নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

"চতুস্পদ প্রানীরা কিন্তু মৌসুমি ভালোবাসার প্রকৃষ্ঠ উদাহরন"

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২



★★★ আর অল্প কিছুক্ষন পরেই শুরু হয়ে যাবে
১৪ ফেব্রুয়ারি, তথাকথিত ভালোবাসা দিবস। ভালোবাসা
আর ভালো বাসার গুরুত্ব সবসময়েই ছিল আর
ভবিষ্যতেও থাকবে। কারন দুটোই মানব
জীবনের অপরিহার্য অংশ। তাই বলে, বলে-
কয়ে, আয়োজন করে ভালোবাসা প্রকাশের
ঘোর বিরোধী আমি। ভালোবাসা কোন মৌসুমি
ফলের ব্যবসা নয়, যে দিনক্ষন ঠিক করে, ঢাক
ঢোল পিটিয়ে প্রিয়জনকে ভালোবাসা দিলাম।
তবে হ্যা, চতুস্পদ প্রানীরা কিন্তু মৌসুমি ভালোবাসার
প্রকৃষ্ঠ উদাহরন। আমার কথা হয়তো অনেকের
হার্টে আঘাত করতে পারে, কিংবা কারো কানের
পাশে গরম স্পর্শ দিতে পারে। তবুও বলছি,
ভালোবাসা প্রকাশে অকপট হন, দিবসের অপেক্ষা
না করে আজই, এই মুহুুুর্তেই বলে ফেলুন
ভালোবাসার কথা।
★★★ বাঙ্গালীদের হুজুগে মাতার নজির বহু
পুরাতন। ভালোবাসা দিবস নিয়ে আদিখ্যেতা এরকমই
এক হুজুগের নাম। টক শো "লাল গোলাপের
উপস্খাপক লাভ গুরু শফিক রেহমানের হাত ধরেই
১৯৯৩ সালে ভালোবাসা দিবসের প্রচলন শুরু হয়
এদেশে। হুজুগ বলে কথা, ইউরোপের নষ্ট
সংস্কৃতির উচ্ছিষ্ট অংশ গ্রহনে বড়ই দিলখোশ
আমাদের তরুন সমাজ। আর মিডিয়াও এককাঠি সরেস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.