নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

আলা হযরত রহঃ এর অমর কবিতা “ফেরিশতে জিস কে জায়ির হ্যায়” এর কাব্যানুবাদ

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

আলা হযরত রহঃ এর অমর কবিতা
“ফেরিশতে জিস কে জায়ির হ্যায়” এর বাংলা কাব্যানুবাদ
“ফেরশতারা আকাশ হতে জিয়ারতে যায় মদিনার মাটি”
কাব্যানুবাদ- শাহ্‌জাহান মোহাম্মদ ইসমাঈল ২৬/০৮/১৪
১। ফেরশতারা আকাশ হতে জিয়ারতে যায় মদিনার মাটি,
আরশের চেয়েও দামী সে ভূমি, এতই খাঁটি মদিনার মাটি।।
২। হয় কি তুলনা, মদিনার ভূমির ধরার কোন কুঞ্জ সনে?
বেহেশতী বাগের কোমল হাওয়া ঈর্ষা করে মদিনার পবনে।।
৩। মদিনা যদি নিরাপদ থাকে, নিরাপদে থাকবে সকল ঠাঁই,
চিরজীবি হোক পূতঃ সে নগরী, মোদের তরে যথেষ্ঠ তা-ই।।
৪। মদিনা শহর এমনি বাগান, যেন রাণী সকল বাগান মাঝে,
বেহেশতী বাগিচার অতুল শোভা, শুধু মদিনারই কল্যাণে।।
৫। মদিনা ছেড়ে বেহেশতের বাগে ঘুরার কীবা মূল্য আছে?
জান্নাতের চেয়েও শ্রেয় মদিনা, জীবন্ত বেহেশত ধরণী মাঝে।।
৬। নয়তো শুধু আমরা একা, মহান প্রভূও তাঁর প্রেমে দিওয়ানা,
মদিনার প্রতি ভালবাসাই, আল্লাহ্‌কে ভালবাসার নিশানা।।
৭। ওগো প্রভূ! কেমন বসতি ঐ মদিনা, একটিবার দেখাওনা,
তব রহমতের ধারা বহে অবিরল, রহমত ভরা শহর মদিনা।।
৮। ত্যাগ করলে মদিনা, জান্নাতের খুশবুও পাওয়া যাবে না,
মদিনাকে ভালবাসলেই পাবে জান্নাতের টিকেটখানা।।
৯।জমীনে পরিচিতি মুহাম্মাদ, আকাশেতে আহমদ নামে,
দুই ভূবনেই সুখ্যাতি তাঁর, জমীন কিংবা আসমানে।।
১০। ধরণীতে চলে তাঁর রাজত্ব, আসমানবাসী তাঁর কথায় রাজী,
মদিনার রাজধানীতে বসে, দুই ভূবনে করেন হুকুম জারী।।
১১। বড় ভুল করেছ তুমি, কেন ছেড়ে এলে সোনার মদিনা?
সেটা ঐ জান্নাত, যার তরে আসমানবাসীরা করে কামনা।।
১২। জান্নাতে কেন যেতে চাও তুমি, মদিনা শহর ছেড়ে?
শুধু জান্নাতই নয়, সব নিয়মাত মদিনার সৌজন্যে মিলে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.