নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

এখন ভাবার বিষয় হচ্ছে ...

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

মহাগ্রন্থ আল কুরআনে রাব্বুল আলামীন নির্দেশ দিয়েছেন, লা তামশী ফিল আরদ্বি মারাহান অর্থাৎ, “তোমরা জমীনের উপরিভাগে অহংকারের সাথে চলা ফেরা করিও না। আবার আজকালকার কিছু সংখ্যক অতি বুদ্ধিমান প্রানী সম্পর্কে বলা হয়েছে, উলাইকা কাল আনাম, বাল হুম আদাল।আর সেই সকল পন্ডিতমমন্য জ্ঞান পাপীজনদের উদ্দেশ্যে আরো বলা হয়েছে, সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ জাতি ক্ষতিগ্রস্থ।কিন্তু যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, যারা সৎ পথে আছে এবং ধৈর্যধারণ করেছে তারা ব্যতিত। সূরা আল আসর। আবার সূরা আত্ত্বীন –এ বলা হয়েছে, ছুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন –অর্থাৎ তাদেরকে নিক্ষেপ করা হয়েছে অতি গভীর খাদে। আল কুরআনে উল্লিখিত এ লোকগুলো কারা? এখানে কিন্তু তাদের পরিচিতির চিহ্ন বা ক্রায়টেরিয়া দেয়া হয়েছে।
এবার একটা হাদীস বলি, আল্লাহ্‌র প্রিয় হাবীব (দরূদ) এরশাদ করেছেন, “”মান তাসাব্বাহা বি কাউমিন, ফাহুয়া মিনহুম। আর্থাৎ- কোন ব্যক্তি দুনিয়াতে যে ব্যক্তি বা দলের সাথে মিল বা সামঞ্জস্য রাখবে, তার হাশর তাদের সাথেই হবে।
এখন ভাবার বিষয় হচ্ছে, আমি কি তাদের দলে গিয়ে পড়লাম নাতো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লাগলো স্যার। শুভকামনা।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

এস এম ইসমাঈল বলেছেন: ভালো লাগার জন্য শুকরিয়া। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.