নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক বিন্দু জলের সুখ সাগরে মিশে হারিয়ে যাওয়ায় ....

এক বিন্দু জল

এক বিন্দু জল › বিস্তারিত পোস্টঃ

তরমুজ খাবেন? সাবধান!

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:৫০



আমরা সবাই তরমুজ পছন্দ করি। গরমের দিনে তরমুজের মজাই অন্যরকম। তরমুজ শরীরের জন্য খুব উপকারীও বটে। আসছে তরমুজের মওসুম।

তবে তরমুজ কিনতে সাবধান। কাটার পর যদি দেখা যায় বিচীগুলি অনেক বড় বড় গর্তে ভরা আছে অথবা যদি বড় কোন গর্ত থাকে তবে সেই তরমুজ না খাওয়াই ভালো। কেননা এটা স্বাভাবিক কোন তরমুজ নয়, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এতে কোন কোন কৃত্রিম রঙ, স্বাদ অথবা অন্য কোন কিছু মিশ্রিত আছে। নয়তো কৃত্রিম পদ্ধতিতে উৎপাদিত। সাবধান।

সেই তরমুজ না খেয়ে ফেলে দেয়াই বুদ্ধিমানের কাজ হবে। ধন্যবাদ।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ২:০৮

সচেতনহ্যাপী বলেছেন: একটু তথ্য/প্রমান থাকলেও কিন্তু পাঠকদের আরো কাজে লাগতো।।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ২:১২

এক বিন্দু জল বলেছেন: Click This Link

http://www.naturalhealthyways.com/love-watermelons-see-split-inside/

ধন্যবাদ

২| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ২:১৯

এক বিন্দু জল বলেছেন: তরমুজ সম্পর্কে জানতে হলে এখানে নিচের লিংকটা দেখতে পারেন। ধন্যবাদ

http://www.bd-pratidin.com/health-tips/2016/04/22/140081

৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ২:২৭

সচেতনহ্যাপী বলেছেন: আমি এধরনের তথ্যের কথাই বুঝিয়েছি।।
মূল লেখায় যদি লিংকটা সঠিকভাবে জুড়ে দেওয়া হলে পাঠকরা প্রথমেই বুঝে নিতো।।
বিঃদ্রঃ লিংকও কাজ করছে না।।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ২:৫০

ওমেরা বলেছেন: তরমুজ আমার অনেক প্রিয় , ধন্যবাদ ।

০৪ ঠা মার্চ, ২০১৭ ভোর ৫:১১

এক বিন্দু জল বলেছেন: আমারও অনেক প্রিয়। ধন্যবাদ

৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৩:৩০

হাদী নয়ন বলেছেন: বাইলা তরমুজ হলে এমন ফাটা থাকে,বাইলা তরমুজ খেতেও চমৎকার।

০৪ ঠা মার্চ, ২০১৭ ভোর ৫:১৩

এক বিন্দু জল বলেছেন: ধন্যবাদ বাইলা তরমুজের তথ্যের জন্য। ভাল থাকবেন।

৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১০:৪৩

ধ্রুবক আলো বলেছেন: তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ।
কিন্তু ভাই আর কত সাবধান হওয়া যায়, সব কিছুতেই তো ভেজাল, কৃত্রিম রং কি খেয়ে বাঁচবো আমরা?
এখন রো বিষও ভেজাল

৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:০৫

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

৮| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:১৭

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: এই দেশে খাওয়ার মত আসলে কি কি আছে সেটার একটা লিস্ট করা দরকার! পোস্টের জন্য ধন্যবাদ।

৯| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩২

ইউনিয়ন বলেছেন: :-B দেশের মানুষ সব কিছুতে অভ্যস্ত হয়ে গেছে। সরকারী অব্যবস্হাপনা থেকে শুরু করে গৃহকর্মী নির্যাতন পর্যন্ত। এগুলো খেলে মানুষ ধীরে ধীরে মরে, সেই জন্য মানুষের তত প্রতিক্রিয়া নেই। আমি আপনি মাঝে মাঝে মিডিয়াতে উহ আহ্ শব্দ করি এই যা।

ভাল কথা এই অবস্হা দেখে তরমুজ ফেলে দেয়ার পর গরীব মানুষের কষ্টের টাকার কি হবে?

১০| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার এক বর্গাদার তরমুজের চাষ করে, আমার কিনতে হয়না =p~

১১| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তরমুজ খাইতে এখন ডর করবে।

১২| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: চারিদিকে এত ভেজাল আর ভালো লাগে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.