নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাচ্ছেতাই

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু › বিস্তারিত পোস্টঃ

ভালো স্কুল

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২০

৩) তো আপনি ভালো স্কুলে ভর্তী করাবেন কেন?
ভালো স্কুলের সঙগা কি? ভালো ভালো স্টুডেন্টদের নিয়ে তাদেরকে দিয়ে ভালো রেজাল্ট করানো? না-কি মাঝারি টাইপের স্টুডেন্টকে দিয়ে ভালো রেজাল্ট করানো?
না-কি যাদের নিয়ম কড়া অনেক?

মাঝারি বা খারাপ স্টুডেন্টদেরকে নিয়ে যারা ডিল করে তারা ভালো স্টুডেন্টদের স্কুলের চেয়ে ভালো।

একটা নামকরা স্কুল, মেধাবী যাচাই করিয়ে ভর্তী নিল, যারা ভালো করবেনা তাদেরকে ঝাড়িয়ে ফেললো, কোচিং করাইতে পারবে এমন গার্জিয়ানের স্টুডেন্ট নিল। তারপর ভালো রেজাল্ট করাইলো, সে ভালো পড়ানোর স্কুল না, কড়া নিয়মের স্কুল।

বিলো এভারেজ স্টুডেন্টদেরকে নিয়ে যে স্কুল সারা বছর প্রানান্তকর পরিশ্রম করে বা করিয়ে মাঝারি ভালো রেজাল্ট আনলো সে ভালো স্কুলেত চেয়ে ভালো।

কিন্তু এদের মাপার স্কেল নাই।
সঠিকভাবে মাপতে হইলে সচেতন বা অচেতন গার্জিয়ান, টাকা পয়সাওয়ালা আর টাকা পয়সা ছাড়া গার্জিয়ান, ফি বছর মেধার ডেভেলপমেন্ট, পঁচা স্টুডেন্টকে ভালো করানো অথবা ভালো স্টুডেন্টকে ভালো করানো, কর্তৃপক্ষের কনছেনট্রেশন, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, মেধাবী শিক্ষক নিয়োগের বাজেটের জোগান থাকা না থাকা ইত্যাদি উপাদান নিয়ে কাজ করা উচিৎ।

১০০ টা মিক্সড থেকে ৫০ টা এভারেজরে বহিস্কার বা টিসি দিয়ে ৫০ টা ভালো ছাত্র নিয়ে ৫০ এ প্লাস পাওয়াইয়া ১০০% এ প্লাস দেখাইয়া স্কুলটারে ভালো স্কুল কইয়েন না।

নিয়ম? মানা হয় না? তো, নিয়ম দেখার জন্য একেবারে ভিন্ন কর্তৃপক্ষ খুলুন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

রাজীব নুর বলেছেন: ভালো স্কুল!!!
ভালো শিক্ষক।
ভালো ছাত্র। !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.