নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
ইসলামের প্রথম মুয়াজ্জিন, অতুলনীয় আশেকে রাসুল হযরত বেলাল হাবসী রাদিয়াল্লাহু
আনহুর পবিত্র স্মৃতির স্মরণে নিবেদিত একগুচ্ছ ভালোবাসা শ্রদ্ধা ঃ
হযরত বেলাল হাবশী ছিলেন বড় আশেকে নবী,
কত জুলুম সইলেন তিনি, ছাড়লেন না কলেমার বাণী,
যতই তাঁরে করলো আঘাত, বেলাল বলেন, আহাদ!আহাদ!
কলেমা শাহাদাতের কি অপুর্ব স্বাদ, তুচ্ছ জীবন যায় যাক।।
মসজিদে নবুবীর মুয়াজ্জিন, বেলালের আযান তুলনাবিহীন,
না হলে বেলালের মধুর আযান, হতো না সেদিন মদীনায় সকাল,
বিখ্যাত এ ভুবন মাঝে বেলালের সেই আযান ধ্বনি,
মদীনার আকাস-বাতাস-জমি, আজো তোলে সে সুর ধ্বনি।।
ধন্য মানি বেলাল হাবসী, নবীজীর প্রেমে হলেন বিলীন,
উম্মতের তরে রেখে গেলেন উদাহরণ তুলনাবিহীন,
তোমার মত আমরাও যেন হই নবীজীর আশেক এমন
নবীজীর তরে হলে প্রয়োজনে, ভালোবাসে বিলাবো জীবন।।
০৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৩৪
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৯
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।