নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাচ্ছেতাই

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু › বিস্তারিত পোস্টঃ

২ টাকার চকোলেট

০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬

২ টাকার চকলেট কখনো ৫০ টাকায় কিনিয়া খেয়েছেন?
খান নাই?
গতরাত্রে ২ টাকা মূল্যের ৫ টা চকোলেট কিনিয়া সি এন জি তে উঠিয়াছিলাম।
আমার গিন্নী ২ টা আর গিন্নীর সাগরেদ পুত্রধন ২ টা ছিনতাই করিল।
আমি মর্মাহত হই নাই। ভাবিলাম কি আর কেমন আর হইবে!!!
কিন্তু চকোলেট মুখে পুরিয়া, ইহার টক-ঝাল-মিষ্টির মিশ্রণের কারণে আমার স্বাদ ইন্দ্রিয় আমার হৃদয়কে মোহিত করিল। আকস্মাৎ চকলেটের পুরো স্বাদ গ্রহণের পূর্বেই তাহা গিলিয়া ফেলিলাম আর দু:খে হা-হুতাশ করিতে লাগিলাম।
অতপরঃ বউকে রিকোয়েষ্ট করিলাম, একটা চকোলেট দান করিতে, কিন্তু মহোদয়া রাজী হইলেন না। পুত্রকে বলা মাত্র রাজী হইতে যাইতেছিলো, কিন্তু তাহার মায়ের মৃদু ধমকে পুত্র চকোলাট ধার দিতে অনীহা প্রকাশ করিলো। তখনো পুত্রের মায়ের চক্রান্তখানা বুঝিতে পারি নাই। কিছুক্ষণ অনুনয়-বিনয় করিবার পর তিনি বলিলেন যে একখানা চকোলেট দিতে পারিবেন, তবে শর্ত হইতেছে যে, বিনিময়ে উনাকে ৫০ টা টাকা প্রদান করিতে হইবে, বলিয়া তিনি হাসিয়া উঠিলেন। হাসির মর্মার্থ না বুঝিয়া টাকা অংক কমানোর নিমিত্তে দরদাম করিতে লাগিলাম।
বড় শপিং মলে দরদাম করার ক্ষেত্রে বিবির নিকট আমার সুনাম রহিয়াছে। কিন্তু কষ্মিনকালেও আমি এই প্রকার বিক্রেতা পাই নাই। উনি একদামের নীতি হইতে কোনভাবেই বিচ্যুত হইলেন না। যতই মূল্য কমাইতে চাই, ততই মুখ ভার করিতে লাগিলেন, আর বলিলেন, অন্য কোথাও থেকে কিনিয়া নিতে। কিন্তু মহাশয়া নিশ্চিৎ ছিলেন যে এতো রাত্রিতে আমি চকোলেটের কোন দোকান খুজিয়া পাইবো না।
আমিও নাছোড়বান্দা, "বিবির নিকট হারিবার জো নাই" নীতিবাক্য ভুলিয়া কিছুপূর্বে তাহাদের খাদ্যগ্রহণের পিছনে অর্থ খরচের বিবরণ স্মরণ করাইতেই বাধিলো আরেক বিপত্তি। মুখ গোমড়া করিয়া ইহাকে "খাওয়ার খোঁটা" হিসেবে আখ্যা দিয়া, ভবিষ্যতে আর খাদ্য গ্রহণ করিবে না মর্মে হুঁশিয়ারী উচ্চারণ করিলেন। পর্যুদস্ত হইয়া তাহার ৫০ টাকায় চকলেট ক্রয়-বিক্রয়ে সম্মতি জ্ঞাপন করিলাম। তবে, "আমি তাহার পতি" স্মরণ করাইয়া বাকীতে প্রদানে সম্মত করাইলাম। এতোক্ষণে বিবি আমার মৃদু হাসিলেন। তাহার হ্যান্ডব্যাগ হইতে একখানা চকোলেট বাহির করিয়া দিলেন। আমি চকোলেটখানা মুখে পুড়িয়া উহার স্বাদ গ্রহণ করিলাম। আর ভাবিতে লাগিলাম " ৫০ টাকা যখন দেয়ার, তখন দেখা যাইবে"। কিন্তু নিকট অতীতকালের "খাদ্য-পাক বন্ধ" হুমকি কার্যকরের কথা মনে পড়িয়া যাওয়াতে ঐ চিন্তাও বাদ দিয়া মুখ আর চোখ বন্ধ করিয়া চকোলাটের টক-ঝাল-মিষ্টির রহস্যা উৎঘাটনে ব্রত হইলাম।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গিন্নিজী পেয়াজ আড়তদারের মত ৫০ গুন বেশি দাম হাকাইল কেন বুঝে আসিতেছেনা B-)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৫

সিদ্দিকী শিপলু বলেছেন: আড়তদারী, আর কারো সাথে পারবে না, তাই আমার সাথেই ২৫ গুণ বাড়িয়ে নিলো।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১

মানিজার বলেছেন: আমার গিন্নী হইলে ইহা শো খানেক গুণ হইতু কি-না-সন্দেহ আচে । =p~

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬

সিদ্দিকী শিপলু বলেছেন: ভালোই বলেছেন। তবে আমাদের দিতেও মজা। তাই না?

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫

মিথী_মারজান বলেছেন: ভাই, কি এমন মজার চকলেট যে এত আগ্রহ করে ব্ল্যাক মার্কেট থেকে কিনে খেলেন?
চকলেটের নাম জানতে ইচ্ছা করছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭

সিদ্দিকী শিপলু বলেছেন: চকলেটের যত না গুণ, তারচেয়ে দুষ্টামীর ছলে ৫০ টা টাকা দেয়ার উছিলা।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

সুমন কর বলেছেন: মিথী_মারজান বলেছেন: ভাই, কি এমন মজার চকলেট যে এত আগ্রহ করে ব্ল্যাক মার্কেট থেকে কিনে খেলেন?
চকলেটের নাম জানতে ইচ্ছা করছে।
- সহমত। জাতি জানতে চায়.....

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৮

সিদ্দিকী শিপলু বলেছেন: চকলেটের যত না গুণ, তারচেয়ে দুষ্টামীর ছলে ৫০ টা টাকা দেয়ার উছিলা।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২

আহমেদ জী এস বলেছেন: সিদ্দিকী শিপলু ,




হুমমমমমম আর কতোকাল বাকীতে খাবেন ? বিয়ের কাবিনের টাকার মতো বউয়ের চকলেটের টাকাও বাকী রাখছেন :P

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯

সিদ্দিকী শিপলু বলেছেন: কোন কিছুই বাকীতে নাই ভাই।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪১

ওমেরা বলেছেন: রসে ভরা চকলেট ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯

সিদ্দিকী শিপলু বলেছেন: ভালো বলেছেন ভাই।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২

রাজীব নুর বলেছেন: আপনি তো খুব বোকা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫০

সিদ্দিকী শিপলু বলেছেন: কেনো ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.