নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

কিছু প্রয়োজনীয় এ্যন্ড্রয়েড অ্যাপস এর ব্যবহার

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৯

হেল্প পোষ্টঃ পড়ায় যাদের র্ধৈয্য আছে তারাই পড়ুন।

*** বর্তমান তথ্য প্রযুক্তির বিপ্লব সাধিত হয়েছে এ্যন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বদৌলতে। এ্যান্ড্রয়েড ফোন খুব বেশিদিন ব্যবহার না করলেও নতুন কিছু নিয়ে ঘাটাঘাটি করা বা খোজ খবর নেয়া আমার স্বভাবসুলভ কাজেরই অংশ।

কিছু প্রয়োজনীয় অ্যাপস এর ব্যবহার নিয়ে বলছি। আশা করি কারো কাজে লাগলেও লাগতে পারেঃ-
#True Caller: ট্রু কলার অ্যাপসটি ইন্সটল করলে আপনি অপরিচিত নাম্বারের ব্যক্তির নাম জানতে পারবেন। তবে শর্ত হচ্ছে ওই ব্যক্তির নাম দিয়ে অনলাইনে কোথাও (ভাইবার, ইমো, স্কাইপি, ফেসবুক, টুইটার) রেজিষ্টার করা থাকলেই জানা যাবে।
https://play.google.com/store/apps/details?id=com.truecaller

#DIMS:- চিকিৎসা ব্যবস্থা, রোগ নির্নয় ও ঔষধ সম্পর্কিত এই অ্যাপসটি অত্যন্ত উপকারী। যদি আপনি মোটামুটি ইংরেজি জানেন তাহলে এই অ্যাপসের মাধ্যমে রোগের লক্ষনভেদে ঔষধের সাজেশন, ডোজ, কোম্পানী ভেদে ঔষধের দাম ইত্যাদি জানতে পারবেন।
কোন ঔষধের দোকানদার আপনার কাছ থেকে ঔষধের দাম বেশি নিলে তাকে ধরার জন্য অ্যাপসটি মোক্ষম ভূমিকা নিতে পারবে।
https://play.google.com/store/apps/details?id=com.twgbd.dims

#Net Monitor: মোবাইল নেটওয়ার্কের সাহায্যে আপনি সহজেই আপনার অবস্থান খোজার জন্য এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। অন্ধকার রাস্তায় কিংবা অচেনা জায়গায় পথ দেখানোর জন্য Net Monitor অ্যাপসটি নামিয়ে নিন গুগলে প্লে স্টোর থেকে।
https://play.google.com/store/apps/details…

#Tethring & Portable Hotspot: এটি আলাদা কোন অ্যাপস নয়। একটি এন্ড্রয়েড মোবাইল থেকে অন্য মোবাইলে ইন্টারনেট শেয়ারের অপশন এটি। এজন্য Settings---Wireless & Networks---Tethring & Portable Hotspot এ ক্লিক করে WLAN hotspot On করে পাসওয়ার্ড সেট করে বেরিয়ে আসতে হবে। এবার অন্য আর একটি এ্যান্ডযেড মোবাইলের ওয়াইফাই অন করে সার্চ দিন। পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করুন। একজনের ইন্টারনেট শেয়ার করে ব্যবহার করুন পরিবারের সবাই।

#Wifi File Transfer: মোবাইল থেকে ডেক্সটপ পিসির সাথে ফাইল শেয়ারিংয়ের জন্য মাত্র কয়েক কিলোবাইটের এই অ্যাপস টি নামিয়ে নিতে পারেন। তবে এর জন্য প্রয়োজন ওয়াইফাই ডিভাইস।
https://play.google.com/store/apps/details…

বিঃদ্রঃ জনস্বার্থে প্রচারিত। কারো কাজে লাগলে নিজেকে ধন্য মনে করব।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৩

এম এম রহমান টিয়া বলেছেন: সাধুবাদ

২| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১২

সুমন কর বলেছেন: খারাপ না। যাদের দরকার তাদের উপকার হবে।

৩| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫০

সচেতনহ্যাপী বলেছেন: কাজে তো লাগবেই।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.