নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাচ্ছেতাই

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু › বিস্তারিত পোস্টঃ

রাজারবাগ পুলিশ লাইন

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২৭

রাজারবাগ পুলিশ লাইনের পাশ দিয়ে যাওয়া-আসার সময়েঃ
ছোট বেলায় পড়া, ২৫শে মার্চ কালো রাত্রীতে রাজারবাগ পুলিশ লাইন থেকে প্রথম বাধা পাওয়ার কথা মনে পড়ে যায়।
শুধু এই দেশী বলে নিরস্ত্র মানুষকে ট্যাংক চালিয়ে মেরে ফেলতে ফেলতে হঠাৎ পুলিশ লাইন থেকে বাধা পেয়ে নরপশুদের কি রকম অনুভূতি হয়েছিলো? সাধারন রাইফেল দিয়ে পুলিশরা যখন গুলি করছিলো হঠাৎ উদয় হওয়া নরপশুদের ট্যাংক বরাবর- তখন এইখানকার বীরদের চেহারায় কি রকম দ্যুতি ছড়িয়ে পড়েছিলো তা দেখতে-ভাবতে খুব ইচ্ছা করে।
যখন রাজারবাগ পুলিশ লাইনের পাশ দিয়ে রিক্সায় যাতায়াত করি, তখন পুলিশ লাইনের দেয়াল ছাড়া আর কিছুই দেখি না। কিন্তু দেয়ালের ঐ পাশে আমার জন্য একটা বিস্ময়কর জগৎ হিসেবে কল্পনায় ভেসে থাকে। ঐ খানে কোথাও কোন এক পুলিশ তার রাইফেল দিয়ে গুলি করছে যেন নরপশুদের ট্যাংকে। ট্যাংকের গায়ে সেই গুলিগুলো বাড়ি খেয়ে টাং টাং আওয়াজ করে কি এক ভয়ংকর ভয় ছড়িয়ে দিয়েছিলো নিশ্চয়ই।
যতবার এখান দিয়ে যাই, ততবার মনে মনে সালাম দেই সেই যোদ্ধাদেরকে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এমন অনভূতি আসতেই পারে। ঠিক যেমন সাবেক বিডিআর গেইটের পাশ দিয়ে গেলে মনে হয় এখানেই কত নৃশংস হত্যাকান্ড ঘটিয়েছিল আমাদেরই দেশের কিছু লোক...

২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৪:০৫

চাঁদগাজী বলেছেন:


যদিও পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধে খুব একটা যোগদান করেনি, ঢাকাতে তারা ২৫ শে মার্চ রাতে অনেক রক্ত দিয়েছেন জাতির জন্য

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: আমিও প্রতিদিন রাজারবাগের পাশ দিয়ে আসি।
আমার বাসাও এই দিকে।
২৫ শে মার্চের সময় যখন গোলাগুলি হ্লো- তখন আমার নানা-নানী মাকে নিয়ে খাটের নিচে লুকিয়ে ছিলেন। রাজারবাগের দাউ দাউ করে আগুন আড় ধোয়া আমাদের বাসা থেকেই দেখা গেছে।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৯

কামরুননাহার কলি বলেছেন: রাজারবাগের অনেক ঘটনা শুনেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.