নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মনের চেপে রাখা কথাগুলোকে কাব্যিক রুপ দিয়ে সকলের সামনে তুলে ধরা এবং তা বাস্তবায়ন করা।।।।

sish hasan

আমি শিস।পাবনা জেলার নয়নামতি গ্রামে আমার জন্ম।আমার বাবার নাম মাহমুদ হাসান,মায়ের নাম জোবায়দা বেগম।বাবা-মায়ের তিন সন্তানের মধ্যে আমি দ্বিতীয় সন্তান।আমি পাবনা জেলা স্কুলের দশম শ্রেণীর ছাত্র।।।।লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা,ইন্টারনেট,কবিতা আবৃত্তি এই সকল কাজ করতে আমার ভালো লাগে।।।।

sish hasan › বিস্তারিত পোস্টঃ

দেশের রাজনীতি ও দেশকে যেভাবে কিছুটা হলেও উন্নত করা সম্ভব বলে আমার এই ছোট্ট মস্তিকের ধারণা

০৬ ই জুলাই, ২০১৫ রাত ২:০৫

বেসরকারী এক পরিসংখানে দেখা গেছে যে আমাদের
দেশের পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ নারী-পুরুষ ইন্ডিয়ান
সিরিয়াল নিয়মিত দেখে।।।এবং এই সিরিয়াল প্রায়
১.৮৩ ভাগ পরিবারে ব্যাপক প্রভাব ফেলেছে এবং ২.৫৫
ভাগ পরিবারে এর প্রভাব আছে কিন্তু তা সীমিত।।।
ইন্ডিয়ান সিরিয়ালের প্রভাব ভয়ানক কিন্তু তার মধ্যে
উল্লেখযোগ্য family politics(বউ,শ্বশুর-শাশুড়ি,
ননত,দেবর,স্বামী আরো যারা থাকে তাদের সাথে
নোংরা রাজনীতি)।।।
যারা হিন্দি সিরিয়াল দেখেন তাদের উদ্দেশ্যে বলতে
চাই ঘরের কোণায়(নিজের পরিবারের) মধ্যে রাজনীতি
করা বাদ দিয়ে বাইরে বেরিয়ে আসুন।।।কেননা,এত
ে আপনি উপকৃত হলেও আপনার পরিবারেরই কারো না
কারো ক্ষতি হচ্ছে।।।
দেশের জন্য রাজনীতি করুন,এতে কারো ক্ষতি হবে না
বরং দেশ উপকৃত হবে,এগিয়ে যাবে।।।দেশের মানুষ উপকৃত
হবে,সুখে শান্তিতে বসবাস করবে।।।
কোন স্বার্থ নিয়ে নয়, দেশকে সম্মান করে,দেশকে
ভালোবেসে রাজনীতি করুন।।।
পদবী নিয়ে নয়,কর্মী হয়ে রাজনীতি করুন।আপনার কর্ম
ভালো হলে আপনার কর্মই আপনাকে পদবী দেবে।।।
ঘরে বসে দেশের রাজনীতিবিদ ও নেতাদের দোষারোপ
না করে নিজে এগিয়ে আসুন।।।
আমরা সবাই কিন্তু পারি দেশের জন্য কোন দলে
# _যে_দলের_প্রধান_শিক্ষিত_দূরদৃষ্টি_সম্পন্ন_ও_দ
েশপ্রেমিক প্রতিদিন ৩০ মিনিট করে সেই দলে সময়
দিতে,সময় দিতে না পারলেও কোন না কোনোভাবে
সহযোগিতা করতে।।।
দেশে এখনো নিঃস্বার্থ,শিক্ষিত,দেশপ্রেমিক ও
দূরদৃষ্টিসম্পন্ন নেতা আছে।।
একদিন না একদিন বর্তমান যুগের সুবিধাবাদী
রাজনীতিবিদ ও নেতাদের ক্ষমতা ছাড়তেই হবে,তখন
আর বাংলাদেশের নাম দুর্নীতির তালিকায় থাকবে না
থাকবে বিশ্বের উন্নত দেশের তালিকায়।।।
আমরাই পারি দেশের রাজনীতিকে পরিবর্তন করতে,
দেশকে এগিয়ে নিয়ে যেতে।।।
বি:দ্র: (কোন দলকে উদ্দেশ্য করে নয় আমার এ কথাগুলো
নয়,যারা এদেশের রাজনীতিকে ঘৃণা করে,যারা
নোংরা রাজনীতিতে লিপ্ত,যারা সুবিধাবাদী
রাজনীতিবিদ ও নেতা তাদের উদ্দেশ্যে আমার এ
কথা।।।)

জয় বাংলা।।।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ২:৫২

চাঁদগাজী বলেছেন:

রাজনীতি সাথে সিরিয়াল মিরিয়াল যোগ করলেন, আপনার মৌলিক ভাবনায় সমস্যা আছে; যাক, আপনি যেভাবে রাজনীতি করার কথা বলছেন, সেটাই এখন চলছে।

২| ০৬ ই জুলাই, ২০১৫ ভোর ৪:১৩

প্লাবন২০০৩ বলেছেন: ভাই, একটু সাজিয়ে আবার লিখেন, আসলে বুঝতে পারিনি কিছুই। কোথা থেকে যেন কি হয়ে গেল, এমনটা অনুভূত হচ্ছে।

৩| ০৬ ই জুলাই, ২০১৫ সকাল ৭:১৭

সৌরভ ঘোষ শাওন বলেছেন: মনে হইলো যেন মানুষ হিন্দী সিরিয়ালে ইন্সপায়ারড হয়ে বাইরে আইসা নোংরা পলিটিক্স করে B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.