নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারলে করো, করে দেখাও

তুমি সুবিধার জন্য ব্যালেন্স করে চলতে পছন্দ করো, তাই নীতির সাথে আপোষ করতে তোমার আর বাধে না। আমি পারি না বলে আমার কাছের মানুষগুলো ও অনেক সময় পর হয়ে যায়। নেহায়েৎ আপন স্বার্থে তুমি তোমার উপকারীর শত্রুর সাথে সখ্যতা রেখে চলো, পাছে ভুলে যেতে থাকো তোমার উপকা

শেখ মেহেদী মির্জা

পারলে করো, করে দেখাও

শেখ মেহেদী মির্জা › বিস্তারিত পোস্টঃ

তুমি সুবিধার জন্য ব্যালেন্স করে চলতে পছন্দ করো....!!

০১ লা জুন, ২০১৩ রাত ১২:৩৩

তুমি সুবিধার জন্য ব্যালেন্স করে চলতে পছন্দ করো, তাই নীতির সাথে আপোষ করতে তোমার আর বাধে না।



আমি পারি না বলে আমার কাছের মানুষগুলো ও অনেক সময় পর হয়ে যায়।



নেহায়েৎ আপন স্বার্থে তুমি তোমার উপকারীর শত্রুর সাথে সখ্যতা রেখে চলো, পাছে ভুলে যেতে থাকো তোমার উপকারীর উপকারের কথা। তুমি স্মার্ট, তুমি চলনসই।



আমি পারি না বলে, পৃথিবীটা এক অর্থে আমার জন্য কঠিন, নিঃশঙ্কচিত্তে অনুধাবন করি-আমি অচল।



এত প্রাপ্তির পরও আয়নার সামনে একবার দাঁড়িয়ে দেখো-তুমি আর মাথা উচু করে দাঁড়াতে পারছো না, পারছো না নিজের চোখের দিকে তাঁকাতে।



আমি এখনো বেড়ে চলছি মাথা উচু করে, বৃক্ষরা যেমন বাড়ে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৩ ভোর ৫:৩২

আলফা-কণা বলেছেন: sob guli line e khub sottto,onek, manush nijer pith bachate sob somoy subidha lotar laiga balance koira e chole, jeta, kina, ekta real vondor lokkhon,

lekhay 1000x like marlam.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.