নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোহেমিয়ান স্বপ্নেরা ঘোরে চারপাশে... এখনও...

শেখ কামাল হোসেন মুকুল

নয়া আইছি ভাই, শিখায় পড়ায় নিয়্যেন..

শেখ কামাল হোসেন মুকুল › বিস্তারিত পোস্টঃ

পেছনের পথ.....

২৫ শে জুলাই, ২০২০ রাত ১:০২

আমাদের প্রত্যেকেরই উচিত তার পেরিয়ে আসা পথের কথা মনে রাখা।
বলা তো যায় না!!
যদি সামনে বিপদ আসে?
তাহলে পেছনে তো ফিরতেই হবে!!
পেরিয়ে আসা পথ ভুলে গিয়ে থাকলে... জরুরী ফেরার প্রয়োজনে আরো বিপদে পড়তে পারেন।
বরং আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত এই ভেবে যে আমি আজ যতদুর এসেছি তার ভিত্তি আমার ফেলে আসা পথের-ই অবদান।। কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।

এমন অনেক ব্যাক্তি আমাদের চারপাশে দেখি যারা তাদের অতীত দিনের কথা, সেই শুরুর পথের কথা, বর্নমালা শিক্ষার কথা ভুলে গেছেন। তারা ক্ষমতা, অর্থ-বিত্তের অহংকারে অন্ধ হয়ে গেছেন। দাম্ভিকতায় অন্যদের অপমান করে পৈশাচিক আনন্দ পেতেও দ্বিধা করেন না!!

নিশ্চয়ই আল্লাহ জুলুমকারীকে শাস্তি দিবেন। নিরাপরাধ মুজলুমের আর্তি কখনো বৃথা যায় না। এর প্রতিকার আল্লাহ নিশ্চয়ই করবেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় ও শ্রেষ্ঠ বিচারক।।

==০==

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১:৫১

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ তুমি বিচার করো ডাকাতদের।

২| ২৫ শে জুলাই, ২০২০ রাত ২:৫৯

রাজীব নুর বলেছেন: আল্লাহ জুলুমকারীদের শাস্তি মৃত্যুর পর দিবেন। তবে শাস্তিটা দুনিয়াতে দিলে বেশি ভালো হতো।

৩| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১:৩৯

শেখ কামাল হোসেন মুকুল বলেছেন: সহমত

৪| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১:৩৯

শেখ কামাল হোসেন মুকুল বলেছেন: আমীন

৫| ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: মাটির তৈরি মানুষের এত অহংকারের কি কারণ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.