নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

খেলার সাথী

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

সারা দিন খুনসুটি,
দুষ্টুমি আর ঝগড়া-ঝাটি
রিমোট নিয়ে কাড়াকাড়ি,
নালিশের ছড়াছড়ি।।
সারা দিন মাতামাতি
হেসে খাই গড়াগড়ি,
তোদের নিয়েই পড়ে থাকি
তোরাই আমার খেলার সাথী।
তোদের তরেই বেঁচে আছি,
তোদের নিয়েই স্বপ্ন দেখি
তোরা অনেক বড় হবি
চেয়ে চেয়ে দেখবো আমি।
তোদের তরেই নতুন করে
আবার বাঁচতে ইচ্ছে করে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩০

স্রাঞ্জি সে বলেছেন:

নানা ভাই কেমন আছেন....????

আপনার বাড়ি চট্টগ্রামে কোথায়????

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫১

এস এম ইসমাঈল বলেছেন: আলহামদুলিল্লাহ! খুব ভালো আছি। তুমি কেমন আছো? এখন আছি আমার বড় ছেলের বাসায়। আগামী কাল আমার বাসায় ফিরে যাবো, ইনশা-আল্লাহ, আমার দেশের বাড়ী চট্টগ্রাম জেলার রাউজান থানায়।তোমাকে নিয়ে আমার নাতি নাতনির সংখ্যা হল ৫ জন।
আলোকিত হোক আপনার জীবন।মংগল সুরভীতে পরিপূর্ণ হোক পথচলা। ভালো থাকুন সবসময়।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! সুন্দর লাগছে তাদের সবাইকে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪০

এস এম ইসমাঈল বলেছেন: আমার ব্লগে আবার আসার জন্য স্নেহাস্পদ প্রভাকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা। আসলে সৌন্দর্য একটা মানসিক ব্যাপার। আর সেটা অনুভব করার জন্য প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গি। এ সৌন্দর্য চেতনা কিন্তু মানুষে মানুষে ডিফার করে। যাদের মন সুন্দর তারা সব কিছুতেই সৌন্দর্য ও নান্দনিকতা খুঁজে পান। ছবি গুলো আমার নাতি-নাতনির ওরা মোট চারজন। দোয়া করবেন যেন তারা সত্যিকারের মানবতাবোধ সম্পন্ন মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে। আর সত্যবাদিতা আর আদর্শ নিয়ে বড় হয়ে উঠতে পারে।
আলোকিত হোক আপনার জীবন।মংগল সুরভীতে পরিপূর্ণ হোক পথচলা। ভালো থাকুন সবসময়।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আমিও আপনাদের নাতিনাতনির মতই। আমাকে তুমি করে সম্বোধন করলে খুশি হবো নানাভাই।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৩

এস এম ইসমাঈল বলেছেন:
তাহলে বেশ পূর্ণ তোমার একান্ত অভিলাষ। যোগদান করো আমার নাতি-নাতনিদের মিছিলে। শুভ হোক তবে এ সুরভী আপুর এ যোগদান। “এসো এসো এসো!!! ওগো সুরভী আপু আমার ঘরে।ভিজিয়ে দেবো বদন তোমার আত্র-গোলাপে। জীবন তোমার রাঙিয়ে দেবো সুরভিত চন্দনে”।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০০

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৯

এস এম ইসমাঈল বলেছেন: আপনাকে আমার ব্লগে সুস্বাগতম। সত্যের প্রোজ্জল প্রভায় আলোকিত হোক আপনার জীবন।মংগল সুরভীতে পরিপূর্ণ হোক পথচলা। ভালো থাকুন সবসময়।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮

এস এম ইসমাঈল বলেছেন: আপনাকে আমার ব্লগে সুস্বাগতম। সত্যের প্রোজ্জল প্রভায় আলোকিত হোক আপনার জীবন।মংগল সুরভীতে পরিপূর্ণ হোক পথচলা। ভালো থাকুন সবসময়।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০০

বাকপ্রবাস বলেছেন: ছড়া আর পিচ্চিদের দেখে ভাল লাগল। আমারও এমন হয়, আমার দুই কন্যা তাদের নিয়ে লিখি।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫

এস এম ইসমাঈল বলেছেন: এক বাবার দুই কন্যা
মাকে ছেড়ে বাবার কাছে
ধরে নানান বায়না,
বাপ বেচারা কী আর করে
অফিস শেষে বাসায় ছুটে
আসার সময় কিনে আনে নিত্য
নূতন খেলনা, মা বলে হচ্ছে কি সব?
টাকা এতই ফেলনা?
বদ অভ্যাসটা তোমার দেখি
কিছুতেই আর গেল না??
মুচকি হেসে বলে বাবা
এ আর এমন কী,
তোমার তরে ভালবেসে
এ জীবনখানাও দিতে পারি।।
এই নিন এ কবিতাখানা ভাবী ও আপনার দুই সোনামনির জন্য গিফট দিলাম। এটি মাত্র লিখলাম কিনা তাই, ভালো থাকবেন। ধন্যযোগ নিয়েন।+++++++

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:০১

এস এম ইসমাঈল বলেছেন: এক বাবার দুই কন্যা
মাকে ছেড়ে বাবার কাছে
ধরে নানান বায়না,
বাপ বেচারা কী আর করে
অফিস শেষে বাসায় ছুটে
আসার সময় কিনে আনে নিত্য
নূতন খেলনা, মা বলে হচ্ছে কি সব?
টাকা এতই ফেলনা?
বদ অভ্যাসটা তোমার দেখি
কিছুতেই আর গেল না??
মুচকি হেসে বলে বাবা
এ আর এমন কী,
তোমার তরে ভালবেসে
এ জীবনখানাও দিতে পারি।।
এই নিন এ কবিতাখানা ভাবী ও আপনার দুই সোনামনির জন্য গিফট দিলাম। এটি মাত্র লিখলাম কিনা তাই, ভালো থাকবেন। ধন্যযোগ নিয়েন।+++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.