নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন ভোলা

সুবল চন্দ্র বর্মন

সাহিত্যিক ছদ্মনাম - শ্রীকৃষ্ণ মামাহাত্ম্য

সুবল চন্দ্র বর্মন › বিস্তারিত পোস্টঃ

বঙ্গ সাগর

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৮



বঙ্গ দেশের চরণ চুমি
বঙ্গ সাগর চলছ তুমি।
দূর পাথারে তরঙ্গ ওঠা
গর্জ তুমি যেথা সেথা।
তোমার গর্জে কেপে ওঠে বঙ্গেরর মৃত্তিকা
থেকে থেকে উচ্ছ্বাসে ভায়াবহ ভূমিকা।
রাগ করনা ওগো সাগর,
তোমার বুকে আমার ভেলা
ওপার দিবে পারি।
তাই-তো সব মাঝি-মাল্লা
ধরেছে হাল সারি সারি,
তোমার সৌন্দর্যের দিগন্ত ছোঁয়া বাহার
দর্শনার্থীর ভির কুয়াকাটা কক্সবাজার।
তোমার সৈকতে বেলা ভূমি
নিত্য দেখি হেলানো সূর্যাস্থ,
কি অপরূপ বিশাল তুমি!
কখনো ধর কাল রূপ, ভাঙ্গ আশ্রয় স্থল,
রন্ধ্রে ধর নির্দয় নিকৃষ্ট তব লোনা জল।
কত গভীর! বিস্তৃত জল রাশি
জোয়ারের বারি শুকনো বালি,
ভরে তোল লোনা জল তটে আসি।
যেদিকে তাকাই শুধু জল আর জল,
ভাটায় মরমর, জোয়ারে ছলছল।
উচ্ছ্বাসে বারি থেকে থেকে
বৈশাখ জ্যৈষ্ঠ নব জোয়ানে,
জোয়ার ওঠে তোমার বুকে
আমার অন্তর ওঠে কেঁপে।
কখন যেন তোমার মাঝ দরিয়ায় কাল কায়া
বৈশাখী ঝড়ে, ভাসে কেয়ামতের রূঢ় ছায়া।
আজ সেই জোয়ারে হাল ধরেছে
যত জেলে-মাঝি-মাল্লা,
ভুল করেও দিওনা ফাঁকি
ওরা নিরীহ বাছা।
*** ৮/০৩/০৯ ইং
বার আওলিয়া, চট্টগ্রাম
★★★"অন্তকীর্তি " কাব্যগ্রন্থের অন্তর্গত।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৩

মামুন ইসলাম বলেছেন: চমৎকার লিখা ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৩

সুবল চন্দ্র বর্মন বলেছেন: ধন্যবাদ এ ক্ষুদ্র সংকলনে দৃষ্টিপাতে।

২| ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৮

Ridoy mia বলেছেন: nice :-B

৩| ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: #:-S

৪| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ছবিগুলো সুন্দর। সাথে কবিতাও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.