারি করিনি, ধাক্কা ধাক্কি করিনি, ধাক্কা দিয়ে ফেলে দেয়াতো দূরের কথা। যাই হোক, খেলাতে নাম দিয়েছে যেহেতু, সেহেতু খেলতেতো হবেই। মিউজিক বাজলো, শুরু হলো খেলা,
কেউ আমাকে ধাক্কা দেয়, কোন মতে পড়ে যাওয়ার হাত থেকে নিজেকে সেভ করি। আরো কয়েকজন আমাকে ধাক্কা দেয়ার চেষ্টা করলো, নিজেকে শুধু পড়ে যাওয়ার হাত থেকে সেইভ করে গেলাম। এর মধ্যে কয়েকজন পড়ে আউট হয়েছে। আমি কাউকে ধাক্কা দিবো কখন, নিজেকে ধাক্কা থেকে বাঁচাতেই ব্যস্ত ছিলাম। কাউকে ধাক্কা দেই নাই। শুধু ঘুরছি, মাথা ভন ভন করে ঘুড়াচ্ছে।

হঠাৎ গান থেমে গেলো শোরগোলও শুনি। কিন্তু আমি তখনও লাফাচ্ছি, পড়ে যাওয়া যাবে না। দুইজন টিচার এসে আমাকে থামালেন। অবাক হয়ে শুনলাম আমি নাকি ফার্স্ট হয়েছে। তাকিয়ে দেখি ঐ গোল চিহ্নিত ঘরের ভিতরে আমি ছাড়া আর কেউ নাই।
আমি প্রথম হলাম, শিক্ষা জীবনে অংশ নেয়া একমাত্র খেলায় আমি প্রথম হয়েছিলাম। পুরষ্কার হিসেবে একটা স্টীলের বোল পেয়েছিলাম। অদ্ভুৎ ভাবে সেটা এখনো আছে, টিকে আছে, ভালোমতই। ঐ বোল আমাকে সেই খেলাটা ভুলতে দেয় নাই।
কিন্তু ঐ খেলাতে আমি কাউকে ধাক্কা মেরে ফেলে দেই নাই, আসলে কোন ক্ষেত্রেই আমিমি কখনো কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেই নাই।

কিন্তু কিন্তু ধাক্কা দিয়ে অন্যকে ফেলে নিজে জিতে যাওয়ার এই শিক্ষাটা আমরা কেন শিশুদের শিখাই?

যদি এমন কোন খেলা থাকতো যেখানে প্রথমে সবাই পরাজিত, খেলায় জিতবে সেই যে যত বেশী জনকে দাঁড় করাতে পারবে, সবাই জিতবে।
আহা...

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার স্মৃতি চারণে , সুন্দর মেসেজ দিয়েছেন।

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৯

সিদ্দিকী শিপলু বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: শুধু দারুণ না , রীতিমতো ধারুণ লিখেছেন!

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২১

সিদ্দিকী শিপলু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ❤

৩| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

ণতথজধ বলেছেন: what has been happened to shakib khan view this link

৪| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

করুণাধারা বলেছেন: দারুন মেসেজ! আপনার বলার ভংগিও চমৎকার।

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২২

সিদ্দিকী শিপলু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ❤

৫| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: সৃতি মনে পড়ে গেল !

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২২

সিদ্দিকী শিপলু বলেছেন: ❤

৬| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

তারেক ফাহিম বলেছেন: আমারও মোরগ যুদ্ধের স্মৃতি আছে, তবে তা প্রকাশ করার মত নয়।

হেরেছিগো ভাই।

নিজে বোল জিতেছন অর এখন বাচ্চাদের না বলতেছেন :P

৭| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

জাহিদ অনিক বলেছেন:

ছোট্টবেলা থেকেই শিখানো হয়, বাঁচিতে হইলে মারিতে হইবে।
দুনিয়াটা নিষ্ঠুর ভাই, দুনিয়াটা নিষ্ঠুর।


ভালো লাগলো গল্প বা আত্মকথন।

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৮

সিদ্দিকী শিপলু বলেছেন: ঠিক বলেছেন।
অনেক ধন্যবাদ। ❤

৮| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৭

সিদ্দিকী শিপলু বলেছেন: কেউ আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া মানে আপনি হারলেন না। বরং যে ধাক্কা দিয়ে ফেলে দিলো সে কাউকে ফেলে ফেলে দেয়াই শিখলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.