নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মনের চেপে রাখা কথাগুলোকে কাব্যিক রুপ দিয়ে সকলের সামনে তুলে ধরা এবং তা বাস্তবায়ন করা।।।।

sish hasan

আমি শিস।পাবনা জেলার নয়নামতি গ্রামে আমার জন্ম।আমার বাবার নাম মাহমুদ হাসান,মায়ের নাম জোবায়দা বেগম।বাবা-মায়ের তিন সন্তানের মধ্যে আমি দ্বিতীয় সন্তান।আমি পাবনা জেলা স্কুলের দশম শ্রেণীর ছাত্র।।।।লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা,ইন্টারনেট,কবিতা আবৃত্তি এই সকল কাজ করতে আমার ভালো লাগে।।।।

sish hasan › বিস্তারিত পোস্টঃ

ভালো রেজাল্টের জন্য পড়াশোনা জানা বা শেখার জন্য নয়।।ভালো কলেজে পড়ার জন্য পড়াশোনা দেশের জন্য নয়।।।

১৯ শে জুন, ২০১৫ রাত ২:২৯

আমি নিজে একজন দশম শ্রেণীর ছাত্র। মাঝে মাঝে নিজেকে খুব ছোট মনে হয়। কেননা আমি এমন একটা সমাজের বাসিন্দা যেই সমাজের মানুষ লেখাপড়া করে শুধু ভালো রেজাল্ট এর জন্য,ভালো চাকরির জন্য।।।
এমন কাউকে খুজে পাওয়া খুব ই ক ষ্টসাধ্য হবে যে কী না পড়াশোনা করে জানা বা শেখার জন্য।।।নিজেকে মাঝে মাঝে খুবই অসহায় মনে হয়,কেননা,আজ যাদের রোল ১,যারা সমাজে ভালো ছাত্র হিসাবে পরিচিত তারা সবাই শুধু মুখস্ত বিদ্যাতে বিশ্বাসী।।।তার প্রমাণ হিসাবে আমি দেখাবো যে আপনি কোন ভালো ছাত্রের কাছে কবি শুকান্ত ভট্টাচার্য অথবা কাজী নজরুল,রবীন্দ্রনাথ যে কোন কবির সম্পরকে জানতে চাইবেন সেই ছাত্র কবির জন্ম,মৃত্যু,বাপের নাম,মায়ের নাম,গ্রামের নাম বিস্তারিত বলে দিবে কিন্তু আপনি যদি বলেন এই কবির একটা কবিতা আবৃত্তি করে শোনাও তো শতভাগ নিশ্চয়তারর সাথে বলতে পারবো ১০ জনের মধ্যে ৭ জনই ব্যারথ হবে।।।।কারণ তারা সবাই মুখস্ত বিদ্যাতে বিশ্বাসী।।।।আর তারাই আজ এই সমাজে ভালো ছাত্র।।।।আর যারা জানার জন্য বা শেখার জন্য পড়াশোনা করে আজ তারা সমাজের একটি বোঝা খারাপ ছাত্র হিসাবে পরিচিত।।।।
আমরা শুধু রেজাল্টটাই দেখি।।।অন্য কিছু দেখি না।।।
একজনের তো সমস্যার জন্য রেজাল্ট খারাপ হতেই পারে এর মানে কী সে খারাপ ছাত্র???এর মানেই কী সে সমাজের বোঝা?
নাম মনে নাই জন্য মাফ করবেন কোন এক গুণীজন বলেছেন "পরীক্ষার ওই দুই পাতার সাদা খাতা আমার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারে না"
আসলেই তাই কোন একটা দুর্ঘটনার জন্য কারো একটা পরীক্ষা খারাপ হতেই পারে।।।এর জন্যই সে সমাজের তথা পরিবারের বোঝা কেন হবে????
যারা নকল করে পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে তারাও কী তার মানে সমাজের চোখে ভালো ছাত্র???তারাই কী জাতির ভবিষ্যৎ????

একটা পরীক্ষা খারাপ হওয়ার জন্য আজ দেশের হাজার হাজার মেধাবী শিক্ষার্থী ভালো কোন কলেজে পড়তে পারে না।কিন্তু নকল করে ভালো রেজাল্ট করা শিক্ষার্থীরা ভালো কলেজে পড়ছে।

হাজার হাজার মেধাবী শিক্ষার্থী ভালো কলেজে পড়ার সুযোগ না পেয়ে লেখাপড়া ছেড়ে দিচ্ছে।

তাই শুধু রেজাল্টের ভিত্তিতে নয় সার্বিকদিক বিবেচনা করে ভালো কলেজে শিক্ষার্থীদের ভরতি করা উচিত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.