নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

আলা হযরত রহঃ এর একটা অমর কবিতা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯

আলা হযরত রহঃ এর একটা অমর কবিতা
“ইয়েহভি নেহি, উওহভি নেহি”র বাংলা কাব্যানুবাদ
“তাঁর তুলনা না মেলে না, এটাও না ওটাও না”
কাব্যানুবাদ- শাহ্‌জাহান মোহাম্মদ ইসমাঈল ২৬/০৮/১৪
১। মুখখানা তাঁর শুভ্র সকাল, কিংবা নভে দিনমনি,
কালো কেশ তাঁর রাতের আঁধার, কিংবা খাঁটি কস্তুরি,
তাঁর তুলনা না মেলে না, এটাও না ওটাও না।।
২। সম্ভাবনার সে শক্তি কোথায়, স্রষ্টা রত হন না সৃষ্টির পূজায়,
অবাক মানি সে মহাজনের! হলাম আমি বাকহারা!!
পাই না খুঁজে তাঁর উপমা, এটাও না ওটাও না।।
৩। আল্লাহ্‌র দাস, তবুও তিনি সৃষ্টিকুলের শিরোমণি,
আড়ালে থাকেন সৃষ্টিকুলের, প্রভুর গোপন ভেদের খনি,
তাঁর তুলনা না মেলে না, এটাও না ওটাও না।।
৪। বুলবুলি কয় গোলাপ তাঁরে,কপোত বলে মিষ্টি হাওয়া,
বিস্ময়ের ঢেউ সুর তুলেছে, “হয় না কভু তাঁর তুলনা”
পাই না খুঁজে তাঁর উপমা, এটাও না ওটাও না।।
৫। কী মহা তেজে সূর্য ভাসে, পূর্ণিমার চাঁদ মধুর হাসে,
নিরাভরণ তাঁর মুখটা দেখে, লুকালো চাদ-সুরুয লাজে,
তাঁর তুলনা না মেলে না, এটাও না ওটাও না।।
৬। পাপী আমি ভয়ে ছিলাম সাজা হবে মোর, এ জীবনে নাহোক পরকালে,
তাঁর দয়ার হাঁক অভয় দিল, “ওরে! সাজা হবে না তোর কোনখানে!!”,
হেন দয়ার তুলনা পাওয়া ভার! এখানেও না, ওখানেও না।।
৭। কারো পূঁজি রাশি রাশি, নামাজ-রোযা-বন্দেগী,
কেউবা আবার তওবা পড়ে পেয়ে যাবে মাফি,
ভরসা আমার তোমার কৃপায়, এটাও না ওটাও না।।
৮। দিন কাটে মোর খেল তামাশায়, রাত ভোর হয় মধুর ঘুমে,
কি মুখ দেখাবি, নবীজীর কাছে? না তোর খোদার ভয় আছে?
তোর দেখি যে নাই কিছু নাই! এটাও না ওটাও না।।
৯। তাঁর দয়ার দানে চালালি জীবন,করলি সদা নাফরমানী
কৃতজ্ঞতাঁর লেশমাত্র নাই, তাঁর শাস্তির ডর নাই তোর মনে,
তোর দেখি যে নাই কিছু নাই! এটাও না ওটাও না।।
১০। নয়তো রেযা বুলবুলি রঙিন, না সে কপোত, না সে কবি,
সত্যি আমি বলছি শোন, রেযা তোমার প্রশংসাকারী,
না সে কপোত, না সে কবি,এটাও না ওটাও না।।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.