নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাচ্ছেতাই

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু › বিস্তারিত পোস্টঃ

শাজনীন তাসনিম হত্যাকান্ডের বিচারের রায়ে একজনের ফাঁসী কার্যকর

০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৫

বহুল আলোচিত শাজনীন তাসনিম হত্যাকান্ডের বিচারের রায়ে একজনের ফাঁসী কার্যকর হয়েছে।
স্কলাসটিকা স্কুলের গ্রেড নাইনে পড়া সেই মেয়ে নিজ ঘরে কাজের ছেলে আর অন্যান্য কর্মচারী কুকুরদের দ্বারা ধর্ষিত আর খুন হয়েছিলো।
ফাঁসীর খবরটা পড়ে প্রথমে খুব খুশী হয়েছিলাম। কিন্তু পরে খুব কষ্ট পেলাম।
২৩/৪/১৯৯৮ থেকে ১১/২০১৭ প্রায় ১৯ বছর। আর মেয়েটা ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যানের মেয়ে।
এই ধনকুবেরের মেয়ের হত্যার বিচার/শাস্তি পাইতে লাগছে ১৯ বছর।
তাহলে গরীবদের???

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আসলেই, এই একটা বিচার করতে ১৯ বছর লাগল। ২০০৭ এ নাকি ফাসি দেয়ার কথা ছিল?

২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫

আবু তালেব শেখ বলেছেন: সচ্ছ বিচার ব্যবস্হা র এই দেশ। যেখানে শীর্ষ সন্ত্রাসী ও খালাস পায়। ১৯ বছরেও যে শাস্তি পাইছে এইটা শোকর করেন

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০০

খায়রুল আহসান বলেছেন: তবু বিচার হয়েছে, একজনের হলেও মৃত্যুদন্ডের শাস্তি কার্যকর হয়েছে, এটাও কম নয়।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

আল ইফরান বলেছেন: বাংলাদেশের আইনব্যবস্থার একটা কম্প্রিহেনসিভ সংষ্কার জরুরী হয়ে গেছে। লতিফুর রহমান তবুও ১৯ বছর বুক বেধে ন্যায়বিচারের জন্য লড়ে গেছেন এবং আশা করি পেয়েছেন। আর এইরকম সন্তানহারা বহু মানুষ আদালতের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে আর পকেটের পয়সার শ্রাদ্ধ করতে করতে পরকালে পাড়ি জমায় :(

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের বিচার ব্যবস্থা আরেকটু স্পিডি করা দরকার। খুন করলে খুনীর রায় কার্যকর করতেই যদি ১৯ বছর লাগে তাহলে আর সমাজে কী প্রভাব পড়বে?

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৩

এম আর তালুকদার বলেছেন: এই প্রশ্নের কাছে বিচার বিভাগ বাকরুদ্ধ।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২

গরল বলেছেন: এটা তাদের জন্যও একটা সতর্কবার্তা যে এমন বাড়ী বানান ঠিক না যে বাড়ীর ঘরগুলো অরক্ষিত তাদের সন্তানদের জন্যই। অভিভাবকের অনুপস্থিতিতে কিভাবে বাইরের লোকজন মেয়ের বেডরুমে ঢুকে যায় তা আমার বোধগম্য না। সন্তানদের প্রতি কতটা উদাসিন বাবা মা হলে এরক হতে পারে সেটাও একটা উদাহরণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.