নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাচ্ছেতাই

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু › বিস্তারিত পোস্টঃ

ব্যাংগালুরের ঈদগাহ এবং একজন অটো ড্রাইভারের ঈদ মুবারক।

০৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৩৩

ঈদের দিন সকাল। ব্যাংগালুরের উলসুর ঈদগাহ মাঠে ঈদের জামাত পড়ার প্ল্যান। সকাল ১০ টায় জামাত। আমরা চারজন দুইটা আলাদা আলাদা অটো নিলাম উবার দিয়ে। কিন্তু উবার ম্যাপে যে ঈদগাহের ঠিকানা ভুল থাকবে এটা জানা ছিল না আমাদের। এমন এক জায়গায় নামিয়ে দিল যেখানে রাস্তাই ক্লোজ। আমরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে আশেপাশে লোকজনদেরকে জিজ্ঞাসা করে জানলাম বেশ খানিকটা উলটো পথে হেঁটে ডানে বা বাম দিক দিয়ে ঈদগাহ এ যাওয়া যাবে।
আবার অটো নিয়ার চিন্তা বাদ দিয়ে আমরা হাঁটা শুরু করলাম।
এখানে বলে রাখা দরকার, এখানকার অটোগুলো আমাদের সি এন জি এর মতো, তবে জেলখানা বানানো হয়নি। তবে ডান পাশে আধা রেলিং দেয়া। সম্ভবত ডান পাশ দিয়ে যাত্রী নামানো বা উঠানো প্রতিরোধের জন্য।
পিছনে আমাদের সি এন জি অটো এর চেয়ে সামান্য কম জায়গা। তিন জন বসতে কষ্ট হয়। দুইজন আরাম করে যাওয়া যায়।
কিন্তু কোনভাবেই সামনে লোক নিবে না। সেরকম জায়গাও নেই, আবার হয়তো আইনেও নিষেধাজ্ঞা আছে সম্ভবত।
তাই একটা অটো দুইজনের যাতায়াতের জন্য পারফেক্ট, তিনজনের জন্য কষ্টসাধ্য যান।

তো ঈদের দিন উবার অটো আমাদের ভুল জায়গায় নামিয়ে দেয়ার পর যখন আমরা হাঁটা শুরু করলাম, তখনও গুগল ম্যাপে ঈদগাহ দেখাচ্ছিল না, বিভিন্ন জনকে জিজ্ঞাসা করে করে যাচ্ছিলাম, আবার কতক্ষণ লাগবে সেটাও আন্দাজ করতে পারছিলাম না।
আমি আর আশফাক দুইজনই পাঞ্জাবী পরা ছিলাম, আমরা একটু জোরে হাঁটছিলাম, তাই মিজান ও রিজভী কিছুটা পিছনে পিছনে।
হাটঁতে হাটঁতে ততক্ষণে ৯:৫৫ বেজে গেছে। জামাত ধরতে পারবো কি-না সেই টেনশনে জোরে হাঁটতে লাগলাম।

হঠাৎ আমার আর আশফাকের পাশে একটা অটো জোরে ব্রেক কষলো। আর অটো ড্রাইভার আমাদের উদ্দেশ্যে জোরে জোরে বলছিলেন "ভাইসাব, টাইম নেহী হ্যায়, পাঁচ মিনিট হ্যায়, উঠ যাও, অটোমে উঠ যাও। জলদি করো।"
অটোর দিকে তাকিয়ে দেখি টুপি পাঞ্জাবী পরা এক অটো ড্রাইভার আমাদের উদ্দ্যেশে যখন এসব বলছে, তখন পিছনে টুপি পাঞ্জাবী পরা তিনজন হ্যাংলা পাতলা ছেলে/লোক বসে আছে। স্পষ্টতঃ তারাও ঈদের জামাত ধরতে যাচ্ছে।
প্রথম ভাবলাম আমরা তো চারজন, অটোতে অটি ড্রাইভার সহ চারজন আছে, তো কোনভাবেই আমাদের হবে নআ। কি করা উচিৎ!! কিন্তু অটো ড্রাইভার বারবার তাগাদা দিচ্ছিল, আর পিছনে বসা তিনজনে চেপে চুপে একে অপরের কোলে উঠে যায়গা করে দিল। ড্রাইভার আমাকে বললো তার পাশে বসতে, আর আশফাককে পিছনে। আগ পিছ না ভেবে উঠে বসা মাত্র মিজান আর রিজভী অটোর কাছে চলে আসলো।

কি করা যায় এটা চিন্তা করতে করতে ড্রাইভারের দিকে তাকালাম। দেখি উনি আগে থেকেই পিছনে বসে থাকা বাকীদেরকে কি যেন বললো। আর আমাদের বাকী দুইজনকেও বললো পিছনে উঠে যেতে। অটোতে আগে থেকে থাকা বাকী তিনজনের দিকে তাকানোর সুযোগ পেলাম না। ধারণা করে নিলাম, তারা একে অপরের কোলে উঠে বসেছে। আর আমাদের তিনজনের মধ্যেও একজনকে আরেকজনের কোলে বসতে হয়েছে। শুধু কনফার্ম হওয়া গেছে যে সবাই উঠেছে, আর তাতেই আল্লাহ ভরসা বলে অটো ড্রাইভার দিল অটো টান।
পিছনে ফিরে সবার অবস্থা চেক করা সম্ভব হয় নাই। তবে পিছনে বসা বাংলাদেশ ব্যাংকের তিনজন সহকারি পরিচালকের হাসাহাসি শুনতে পাচ্ছিলাম। সাধারণত দুই জন যাত্রী বহনে সক্ষম অটো টা সাতজন যাত্রী নিয়ে ঈদ ময়দানের দিকে যাত্রা শুরু করলো।

কোথাও থেকে কোন এক আলো ঈদ নামাযের যাত্রীদেরকে কষ্টহীনভাবে গন্তব্যে পৌঁছে দিতে উপায় করে দিল।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।

***ঈদ মোবারক ।***

২| ০৮ ই জুন, ২০১৯ সকাল ১১:০০

মা.হাসান বলেছেন: মানুষের সাথে মানুষের এই ভালবাসার কথা শুনে খুব ভালো লাগলো।মানুষের প্রতি মানুষের এই সহমর্মিতা শুধু ঈদ নয়, সারা বছর জুড়েই থাক। এন্ডরয়েড ফোনে উবের গুগল ম্যাপস ব্যাবহার করে। গুগল ম্যাপসের তামাশার শিকার আমিও অতীতে হয়েছি। ঈদের অনেক শুভেচ্ছা।

৩| ০৮ ই জুন, ২০১৯ দুপুর ১২:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: গুগল ম্যাপ মাঝেমধ্যে ভুল রুট দেখায়.....


ভালো লাগলো আপনার নামাজ পড়বার কেচ্ছা :)

ঈদ মোবারক :)

৪| ০৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:



ঈদের মাঠে, স্হানীয়দের দেখে কেমন মনে হলো: এরা কি দরিদ্র, চিন্তিত, বা চাপে আছে বলে মনে হলো?

৫| ০৯ ই জুন, ২০১৯ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: একজন মানূষের প্রতি আরেকজন মানষের আন্তরিকতা দেখতে ভালো লাগে।

৬| ০৯ ই জুন, ২০১৯ রাত ১২:১৫

সুমন কর বলেছেন: দারুণ, শেষ পর্যন্ত পেরেছেন। ঈদের শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.