নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন ভোলা

সুবল চন্দ্র বর্মন

সাহিত্যিক ছদ্মনাম - শ্রীকৃষ্ণ মামাহাত্ম্য

সুবল চন্দ্র বর্মন › বিস্তারিত পোস্টঃ

ধানের ছড়া

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১১




আউশ-আমন-বোরো, ধান চাষে বড়;
সোনার বাংলার সোনার পল্লী মাঠে,
বিলে-ঝিলে জলাবদ্ধ নদীর বিস্তৃত তটে।
প্রযুক্তির গড়া ছাঁচে, উচ্চ ফলের আশে;
আউশ-আমনে নানান প্রজাতির চারা,
চাষীদের ধান চাষে বার মাসে তাড়া।
শস্য-শ্যামল দেশে, ধানের খেলা সব মাসে,
রোপিয়া ধানের চারা কৃষকের বুক ভরা,
স্বপ্ন আর আশে জীবন তাদের গড়া।
জীবন আশার দাস, সদা আশে পাশ;
থেকে থেকে দোল দেয় আপন মনে,
জয় হোক ক্ষয় হোক সদা আশার পানে।
ধান চাষ আর চাষী, স্বপ্নেরর চাষে বাঁচি,
প্রত্যুষে ঘুম ভাঙ্গে চাষী বউ চাষীর,
শুরু হয় কাজ স্বপ্ন-আশার ক্লান্তির।
টেক্কা দেয় চাষী, প্রকৃতিরর বৈরী অসী;
রৌদ্র বৃষ্টি তীব্র তেজে বৃষ্টি পরে অঝরে,
মাথাল মাথায় চাষী আপন কার্য করে।
অভিনন্দন চাষী, প্রকৃতি তোমার প্রেয়সী ;
প্রকৃতি হার মানে, জলদ দেয় ছায়া,
বায়ূ বর্ষিয়া বারি শীতল করে কায়া।
দিনের ভাটি, যায় হাঁটি হাঁটি ;
গোধূলী লগ্ন পড়ে সন্ধ্যার আগমন,
তবু যেন চাষীর কার্যে নেই অবসান।
প্রকৃতির কালক্রমে, চাষীর কায়িক শ্রমে;
সবুজ মাঠে ধানের শীষ মাথা শুধু নারে,
কৃষকের মনে স্বপ্নটা ডানা মেলে ঝারে।
অজান্তে শ্যামলী অঙ্গে, সোনালী রং রাঙ্গে;
পল্লী মাঠে ধানের শীষে সোনার আলো জ্বলে,
সে আলোতে কৃষকের মনে তৃপ্তি যেন মেলে।
পুলকিত অন্তর, সোনালী পল্লী প্রান্তর ;
সকল দুঃখ ব্যথা যত শ্রমের ভার,
সকলি ভ্রমে ধান ধন্যে পূর্ণ্য ভান্ড তার।
ধান মারাই করে, কৃষকের প্রাণ ভরে;
সোনার ধানে আঙ্গিনা উঠোন ভরোভরো,
আনন্দ-উল্লাসে চিত্ত পূর্ণ্য সরোবরো।

***অন্তকীর্তি " কাব্যগ্রন্থের অন্তর্গত।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ কাব্য দাদা!


ছবি সিরিয়ালের সাথে সার্থক কাব্য।
শেষ লাইন দুটো কৃতজ্ঞতার পূর্ণরূপ।

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৮

সুবল চন্দ্র বর্মন বলেছেন: ধন্যবাদ, সেইসাথে নিরন্তর ভাল থাকার শুভাশিস।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


চাষীদের গায়ে কাপড় আছে, ভালো লাগছে

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৪

সুবল চন্দ্র বর্মন বলেছেন: হ্যাঁ! চাষীদের গায়ে কাপর আছে। কিন্তু না থাকলে কি হত???

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৯

ধ্রুবক আলো বলেছেন: ধানের ছড়া'য় +++++

ছন্দে ছন্দে একদম অনবদ্য লেখা লিখেছেন! খুব ভালো লাগলো,
শুভ কামনা রইলো ভালো থাকবেন......,

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪

সুবল চন্দ্র বর্মন বলেছেন: ধন্যবাদ, অনুপ্রানিত হলাম। ভাল থাকার শুভ কামনা।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ কবিতা ও সাথের ছবি ।
কবিতায় এক রাশ মুগ্ধতা হে প্রিয় কবি
সুন্দর কবিতাটির জন্য অভিনন্দন রইল ।

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

সুবল চন্দ্র বর্মন বলেছেন: আপনাকেও অভিবাদন জানাই। ভাল থাকবেন এ শুভাশিস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.