নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

তোমায় ভুলি কেমন করে?

০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৮

যতই ভাবি তোমায় আমি, ভাবনা আমার হয়না শেষ
তুমিই আমার ভালোবাসা, তুমিই শুরু, তুমিই শেষ।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি, তোমার মাঝে বাঁচতে শিখি
তোমার তরে বিলিয়ে জীবন, হতে পারি নিরুদ্দেশ।
তোমায় যারা বাসে ভালো, তাঁদের আমি ক্যামনে ভুলি
তোমায় ভালোবাসি যে তাই, নিত্য তাঁদের পথেই চলি।
আমার সকল প্রার্থনাতে তোমায় স্মরি দিনে-রাতে
তুমিই আমার জীবন-মরণ, তোমায় ভুলি কেমন করে?
তোমার পদতলে অধম পেতাম যদি একটু ঠাঁই
ধন্য হতো মানব জনম, ধন্য হতাম আমি তাই,
পারের কড়ির হয়নি যোগাড়, লাগছে আমার তাইতো ভয়
তোমার দয়াই শেষ আশা মোর, নাযাত পাবো সুনিশ্চয়।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

হাবিব বলেছেন: অসাধারন.............

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৪

এস এম ইসমাঈল বলেছেন: সুপ্রিয় হাবীব স্যার, শুভেচ্ছা নিবেন।

আল্লাহ্‌ আপনার মঙ্গল করুন।

২| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫১

নজসু বলেছেন:



দয়াময় আল্লাহকে আমরা যেন কখনও ভুলে না যাই।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০১

এস এম ইসমাঈল বলেছেন: সালাম, সুজন ভাই, কেমন আছেন? আশা করি ঠিক থাকবেন, আর সুন্দর সুন্দর সব পোষ্ট দিবেন। আমার ব্লগে আসার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আসলে সামুতে এসে আপনাদের মত আরও কয়েকজন সজ্জন বন্ধু পেয়ে অনেক ভালো লাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.