নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ নিয়ে কিছু কথা----আহমাদ ইউসুফ

১৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৬

★★★ বিশ্বকাপ নিয়ে কিছু কথাঃ প্রথমেই বলে রাখা ভালো আমার সবচেয়ে প্রিয় খেলা দাবা, তারপর ক্যারাম। টিনএজ বয়সে অল্পবিস্তর ক্রিকেট খেলতাম। ফুটবলের অভিজ্ঞতা নেই বললেই চলে। টিভিতে খেলা দেখার বিষয়ে খুব একটা মন টানে না। ফুটবল তো নয়ই, বরং ক্রিকেট কালেভদ্রে দেখা হয়। বিশ্বকাপ ফুটবল নিয়ে আলাদা কোন ফিলিংস কখনো বোধ করিনি। কারন বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ খেলছে না, খেলছে ইউরোপের কিছু অবান্ধব দেশ। সুতরাং ব্রাজিল বা আর্জেন্টিনার জন্য অশ্রুপাত করার মতো বেকুব হতে যথেষ্ঠ আপত্তি আমার। আর জার্সি গায়ে ঘুরে বেড়ানো ও পতাকা ওড়ানো তো মহাভারত অশুদ্ধের মতো কাজ, অন্ততপক্ষে আমার কাছে। এটা নিতান্তই ব্যক্তিগত মতামত, জীবিত বা মৃত কারো সাথে মিলে গেলে আমি দায়ী নই, বরং এটা নিছক কাকতাল মাত্র। তবে বিশ্বকাপ ক্রিকেটে বরাবরের মতো এবারও উৎসাহের কমতি নেই। ভাল খেলুক, খারাপ খেলুক নিজের দেশ বলে কথা। এবার বলি বাংলাদেশের খেলার আপডেট জানার জন্য আমার কিছু প্রচেষ্টাঃ অফিসে কাজের ফাকে ফাকে টিভি রুমে চক্কর দেয়া, মোবাইলে ক্রিকবাজ ও এয়ারটেল মোবাইল টিভি এ্যান্ড্রয়েট এ্যাপ ইনস্টল করা এবং মোবাইল ডাটা ক্রয়। অতঃপর বিশ্বকাপের মজা।

★ বাংলাদেশ ও ভারতের কোয়ার্টার ফাইনাল নিয়ে সাইবার ওয়ার এখন তুঙ্গে। বাংলাদেশকে অপমান করে ভারত বিজ্ঞাপন বানিয়েছে, যা নিতান্তই ন্যাক্কারজনক, অশোভন ও শিষ্টাচার বহির্ভূত। বিভিন্ন ব্লগ ও ফেসবুকে অল্পবিস্তর প্রতিবাদ দেখলেও সরকারের কর্তাব্যক্তি ও সুশীল সমাজ থেকে খুব একটা প্রতিক্রিয়া দেখা যায়নি। আর মৌখিক প্রতিবাদে আমি বিশ্বাসী নই। ভারতের অহংকারী মনোভাবের একমাত্র জবাব হোক আমাদের কোয়ার্টার ফাইনাল জয় এবং সেটাই হোক আমাদের সকলের প্রার্থনা। সবার জন্য শুভকামনা করছি।

আহমাদ ইউসুফ
পাবনা সদর, ১৮ মার্চ ২০১৫ খ্রিঃ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.