নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

শহীদ আল্লামা কেফায়েতুল্লাহ কাফী রহঃ এর একটা বিখ্যাত নাত “মাত পুঁছিয়ে কিসকা আশেক হু ম্যায়?” এর বাংলা অনুবাদ

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২০

১। কার প্রেমিক তা জিজ্ঞাসিও না মোরে?

চুপ থাকাটাই যথেষ্ঠ এ অধম তরে।

এক পর্দাবৃতার গুঢ় রহস্য আমি নাও শুনে,

ব্যস! এতটুকু ইঙ্গিতই যথেষ্ঠ তব জানার তরে।।

২। যদি পেয়ে যাই,রোজহাশরে তব সান্নিধ্য,

আঁচলের ছোঁয়া তব যথেষ্ঠ এ অধম তরে।

ভাগ্যে যদি নাই বা জোটে আঁচলের ছোঁয়াটুকু,

এক ইঙ্গিতই যথেষ্ঠ তব এ অধম তরে।।

৩। ধন্য হোক বুলবুলির তরে কানন বিলাস,

বেহেস্ত ভ্রমন সূফীর তরে,

ওগো মোর প্রাণ সখা!

তব আনন সুধাটুকুই যথেষ্ঠ এ অধম তরে।।

৪। হৃদয় পটে আঁকা আছে যে প্রিয়তমের মুখছবি,

দোহাই আল্লাহ্‌র! তা যেন কভূ হয় না বিলীন।

মম আঁখিপাতে থাকুন কিবা নাই বা থাকুন,

দেখতে পেলে হৃদয়ে তাঁরে, যথেষ্ঠ এ অধম তরে।।



৫। আল্লাহর শপথ! প্রেমিকেরা শান্ত হয়,

তব রওযা পাকের দর্শন পেলে,

কেন আমি দৌঁড়াব পরের দ্বারে?

তব আশ্রয় যবে যথেষ্ঠ এ অধম তরে।।

৬। শুনে নিন মোর ফরিয়াদ!

আর করে দিন এক ইশারা,

শুনেছি আমি, এক ইশারাই যথেষ্ঠ তব

যত ডুবন্ত তরী উদ্ধারে।।

৭। না আছে মম হৃদে রাজ্য লাভের আশা,

না করি সিংহাসনের বাসনা,

তব নগণ্য এক গোলাম আমি,

এ গোলামী কম কিছুনা, যথেষ্ঠ এ অধম তরে।।

৮। দুই জগতের সরদারকে পেয়ে,

খুশীতে বলেন বিবি হালিমা,

“দোজাহানে যথেষ্ঠ এ রাজকুমার মোর তরে”।।

(১৯-০২-১৪)





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.