নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

নুর নবীজীর প্রশংসা

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

(১)

মক্কা বিজয়ের দিনে

নবীজী (দঃ) কহেন বেলালের সনে,

“আজান দাও তুমি,

কা’বার ছাদে উঠি।”

উঠিয়া কা’বার ছাদে

বেলাল জিজ্ঞাসে,

দ্বিধাকম্পিত বিনম্র ভাষে,

“আদেশ করুন নূরনবী!(দঃ)

“এবার আমি দেব আজান

কোনদিকে চাহি?”

হেনকালে তাঁরে নবীজী(দঃ)ফরমান,

“সামনে রেখে তোমার নবীকে (দঃ)

সূউচ্চ কন্ঠে পুকার আজান।।”

(২)

নুর নবীজী (দঃ) শুধান

মৌমাছির ধাম,

“তিক্ত রস থেকে

সুমিষ্ট মধু হয় ক্যামনে?

মৌ্মাছি সবিনয়ে,

দিল সাফ জানিয়ে,

“তিক্ত কটু রয়না যে আর,

ওগো রাসুল! (দঃ) তব দরূদের কারনে।।

(৩)

বাবা আদম (আঃ)চেতনা লভি,

দেখলেন সব জান্নাতে ঘুরি,

সকল বস্তুর মাঝে

নুর নবীজীর (দঃ) নাম বিরাজে,

এমনি আপনার নামের মহিমা!

বুঝবে কে আর আশেক বিনা?

(৪)

নুরের দরিয়ায় সিনান করি,

এলেন ভবে নূর নবীজী, (দঃ)

মা আমিনার শুচিস্নিগ্ধ কোলে,

দেখ! সে নুরের পুতুল দোলে,

আনন্দে বিভোর ফেরেশতাকূল,

আরশ-কুরসী হয় আকুল,

চাঁদ-সুরুজ তায় দেখতে আসে,

জানায় সালাম পাক কদমে।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.