নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাচ্ছেতাই

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু › বিস্তারিত পোস্টঃ

কৌতুক- সাবান কারখানা

২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫১

জাপানি আর বাংলাদেশী ২ টা সাবান কারখানার ঘটনা

জাপানী কারখানা !! পুরা কারখানাই অটোমেটিক । মানুষ কেউ নাই সব মেশিন ... একদিক দিয়ে সাবানের উপাদান দেওয়া হয় আরেকদিক দিয়ে একদম প্যাকেট হয়ে সাবান বের হয়ে আসে কিন্তু একবার হল কি একটা সাবানের প্যাকেট বের হল যেটায় কোন সাবান ছিল না ... সেই প্যাকেট যেই না ক্রেতার হাতে গেল ক্রেতা অভিযোগ করলেন কোম্পানিতে ব্যাস আর যায় কই ? কম্পানির মালিক দের মাথায় হাত । জাপান বলে কথা এরকম ভুল হল কিভাবে ?? !! এরকম তো আর করাযাবে না দেখ দেখ ... তো সেই কম্পানির মালিক রা একজোট হয়ে ৬ মিলিয়ন ডলার খরচ করে একটা মেশিন বসাল যা সাবানের প্যাকেট এক্সরে করে ওজন নিয়ে গন্ধ শুকে আগে নিশ্চিত হবে সবান আছে কিনা তারপর সেটা রিলিজ দিবে ।।
একই সমস্যা ঘটল এবার এক বাংলাদেশী কারখানায় ! কিন্তু বাংলাদেশী মালিক টি ছিলেন আবার খুব চালাক ...তিনি দেখলেন তার পক্ষে ৬ মিলিয়ন ডলার খরচ করে ওঁই মেশিন বসানো সম্ভব না ... তিনি করলেন কি তার কারখানার যেদিক দিয়ে সাবান ভর্তি প্যাকেট বের হয়ে আসে সেখানে একটা ফ্যান লাগিয়ে দিলেন ... বাস আর কি... যে সাবানের প্যাকেট এ সাবান থাকে না সেটা ফ্যানের বাতাসে উরে যায় ...।;)

- হাসতে নেই মানা

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০১

পবিত্র হোসাইন বলেছেন: B-)) B-)) B-))

২| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাঙ্গালী বলে কথা!
বুদ্ধিতো বেশীই হবে।
এমন একদিন আসবে
যখন হাওয়া থেকে খাওয়ার
সমাধান বের করবে।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৪

স্রাঞ্জি সে বলেছেন: সেইরাম হইছে। বাঙালি বলে কথা________=_ =p~








৪| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৩

তারেক_মাহমুদ বলেছেন: মোটামুটি হয়েছে তবে হাসি পায়নি।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩০

আফসানা মারিয়া বলেছেন: বুঝতে হবে বাঙালি!

৬| ২২ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

রাজীব নুর বলেছেন: তার মানে বাঙ্গালীদের বুদ্ধি আছে।

৭| ২২ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বাঙালিদের কামের চেয়ে আকামের বুদ্ধী বেশী

৮| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩

প্রামানিক বলেছেন: যাকে বলে বাঙালির চিকন বুদ্ধি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.