নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(( পাঁচমিশালি :> ব্লগ ))

এস.কে.ফয়সাল আলম

আমার কাছে জীবনটা হচ্ছে একখন্ড লোহ দন্ডের মত। আমি যদি এটাকে অযত্নে ফেলে রাখি তবে এটা মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে, আবার যদি এটা ব্যবহার করতে থাকি তারপরেও এটা একদিন ক্ষয়ে যাবে। আমার কাছে মরিচা পড়ে নষ্ট হয়ে যাবার চেয়ে মেধাকে ব্যবহার করে ক্ষয়ে যাওয়া উত্তম। ফেসবুকে: https://www.facebook.com/sk.foysal

এস.কে.ফয়সাল আলম › বিস্তারিত পোস্টঃ

☼☼ ব্লগের ত্রিরত্নের জন্মদিনে শুভেচ্ছার ফুলঝুড়ি এবং তাদের উপহার দেয়া সামুতে সেরা পাঁচ পোষ্ট ☼☼

১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৫

আজ ১৭ই আগষ্ট, এই তারিখটি সামু পরিবারের সদস্য হিসাবে আমার কাছে বিশেষ একটি দিন ! কেন এই দিনটি বিশেষ ?

উত্তর হল: আমাদের এই সামু পরিবারকে রাঙাতে ধরনীতে আগমন ঘটেছিল তিন Colourful ব্লগারের :)





তাহারা হচ্ছেন :

১) অপ্সরাপু, (শায়মা)

২) নাফিস ইফতেখার



এবং

৩) শামীম ভাইয়া



আজ এই ত্রিরত্নের জন্মদিনে আমাদের তরফ থেকে রইল শুভেচ্ছা ও ভালবাসা।







আসুন দেখে নেই ...এই তিরত্নের সামুতে উপহার দেয়া সেরা পাঁচটি পোষ্ট (তাদের দৃষ্টিতে)। উল্লেখ্য সেরা পাাঁচ নির্বাচন করাটা তাদের জন্য সহজ ছিল না। আরো অনেক পোষ্টও ছিল যা নিচের সেরা পাঁচে আসার যোগ্য, কিন্তু সংখ্যার ক্রমিক ঠিক রাখার জন্য সেগুলো বাদ দিতে হয়েছে।



অপ্সরাপু/ (শায়মা) এর সেরা পাঁচ :

(এবার শুধুমাত্র শায়মা নিক থেকে করা পোষ্টগুলি দেয়া হল)



১) তুই নেই তাই......... (সিরিজ)



২) ~~মুক্তির মন্দির সোপান তলে কত প্রান হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে~~



৩) !!টোনাটুনি পিঠাঘর - বাংলাদেশের ১০১ পিঠাপুলির নাম ও গড়ন বা রচনা সমগ্র!!



৪) !!!~আমার প্রিয় মনুষ্য বশীকরণ বিদ্যা ~ সন্মোহন বা হিপনোটিজম !!!



৫) খোঁপায় তারার ফুল ........কবি নজরুল ইসলাম ও তার গানের পিছনের কিছু গল্প

✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱





নাফিস ইফতেখার এর দৃষ্টিতে তার সেরা পাঁচ :-



১) আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন.......



২) ছেলেদের ব্রেক আপ



৩) সামহয়ারের পোস্ট - কত ধরনের ও কি কি....সবিস্তারে বর্ণনা....অবশ্যই দেখুন.....



৪) যখন মডু ছিলাম



৫) হীরক রাজার দেশে - Made in Bangladesh!



✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱





একরামুল হক শামীম ভাইয়ার সেরা পাাঁচ :-



১) গল্প : অপেক্ষা



২) কতোটা মন পুড়ে গিয়ে হয় নিঃশেষ!!!



৩) পরিণত মোহ কিংবা অপরিণত ভালোবাসা



৪) ১৯৭১ সালে সংঘটিত যেসব অপরাধের বিচার হওয়া জরুরী



৫) একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ



✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱



একটুখানি আমার মনের কথা তাহাদের উদ্দেশ্যে :



একটা সময় ছিল যখন আপনারা এই ব্লগটাকে সার্বক্ষণিক মাতিয়ে রাখতেন। এখন হয়ত জীবিকার তাগিদে বা সময়য়ের অভাবে বা ব্লগের পরিবেশের প্রতিকুলতার কারণে সেইভাবে আগের মত ব্লগে সময় দিতে পারেন না, কিন্তু আপনাদের রেখে যাওয়া সেই স্বর্ণালী সময়ের স্মৃতি এতটুকুও মন থেকে মুছে যায় নি আমার। বড্ড বেশি মিস করি সেই দিনগুলি। সেই সামু ব্লগটিকে :(

আপনারা শুধু আমার একার নয়, প্রায় প্রতিটি ব্লগারের কাছে আপনারা প্রিয় এক এক জন মানুষ। আপনাদের কাছে আবেদন এটাই যে ব্যস্ত তো এখন আমরা সবাই-ই তারপরেও যখনই একটু ফুসরৎ পাবেন অনুগ্রহ করে সামুতে লগিন করবেন। অনলাইনে আছেন এর লিষ্টে আপনাদের প্রো-পিক দেখলে খুবই ভাল লাগে। মনে হয় .... আপনারা আছেন.. সামুতেই আছেন।



আপনাদের সবার আগত সময় ভাল কাটুক ... এই প্রার্থনায়



শুভ জন্মদিন প্রিয় ত্রিরত্ন

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

মন্তব্য ৫৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৬

হাসান মাহবুব বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইলো তাদের প্রতি।

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: শুভেচ্ছা পৌছে দেওয়া হল.. প্রিয় ভাইয়া।

ভাল থাকবেন।

২| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১০

শায়মা বলেছেন: আমাদের তিনজনের পক্ষ থেকেই অনেক অনেক অনেক ভালোবাসা তোমাকে ভাইয়া।


নিজের জন্মদিন মনে হয় ভুলেই যেতাম যদি তোমরা না থাকতে। বিশেষ করে এই জন্মদিনের দিনটিতে তোমার পোস্ট না হলে আমার জন্মদিনই হয়না। ভাইয়া সত্যি কথা বলতে সেই ২০০৮ এ এই ব্লগে এসেছি আর তার পরবর্তী একটা বছরও তোমার শুভেচ্ছা পোস্ট ছাড়া আমার জন্মদিনটি সম্পূর্ণ হয়নি। তুমি যে কখন আমার জন্মদিন ব্যাপারটার সাথে অতঃপ্রোতভাবে জড়িয়ে গেছো সেটা মনে হয় তুমি নিজেও জানোনা। একই ব্যাপার নিশ্চয় ঘটে আমাদের সকলের ব্লগের গর্ব নাফিস ইফতেখার ও আমাদের অতি অতি সজ্জন ও জ্ঞানি গুণী লক্ষী শান্ত একটা ভাইয়া একরামুল হক শামীমের ক্ষেত্রেও। সে ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত।

অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা তোমার জন্যও। কত্তখানি ভালোবাসায় জড়িয়ে আছি আমরা সেটা তখনই বুঝি যখন দেখি একটাবারও তোমার ভুল হয়না আমাদের জন্মদিনটা স্মরণ করতে।

ভালো থেকো ভাইয়ামনি। আমাদের সেরা পাঁচ পোস্ট উল্লেখ করে জন্মদিনের এই পোস্ট লেখাটাই আমাদের শ্রেষ্ঠ উপহার।


কানে কানে বলি আমি কিন্তু সত্যি সত্যি চুপি চুপি অপেক্ষা করছিলাম তোমার এই পোস্টের জন্য।:P


জানিনা কতদিন বেঁচে থাকবো এই ব্লগে। তবে তুমি আজীবন আমৃত্যু বেঁচে থাকবে আমার হৃদয়ে প্রিয় ভাইয়ামনিটা।:)

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: মুগ্ধ হয়ে তোমার মন্তব্যটি পড়লাম আপু।

আর কিছু বলার নেই।

শুধু প্রার্থনা... ভাল থেকো... সব সময়।

আর অপ্সরা নিকটাও কিন্তু মিস করি এখনও :)
পরী কে অনেকদিন এই ধরাতে নামতে দেখি না।

৩| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৮

সায়েম মুন বলেছেন: তিন প্রিয় ব্লগার জন্মদিনের ফুলেল শুভেচ্ছা। হাসি গান আনন্দে ভরে উঠুক তাদের জীবন।

শামীম এবং নাফিসকে তো এখন আর তেমন দেখাই যায় না।

শায়মা আছে তবে একটিভিটি কমে গেছে।

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: তারা আবার ফিরে আসুক আগের মত... সেই প্রত্যাশায়।

৪| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৯

সায়েম মুন বলেছেন: *ব্লগারকে

৫| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩১

বাতায়ন এ আমরা কজন বলেছেন: শুভ জন্মদিন।
শুভেচ্ছা রইলো তাদের সবার জন্য।

ভালো থাকবেন আপনারা,
ভালো রাখবেন সবাইকে,
ভালো রাখবেন সমাজটাকে।

ধন্যবাদ।

৬| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৮

লেখাজোকা শামীম বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা।

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: শুভেচ্ছা পৌছে দেয়া হল :)

৭| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৪

শশী হিমু বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা তিনজন কে :)

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক দিন পর দেখলাম ব্লগে হিমু ভাইকে।


শুভেচ্ছা যথা স্থানে পৌছে দেয়া হল।

৮| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১০

জানা বলেছেন:


অনেক অনেক শুভেচ্ছা তিন জনকেই। সর্বময় মঙ্গল হোক।

১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: মঙ্গলবার্তা পৌছে দেয়া হল :)

৯| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৪

বৃতি বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা থাকলো সামু পরিবারের এই ত্রিরত্নের জন্য ।

১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ধন্যবাদের সহিত পৌছে দেয়া হল।

১০| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৫

যেড ফ্রম এ বলেছেন: শুভেচ্ছা পার্ক তিনজনকেই।

১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: যথার্থ :)

১১| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৮

ইখতামিন বলেছেন:
ত্রিরত্নকেই জন্মদিনের শুভেচ্ছা :)

১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ভাল থাকুক ত্রিরত্ন ।

১২| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

শায়মা বলেছেন: সায়েমভাইয়া, বাতায়নভাইয়া,লেখাজোকা শামীমভাইয়া,শশী হিমুভাইয়া,জানা আপুনি,জানা আপুনি, বৃতিমনি,যেডফ্রমএ, ইখতামিন ও হামা কে অনেক অনেক ধন্যবাদ!

১৩| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সবাইকে শুভেচ্ছা।

১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: শুভেচ্ছা পৌছে দেয়া হল :)

১৪| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সবাইকে শুভ জন্মদিন!!!!!!!!!!!!!

একজনও দাওয়াত দিলো না.......... X(( X(( X((

১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: পরিবারের লোকজনকে কি দাওয়াত দিতে হয় ?

আপন মনে করতে পারলেন না ভাইজান ;)

১৫| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

মুনসী১৬১২ বলেছেন: তিন জনকেই শুভ পয়দা দিবস

১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

এস.কে.ফয়সাল আলম বলেছেন: তিন জনকেই পয়দা দিবসের আগমনী শুভেচ্ছা পৌছে দেয়া হল।

ধন্যবাদ।

১৬| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৯

দারাশিকো বলেছেন: শুভ জন্মদিন তিনজনকেই।

১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: দারাশিকো ভাইয়ার শুভেচ্ছা পৌছে দেয়া হল :)

১৭| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২০

নাফিস ইফতেখার বলেছেন: প্রতি বছর আপনি মনে করে পোস্ট দেন। প্রতি বছর আনন্দে মন ভরে যায়। আপনার পোস্টটা অনেকটা ঈদের চাঁদের মত... বহুল প্রতিক্ষিত... থ্যাংক্যু... শামীম ভাই আর শায়মা আপুকে আবারো জন্মদিনের শুভেচ্ছা... অনেক অনেক ধন্যবাদ যারা যারা উইশ করেছেন তাদের সব্বাইকে! :)

২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ভাল থাকুন ... সব সময়।

সর্বময় মঙ্গল কামনায়।

১৮| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: শুভ ভূমিষ্ঠক্ষণ।

২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: :)

১৯| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা সবাইকে

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: পৌছে দেয়া হল :)

ধন্যবাদ।

২০| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
তিনজনকেই জন্মদিনের শুভেচ্ছা।।

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: দূর্জয় ভাইয়ের শুভেচ্ছা পৌছে দেয়া হল।

২১| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৪

আমিনুর রহমান বলেছেন:


তিনজনকেই জন্মদিনের শুভেচ্ছা।

আপনার জন্য অশেষ শুভ কামনা আর এই পোষ্টের জন্য কৃতজ্ঞতা।

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ধন্যবাদ ভ্রাতা :)

২২| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

রিভানুলো বলেছেন: ত্রিরত্নের জন্মদিনে শুভেচ্ছা :)

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ধন্যবাদের সহিত পৌছে দেয়া হল।

২৩| ২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:০৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের সবার আগত সময় ভাল কাটুক ... এই প্রার্থনায়।

শুভ জন্মদিন প্রিয় ত্রিরত্ন
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤


২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১০

এস.কে.ফয়সাল আলম বলেছেন: শুভ জন্মদিন প্রিয় ত্রিরত্ন

ধন্যবাদ ভাইয়া।

২৪| ২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “আপনারা শুধু আমার একার নয়, প্রায় প্রতিটি ব্লগারের কাছে আপনারা প্রিয় এক এক জন মানুষ। আপনাদের কাছে আবেদন এটাই যে ব্যস্ত তো এখন আমরা সবাই-ই তারপরেও যখনই একটু ফুসরৎ পাবেন অনুগ্রহ করে সামুতে লগিন করবেন।”

মন ছুঁয়ে গেলো। একই আহ্বান জানাচ্ছি ব্লগের ত্রিরত্নকে :)

আপনাকেও শুভেচ্ছা :)

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

ভাল থাকবেন।

২৫| ২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:২৪

রোজেল০০৭ বলেছেন: শুভ হোক সবার আগামী !!

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: শুভ হোক সবার আগামী !!

ধন্যবাদ।

২৬| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:০২

আরজু পনি বলেছেন:

শায়মাকে তিন দফায় শুভেচ্ছা জানিয়ে আর শামিমকেও ফেসবুকে শুভেচ্ছা জানানোর পর নাফিস কতো জানানো হয় নি ! :| :(

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: :)

তাহাদেরকে আবারো শুভেচ্ছা পৌছে দেয় হল ।

ধন্যবাদ আপু

২৭| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৫

খাটাস বলেছেন: ত্রি রত্ন কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৩

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আপনার শুভেচ্ছা পৌছে দেয়া হল।

ধন্যবাদ।

২৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

নকি৬৯ বলেছেন: তুমি এমন কোন কথা বলোনা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: হয়ত আপনি কোন পোষ্টে আমার এই গানটির খোজার ব্যাপারে দেখে এটা দিয়েছেন। সেজন্য ধন্যবাদ।

তবে আমিও এটা অনেক আগেই দেখেছিলাম। আমি আসলে খুজছি এর মেইন ভিডিও সহ গানটি। এর জন্য আমি খুজে খুজে এই মুভিটি কিনেছিলাম, তাতে অন্য সব গান থাকলেও শুধুমাত্র এই গানটি ছিল না :(

যাই হোক... এখনো গানটি র ভিডিও অনলাইনে নেই।

২৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

শায়মা বলেছেন: তাই তো পরীকে তো আজকেই নামাতে হবে ধরায়!!!:)

৩০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: শুভজন্মদিন , অনেক শুভকামনা +

৩১| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: ত্রিরত্নের প্রতি রইল বিলম্বিত শুভেচ্ছা :)

৩২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২২

একজন সত্যিকার হিমু বলেছেন: শায়মা আপুকে তো মাঝে মাঝে দেখি বাকী দুইজনকে তো কখনো দেখিনি ।
উনার কি বেঁচে আছেন নাকি ?
খুব জানত ইচ্ছে করে ।বিশেষ করে রম্য বাবা নাফিস ভাইয়ের কথা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.