নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

হজম ক্যান্ডি খান, হজম শক্তি বাড়ান (ফানি পোষ্ট)।

১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

*** হজমশক্তি বা ইংরেজিতে বললে Digestive Power মানুষের ব্যক্তিগত কিংবা সামাজিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুন বা ক্ষমতা বললে অত্যুক্তি হবে না। অনেকেই হয়তো এখনও ধোয়াশায় আছেন, সন্দিহান আমার লেখার উদ্দেশ্য নিয়ে।

** এবার আসল কথায় আসি, আপনার সাফল্য, ব্যর্থতা দুটোই কিন্তু নির্ভর করছে এই হজমশক্তির উপর। চিকিৎসাশাস্ত্রের মতে, শারিরীক সক্ষমতা, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, চেহারায় লাবন্য সবকিছুই আপনার হজমশক্তির উপর নির্ভর করে থাকে। তেমনি মনোবিদদের মতও আপনি উড়িয়ে দিতে পারবেন না! আপনার চাকুরীগত জীবনে কিংবা পারিবারিক জীবনে (বসের ঝাড়ি কিংবা অর্ধাঙ্গীর কটু বাক্য) হজমের দক্ষতার উপরই কিন্তু নির্ভর করছে আপনার ক্যারিয়ারের উন্নতি ও পারিবারিক সুখ শান্তি।

* সো নো টেনশন, হজম ক্যান্ডি খান, হজম শক্তি বাড়ান। (ফানি পোষ্ট)।

বিঃদ্রঃ হজম ক্যান্ডির বিজ্ঞাপন দেখেই পোষ্টের আইডিয়াটা মাথায় এল। লেখার ক্রেডিটঃ অনলি মি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:

"** এবার আসল কথায় আসি, আপনার সাফল্য, ব্যর্থতা দুটোই কিন্তু নির্ভর করছে এই হজমশক্তির উপর। "

-বিনা ভুমিকায়, আসল কথায় এসে গেছেন, ভালো হলো; আসলে, ফানি লিখতে গিয়ে বিরক্তিকর কইছু লিখে ফলেছেন।

১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

আহেমদ ইউসুফ বলেছেন: হতে পারে! তিল থেকে যখন তালও হয় তবে ফানি থেকে বিরক্তিকর হতেই পারে। লেখা পড়ার জন্য ধন্যবাদ।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০

আরণ্যক রাখাল বলেছেন: এই পোস্ট হজম করতেও আমাকে ক্যান্ডি খেতে হবে

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২০

আহেমদ ইউসুফ বলেছেন: সো নো টেনশন! হজম ক্যান্ডি খান, হজম শক্তি বাড়ান। কারন এটা আপনার প্রফেশনাল লাইফের উন্নতি ও পারিবারিক সুখ শান্তির জন্য সহায়ক হবে আশা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.