নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

“নটা-পাঁচটার ঘেরাটোপে”

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৬



সুখের সংজ্ঞা কি তা জানি না

ভাবতেও চাইনা আমি সুখী কিনা।

তোমাকেও আর ভাবি না

দুঃখের সাগরে, নাকি সুখের নগরে

আজ আর জানতে চাইনা তোমার ঠিকানা।



জীবনের নিয়মে জীবন যাচ্ছে চলে

খুনসুটি আর অভিমানে।

মোহাবিষ্ট আমি একাগ্র মনোযোগে

আজানু নিমগ্ন সংসার চক্রবাকে।



মোহের ঘোরে নাকি কর্তব্যের খাতিরে

নটা পাচটার ঘেরাটোপে।

তোমাকেও ভুলে শেষ পর্যন্ত অবশেষে,

বার বার ফিরে আসি দয়িতার কাছে।



সুখের সংজ্ঞাটা জানা নেই

দুঃখের স্বরুপও দেখা নেই।

তবু আবছা আধারে, জমাট অন্ধকারে

মন উত্থাল করে জয়িতা তোমায় ভেবে।



যদি বা কেউ জিজ্ঞাসে কোন প্রিয়জনে

এখনও স্বপ্ন দেখা হয় কি তাহার সনে।

তাকি হয়? শোভন নয় কোন কালে

দয়িতা-জয়িতা প্রেয়সী হয় একসাথে?





আহমাদ ইউসুফ

ঢাকা, ১৬ জানুয়ারী ২০১৪ ইং।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৯

আহেমদ ইউসুফ বলেছেন: “মানুষের সমগ্র জীবনটাই মোহের আধার। কর্তব্যনিষ্ঠা ও ব্যস্ততা মানুষকে পিছু ফিরতে দেয় না। আর আছে দায়িত্ববোধ এবং নৈতিকতাবোধ। যা এড়ানো মানুষর পক্ষে অসম্ভবই বটে। এমন মানসিক দ্বন্দের বহিঃপ্রকাশ “নটা-পাঁচটার ঘেরাটোপে” কবিতাটি। পড়ার আমন্ত্রন রইল”। https://www.facebook.com/Charonkobi007

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.