নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

১। নবীজিকে আমি ভালবাসি,নবীজিকে আমি ভালবাসি, নবীজিকে যে ভালবাসে, তার ভবনদী হয়ে যাবে পাড়ি।।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৪

১। নবীজিকে আমি ভালবাসি,নবীজিকে আমি ভালবাসি,

নবীজিকে যে ভালবাসে, তার ভবনদী হয়ে যাবে পাড়ি।।

২। চেহারাখানি দিনের রবি, কালোকেশ তাঁর নিবিড় নিশা,

মুমিন পড়ে সাল্লে আলা, দিদার পাবার বড় আশা।।

৩। তাঁর গলির পানি-কাদা মহৌষধ সব রোগীর তরে,

রোগগ্রস্থরা যাও না নিয়ে, তাঁর শহরের মাটি ওরে।।

৪। পাপীরা সব বুক বাঁধো আশায়, ক্ষমাশীল প্রতিপালক তব,

তাঁর কাছে যে আশা করে, দয়ার ভাগী তারাই হবে।।

৫। খুঁজে ফিরে তাঁর দয়া তোরে, বাহবা কি চমৎকার!

নবীজীর আঁচল ধরো যদি, তোমার তরে পুস্পাহার।।

৬। কাটলো জীবন হেলা-ফেলায়, মরণেরে কর অস্বীকার,

আলস্য নিদ্রা ছেড়ে তওবা কর, পাপে ভরা তব ভাণ্ডার।।

৭। জীবনের আয়ু বেশীদিন নাই, খুব করে মাল কামানো চাই,

নফস বড়ই ধোঁকাবাজ, তার ধোঁকায় বোকা হইয়ো না ভাই!!

৮। পিছলে যেন না পড়ি প্রিয়তম! পুলসেরাত খোলা তরবারি,

“রাব্বি সাল্লিম” বলে দিও আশীষ প্রিয়, এখানেই বিপদ ভারী।

৯। আমলের খাতা ভরা শুধু পাপে, সব দোষ মোর করিনু স্বীকার,

প্রভূ ওগো! ক্ষমা কর মোরে, বড় অসহায় এ বান্দা তোমার।।

১০। তব সনে বিদ্রোহকারী, বন্ধু নিশ্চিত শয়তানের,

তব দয়া থেকে দূরে যায় সরে, ঠিকানা নিশ্চিত জাহান্নামের।।

১১। শুন সাধুপ্রাণ! মুমিন মুসলমান!! কিবা তার পরিচয়?

ছোটুর শালওয়ার জড়িয়ে কোমরে, বাবার জোব্বা চাপিয়েছে গায়।

১২। তার কপালে শোভে ঘন কাল টিক্কা, মাথায় নেইক কেশ,

শিরকের মালা জপে সারা বেলা, ঠোটেতে নেই হাসির লেশ।

১৩। সুন্নীদের জানাও অভিনন্দন, বল আকিব তুমি,

নবীজিকে আমরা ভালবাসি, আল্লাহ্‌কে ও ভালবাসি।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.