নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

দেওবন্দী এবং হেফাজতের পথভষ্ট জালেমদের কিছু জঘন্য ঈমান বিধ্বংসী আক্বীদাঃ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫১

১। আল্লাহ্ মিথ্যা কথা বলতে পারেন। ফতোয়া-ই-রশীদিয়া,১ম খন্ড,পৃষ্ঠা-৯ (মাওলানা রশীদ আহমদ

গাঙ্গুহী দেওবন্দী) ২।আল্লাহ্ আগে জানেন না বান্দা কি কাজ করবে।

বান্দা যখন সম্পন্ন করে নেয় তখনই আল্লাহ্

তা জানতে পারেন।-তাফসীর-ই- বুলগাতুল

হায়রান,পৃষ্ঠা ১৫৭-১৫৮ (মাওলানা হুসাইন

আলী ওয়াভচরান ওয়ালা দেওবন্দী) ৩।শয়তান ও মালাকুল মওতের জ্ঞান হুযুর (সাঃ) এর

চেয়ে বেশী।- বারাহীন-ই ক্বাতি'আহ্,পৃষ্ঠা-৫১ (খলিল

আহমদ আম্বেটভী দেওবন্দী) ৪।আল্লাহ্'র নবীর কাছে নিজের

পরিণতি ও দেয়ালের পেছনের জ্ঞানও নেই।-বারাহীন- ই-

ক্বাতি'আহ্,পৃষ্ঠা-৫১ (খলিল আহমদ আম্বেটভী দেওবন্দী) ৫। হুযুর (সাঃ) কে আল্লাহ তেমন জ্ঞান দান করেছেন, যেমন

জ্ঞান জানোয়ার,পাগল ও শিশুদের কাছেও আছে।-হিফজুল

ইমান,পৃষ্ঠা-৭ (মাওলানা আশরাফ

আলী থানভী দেওবন্দী) ৬।নামাজে হুযুর (সাঃ) এর

প্রতি খেয়ালে যাওয়া গরু-গাধার

খেয়ালে ডুবে যাওয়া থেকেও মন্দতর।-

সেরাতে মুস্তাক্বীম,পৃষ্ঠা-৮৬

(মাওলানা ইসমাইল দেহলভী ও সৈয়দ অাহমদ

বেরলভী ওহাবী) ৭।রাহমাতুল্লিল আলামীন, হুযুর (সাঃ) এর খাস উপাধি নয়।

হুযুর (সাঃ) ছাড়া অন্যান্য বুযুর্গকেও রাহমাতুল্লিল

আলামীন বলা যেতে পারে।-ফতোয়া-

ই-রশীদিয়া,২য় খন্ড,পৃষ্ঠা-১২

(মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহী দেওবন্দী) ৮। খাতামুন্নাবিয়্যীন অর্থ

আখেরী বা শেষ নবী বুঝে নেয়া সাধারণ লোকদের

খেয়াল মাত্র।জ্ঞানী লোকদের মতে এ অর্থ বিশুদ্ধ নয়।

হুজুর (সাঃ) এর যুগের পরও যদি কোন

নবী পয়দা হয়,তবে হযরত

মুহাম্মদ (সাঃ) শেষ নবী হওয়ায় কোন ক্ষতি হবে না।- তাহযীরুন্নাস,পৃষ্ঠা-৩ ও

২৫ (মাওলানা হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবী) ৯।হযরত মুহাম্মদ (সাঃ) দেওবন্দের আলেমদের

সাথে সম্পর্কের কারণে উর্দু

শিখতে পেরেছেন।-বারাহীন-ই-

ক্বাতি'আহ্,পৃষ্ঠা-২৬ (খলিল আহমদ আম্বেটভী দেওবন্দী) ১০।হযরত মুহাম্মদ (সাঃ) এর সম্মান শুধু বড় ভাইয়ের মতই

করা চাই।-তাক্বভিয়া

তুল ইমান,পৃষ্ঠা-৫৮ (মাওলানা ইসমাইল দেহলভী ওহাবী) ১১।হযরত মুহাম্মদ (সাঃ) মৃত্যুবরণ

করে মাটিতে মিশে গেছেন।- তাক্বভিয়াতুল

ইমান,পৃষ্ঠা-৫৯ (মাওলানা ইসমাইল দেহলভী ওহাবী) ১২।আল্লাহ্তায়ালা ইচ্ছা করলে হুযুর (সাঃ) এর সমকক্ষ

কোটি কোটি পয়দা করতে পারেন।- তাক্বভিয়াতুল

ইমান,পৃষ্ঠা-১৬ (মাওলানা ইসমাইল দেহলভী ওহাবী) ১৩। নবী-রসুল সবই অকেজো।-তাক্বভিয়াতুল ইমান,পৃষ্ঠা-২৯

(মাওলানা ইসমাইল দেহলভী ওহাবী) ১৪।নবীর প্রশংসা শুধু মানুষের মতই কর,বরং তাথেকেও কম

কর।-তাক্বভিয়াতুল ইমান,পৃষ্ঠা-৬১ (মাওলানা ইসমাইল

দেহলভী ওহাবী) ১৫।রসুল চাইলে কিছুই হয় না।-

তাক্বভিয়াতুল ইমান,পৃষ্ঠা-৫৬

(মাওলানা ইসমাইল দেহলভী ওহাবী) ১৬।হুযুর (সাঃ) আর অন্যসব

বান্দা আল্লাহ্'র মর্যাদার

সামনে চামারের থেকেও নিকৃষ্ট।-

তাক্বভিয়াতুল ইমান,পৃষ্ঠা-১৪

(মাওলানা ইসমাইল দেহলভী ওহাবী) ১৭।হুযুর (সাঃ) এর মর্যাদা উম্মতের মধ্যে গ্রামের

চৌধুরী ও জমিদারের মত।- তাক্বভিয়াতুল ইমান,পৃষ্ঠা-৬১

(মাওলানা ইসমাইল দেহলভী ওহাবী) ১৮। নবী ও ওলী কিছুই করতে পারেন না, কোন কিছুর

ইখতিয়ার রাখেন না।-

তাক্বভিয়াতুল ইমান,পৃষ্ঠা-৪১

(মাওলানা ইসমাইল দেহলভী ওহাবী) ১৯।প্রসিদ্ধ কাক খাওয়া সওয়াব। - ফতোয়া-ই-

রশীদিয়া,২য়খন্ড,পৃষ্ঠা-১৩০(মাওলানা রশীদ আহমদ

গাঙ্গুহী দেওবন্দী) ২০।হোলি-দিওয়ালীর প্রসাদ

খাওয়া জায়েয।-ফতোয়া-ই-

রশীদিয়া,২য় খন্ড,পৃষ্ঠা-১৩২

(মাওলানা রশীদ আহমদ

গাঙ্গুহী দেওবন্দী) ২১।উম্মত বাহ্যিকভাবে নবী থেকেও

বেশী আমল করতে পারে।-

তাহযীরুন্নাস,পৃষ্ঠা-৫

(মাওলানা হুজ্জাতুল ইসলাম কাসেম

নানুতুবী))।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.