নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। ওগো নূরের নবী! দয়া করূণার ছবি
তুমি উম্মতের শাফি হাশরের দিনে।।
২। কাফরেরা দিল তোমায় কত ব্যাথা
তাদেরে শোনালে তুমি তৌহিদের কথা।।
৩। কাবাঘর থেকে আল আকসা হয়ে
গেলেন রবের কাছে আরশ আযীমে।।
৪। রবের হুকুম পেয়ে করলে হিযরত তুমি
হলো শান্তির ছায়া মদিনার ভূমি।।
৫।বদর যুদ্ধের দিনে পাক রমজান মাসে
৩১৩ জনে অসম যুদ্ধ করলেন কাফেরের সনে।।
৬।মক্কা বি্জিত হল বিনা রক্তপাতে
কায়েম হল শান্তি এ বিশ্ব মাঝে।।
৭। তাইতো তোমায় স্মরি দিনরাত দরূদ পড়ি
তুমি উম্মতের শাফি হাশরের দিনে।।
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২০
এস এম ইসমাঈল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, সনেট কবি। ভালো থাকবেন।
২| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৬
নীল আকাশ বলেছেন: আহলে বাইতের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রত্যেক মুসলিমের জন্য অবশ্য কতর্ব্য। চমৎকার লিখেছেন.......।
ধন্যবাদ।
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৯
এস এম ইসমাঈল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ,নীল আকাশ৩৯। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৩
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।