নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহঃ স্মরণে

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১১





শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী'র রহঃ আত্মা যায় ডেকে-

"সুন্নী জনতা জাগুক এবার নবজীবনের রাগে"।।



সুন্নীদের লাশের মিছিলে যোগ হল নতুন এক নাম

শহীদ আল্লামা নুরুল ইসলাম (রহঃ)

হালিম, লিয়াকত, সাইফুল প্রমুখের নতুন সাথী

শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহঃ)।।

আওলিয়া প্রেমিক সুন্নীরা এবার উঠবে জেগে নিয়ে নবপ্রাণ,

মৃত্যুঞ্জয়ী ফারূকী তোমায় সালাম!!!!



আল্লাহ্‌ তুমি মহান!! গাহি তব জয়গান।!!!

সুন্নীয়তের মরা ডালে হটাৎ জাগালে জীবনের সন্ধান!!

কেমনে করিব অধম তব গুণগান?

তুমি যে সর্বশক্তিমান!!!

সৃজন ধ্বংস তব অপার লীলা,

সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!



শক্তি দাও প্রভূ মোদের,

যেন পরাভূত করতে পারি নবীর শত্রুদের।

প্রয়োজনে জীবনের দামে রক্ষা করব নুর নবীজীর শান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.