নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

“এই গল্পটা প্রেমের”

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৬

“এই গল্পটা প্রেমের”

আহমাদ ইউসুফ



একটা গল্প লিখব ভাবছি বহুদিন ধরে

নিখাদ প্রেমের স্বরুপ উম্নোচনে,

নিঃস্বার্থ ভালবাসার স্পর্শ খুজে

কিন্ত বিধিবাম, পৃথিবীশুদ্ধ খুজলাম।



মোড়ের ফুসকার দোকান থেকে ভার্সিটির ক্যান্টিনেও খুজলাম

কোথাও পেলাম না একটা নিঃস্বার্থ প্রেম।

রমনার বটমূলে কিংবা চন্দ্রিমা উদ্যানের সবুজ ঘাসে

ক্রিসেন্ট লেকের নোংরা জলেও খুজলাম অবশেষে।



রিক্সাওয়ালাকে শুধালাম, বাদামওয়ালাও ভেবে

ইতিউতি করে শেষ পর্যন্ত নিরাশ করল আমায়।

নাহ! কেউ বলতে পারল না একটি নিখাদ প্রেমের গল্প।

প্রেম সেতো মায়া আর প্রবঞ্চনাময়।



কেউ কেউ জোড়াতালি দিয়ে নিস্ফল চেষ্টায়

দু একটা গল্পের পসরা সাজাতে চেয়েছিল।

রঙ চঙ ছড়িয়েও ধোপে টিকেনি

মন টানেনি, মেকি গল্পের আসর।



তাহলে এসব কি? জিজ্ঞাসি এক প্রেমিক জুটিকে

রিক্সায় হুড তুলে একাকার হওয়া

পার্কের ঝোপে হাতে হাত রাখা

লেকের ঘোলা জলে সাম্পানে ভাসা?



দামী প্রসাধন, চাকচিক্য আর জৌলুসে ভরা

বিয়ে বাড়ি, কমিউনিটি সেন্টার।

এসব কিসের জন্য একজনকে শুধাই

সেও অবাক করে আমাকে জানায়

সত্যিকার ভালোবাসা তারও জানা নাই।



তবে বিয়ে কেন? প্রশ্নের জবাব ছিল তার

নিরাপত্তা, আশ্রয়স্থল আর সহযোগীতা দুজনার।

প্রেম তো নেই? অবাক বিস্ময়ে আমি

রাখেন তো এসব? এভাবেই চলছে জগত

চৌদ্দ পুরুষের সংসার।



অনেক খুজলাম একটা প্রেমের গল্প

যেখানে আগাগোড়া প্রেম, প্রেমের সঞ্জীবন।

বাস্তবে দেখি নিখাদ প্রেম বলে কিছু নাই।

ভগ্নাংশ যা সবই মেকি ভদ্রতার পরিচয়।

আর আছে রাতের রমনায়

অর্থ আর যৌনতার বিনিময়।



নিখাদ প্রেম বলে কিছু নেই

এ এক নিগূঢ় সত্য

যতই গলাবাজি করি প্রেমের সাফাই গাই।

প্রেম এক মরীচিকা, ধূসর রঙ্গের সদাই।



আজ পর্যন্ত কেউ বলতে পারল না

এই গল্পটা প্রেমের

কেউ বলেনি তোমাকে ভালবাসি নিঃশ্বার্থ

যত ঝড় বাধা আসুক না কেন, তবু নিঃশঙ্ক।



এমন গল্প হয়নি কোথাও কোনকালে

নিখাদ প্রেম ছিল দুজনার একই সমানতালে

সর্বত্রই দেখেছি স্বর্থপরতা আর ভালাবাসার বিপরীতে কষ্টের বোঝা।

সরলতার সুযোগে সর্বস্ব লুটে নেয়া।



ইতিহাস ঘেটেও দেখেছি আমি

দুচারটা প্রেমের গল্প ছাড়া সবই ম্লান

চিরাচরিত টানা-পোড়েন, দ্বন্দ্ব সংঘাত

আর যৌনতার রসায়ন।



আহমাদ ইউসুফ

ঢাকা, 14 জানুয়ারী 2014 ইং।





মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩২

আহেমদ ইউসুফ বলেছেন: *** প্রেম শ্বাশত ও চিরন্তন। স্বর্গীয় এক অনুভূতির নাম হল প্রেম। কিন্তু বর্তমানে প্রেমের চলছে দুর্দিন। প্রেম তার স্বকীয়তা হারিয়েছে। প্রেমের নামে ভন্ডামী ও দেহজ ভালোবাসায় ছেয়ে গেছে আজকের পৃথিবী। যার সহজ শিকার তরুন সমাজ। প্রেমের স্বরুপ উম্নোচনে চারন কবির এক দুরন্ত প্রয়াস ”এই গল্পটা প্রেমের”। আশা করি পাঠকের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

বেলা শেষে বলেছেন: শুধু প্রেম নয়, অনেক অনেক চাইলে সবকিছুতেই হতাশ হতে হয়। :|

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২১

আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য। আমার ফেসবুকের গল্পকবিতার পেজ এ আপনাকে স্বাগতম। লিংকটা শেয়ার করছি। https://www.facebook.com/Charonkobi007

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.