নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোহেমিয়ান স্বপ্নেরা ঘোরে চারপাশে... এখনও...

শেখ কামাল হোসেন মুকুল

নয়া আইছি ভাই, শিখায় পড়ায় নিয়্যেন..

শেখ কামাল হোসেন মুকুল › বিস্তারিত পোস্টঃ

আমাদের নিত্যকার ‘(অ)সভ্যতা’

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৪

সভ্যতা আমাদের কত কিছুই দিয়েছে!!
আরাম-আয়েশ, সুখ(!), হাতের মুঠোয় গোটা পৃথিবী!
ইঙ্গ-বঙ্গ-প্রাচ্য-পশ্চাত্য সবাই আমরা লোক দেখানো ‘ঐক্যবদ্ধ’?
স্বার্থ ফুরালে... ‘বিদায়’।

মুহূর্তে নিজেকে পৌঁছে দিই আরেক জনের আঙিনায়,
‘গ্রহণ’ বা ‘নিগ্রহ’ এর কথা না ভেবেই।
কারণ ‘গ্রহন’/’প্রত্যাখ্যান’ এর কষ্ট হৃদপটে আর আঁচড় কাঁটে না!
ওখানে যে ‘সুরক্ষা-পর্দা’ লাগানো, ‘স্পর্শ’ করার সাধ্য নেই !!

মিথ্যে কে সত্য বলা আমাদের কাছে ‘স্মার্ট-নেস’
‘সদা-সত্য’ আজ ‘বিগত’ হাল-ফ্যাশানের ‘স্বার্থ’ উদ্ধারে।
‘স্মার্ট-নেস’ তাই পুজনীয়; ‘সত্য-সরলতা’ নির্বাসিত।

অপেক্ষায় আছি আদরের ‘সভ্যতা’ আমাদের
আর কত ‘অসভ্যতা’ সাদরে উপহার দেয়!!
কেননা সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, নীতিকথা শুনলে,
আমাদের অধিকাংশের ঠোঁটে আজ তাচ্চিল্লের হাসি ‘উহ! ব্যাক ডেটেড’!!

জানিনা ইশপ জন্মান্তরবাদে বিশ্বাসী ছিলেন কিনা;
ইশপ এর পুনর্জন্ম এই বিজলী যুগে আরেকবার দরকার।
==০==

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৪

আমি বন্দি বলেছেন: ভালো হয়েছে

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০২

শেখ কামাল হোসেন মুকুল বলেছেন: ধন্যবাদ 'আমি বন্দি' কে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.