নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন ভোলা

সুবল চন্দ্র বর্মন

সাহিত্যিক ছদ্মনাম - শ্রীকৃষ্ণ মামাহাত্ম্য

সুবল চন্দ্র বর্মন › বিস্তারিত পোস্টঃ

প্রেম - (শ্রীকৃষ্ণ মামাহাত্ম্য)

০১ লা জুলাই, ২০১৬ সকাল ৮:৫৮


পঞ্চ ভূতে রুদ্ধ রুহু ভোগ করে কায়া,
কায়াহীন-ক্রিয়াহীন নিষ্কৃতি আত্মার,
দেহীহীন দেহ জড় আত্ম-দেহ কার।
ঐশ্বর্য শরীর ভবে মায়া জলে ছায়া
প্রীতি ভরা সারা ধরা কামে সদা মায়া।
আসলে না'জানি প্রেম প্রেমের সিঙ্গার
কাম আর ভোগ রসে প্রণয় বিস্তার,
প্রেম নয় প্রেম শিখা অন্তে জ্বলে হিয়া।
দেহী-দেহ আত্ম-সন্ধি কেহ কার বিনা,
পূর্ণ্য নয়, নয় তৃপ্ত একে অন্যে ছাড়া।
আত্ম-ত্যাগ-নিবেদন স্বার্থ বিসর্জন,
প্রণয় সূচনা তব অন্তর যোজনা।
আমার রহিত - রত দেহী প্রেমে সাড়া,
আমার আমিত্ম ত্যাগ প্রেম - সমার্পণ।
***চতুর্দশপদী সংকলনঃ

---"অন্তকীর্তি " কাব্যগ্রন্থের অন্তর্গত।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:২৮

কালনী নদী বলেছেন: ঐশ্বর্য শরীর ভবে মায়া জলে ছায়া
প্রীতি ভরা সারা ধরা কামে সদা মায়া।
খুব খালো লেগেছে। দাদা।

০৩ রা জুলাই, ২০১৬ ভোর ৬:৩৩

সুবল চন্দ্র বর্মন বলেছেন: এ ক্ষুদ্র সংকলনে আপনাকে স্বাগত ও শুভেচ্ছা। ভাল থাকবেন শুভাশিস রইল।

২| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: ঐশ্বর্য শরীর ভবে মায়া জলে ছায়া
প্রীতি ভরা সারা ধরা কামে সদা মায়া।


আধ্যাতিকতায় পরিপুর্ণ কবিতাটি
পাঠে অনেক কিছু শিখা হল।
কবিতাটিও হয়েছে খুবই
সুখপাঠ্য ।

কবির প্রতি রইল শুভেচ্ছা ।

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৭

সুবল চন্দ্র বর্মন বলেছেন: ধন্যবাদ। আবার কথা হবে,
কবিতার সুর ও ছন্দে।
আবার সময় আসবে,
কতই না আনন্দে।
কামনা রইল,
ভাল থাকবেন।

৩| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ছন্দে ছন্দে প্রতি উত্তরের জন্য ।
শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.