নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন ভোলা

সুবল চন্দ্র বর্মন

সাহিত্যিক ছদ্মনাম - শ্রীকৃষ্ণ মামাহাত্ম্য

সুবল চন্দ্র বর্মন › বিস্তারিত পোস্টঃ

রূপবতী ধরনী

২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪২


ধরনীর এই ধারনে বিচিত্র্য পৃথিবী
হে মহান বিশ্ব ভূমি তব সবুজ শ্যামলী,
তোমায় দেখে জুড়ায় মম হৃদয় প্রেম আঁখি।
ধরার এ ধরন ধারন সৃষ্টি করেেছন স্রষ্টা,
প্রভূর এ লীলার কাছে আশীর্বাদ ধরনীর শোভা।
ধরনীর এই সবুজ ছায়া নদীর বালুচর
বিহঙ্গের কলগুঞ্জন, আর কুকিলের কুহু-কেকা,
প্রভূর আশিসে সৃষ্টি হয়েছে বসুন্ধরা।
পৃথিবীতে একই তারা একই চন্দ্র-রবি
একই ভূবনে একই সঙ্গে ঘটে দিবা-রাত্রী।
একই বিধাতার গড়া পূজে মানুষেরা
নিরাকার-আকার বিচিত্র্য পথে মত হারা।
পৃথিবীর রূপ দেখে মুগ্ধ হয় মানুষেরা,
কীট-পতঙ্গ জীব-জন্তু একই বিধাতার গড়া।
কোথাও নদী কোথাও সমুদ্র-সাগর
মাটিতে বিধর্মী নানান ফসল,
পাহাড়-পর্বত বন-বনানী ঝরনার ধারা
দেখিয়া অবাক প্রজাতি সকল।
সবুজের সমারোহ বিধাতার এ কোন খেলা
গ্রীষ্মের আকাশে রৌদ্র-বৃষ্টিতে ভাসে ভেলা।
ঘাসের ডগায় লতা পতায় শিশির ভেজা পানি
কখনো দোল খায় সশ্য শ্যামলী,
কি বিস্ময়ে সজ্জিত ওগো তুমি ধরনী!
ভূ-নবলোক পূর্ণ, বহিছে - বাতাস
মাথার উপর সুনীল অসীম আকাশ,
অজেয় অনন্ত তার কূল কিনারা
অপূর্ব তুমি বসুন্ধরা।

---"অন্তকীর্তি"
১৫/০৬/০৩ ইং
কালিবাড়ি,রংপুর।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

পবন সরকার বলেছেন: চমৎকার ছবি।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪

সুবল চন্দ্র বর্মন বলেছেন: ধন্যবাদ, এ ক্ষুদ্র সংকলনে।

২| ২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: কোথাও নদী কোথাও সমুদ্র-সাগর
মাটিতে বিধর্মী নানান ফসল,
পাহাড়-পর্বত বন-বনানী ঝরনার ধারা
দেখিয়া অবাক প্রজাতি সকল।


............সুন্দর লিখেছেন, সেই সাথে চমৎকার সব ছবি, ভালোলাগা জানিয়ে গেলাম।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১০

সুবল চন্দ্র বর্মন বলেছেন: স্বগতম, এই সামান্য সংকলনে। ভাল থাকবেন। ব্যস্ত থাকার দরুন ব্লগে সময় পাইনা। কথা হবে কবিতা আর গানে গানে।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন:

০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১২

সুবল চন্দ্র বর্মন বলেছেন: আপনাকে আবারো অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখে থাকার প্রেরণা।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:০১

রক্তিম দিগন্ত বলেছেন:
চমৎকার কবিতার সাথে চমৎকার দৃশ্যায়িত ছবি।

+

০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩

সুবল চন্দ্র বর্মন বলেছেন: আত্মস্থ হলাম। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.