নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

সময় এসেছে অপ ছাত্র রাজনীতি বন্ধ করার।

২০ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৮


স্বাধীনতা পূর্ব ততকালীন পাকিস্তানে অর্থাৎ আজ থেকে প্রায় ৫২ বছর আগে দেশের জন্য ভালো যা কিছু হয়েছে সবই হয়েছে ছাত্রদের অবদানে অর্থাৎ ছাত্র রাজনীতির কল্যানে; ক্রান্তিকালে এই ছাত্র রাজনীতির ছত্রছায়ায় ছাত্ররা দেশের জন্য অনেক কিছু করেছেন তাদের বিবেকের তাড়নায়। তাদের ছিলনা কোন পাওয়ার আকাঙ্খা, তারা উন্মুখ হয়ে থাকতো জনগন তথা দেশের জন্য কাজ করার।

এখন সময় হয়েছে ছাত্র রাজনীতি বন্ধ করার। দেশের এখন এমন কোন ক্রান্তিকাল নেই যে তা উদ্ধার করতে ছাত্রদের রাজনীতি করতে হবে অথবা না করতে হবে কোন আন্দোলন। অভিভাবকরা সহ সাধারণ ছাত্র-ছাত্রীরা সকলেই মনে করে বর্তমানের দুষ্ট ছাত্র রাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন।

বর্তমানে ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে অর্থাৎ পেশীশক্তি হিবেবে ব্যবহৃত হচ্ছে যার ফলে ছাত্রদেরকে মূল সংগঠনের স্ট্রাইকং ফোর্স হিসেবে কাজ করতে হচ্ছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করতে গিয়ে নামধারী ছাত্ররা টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, মাগীবাজি, গাড়ী চুরি, বাইক চুরি, গরু চুরি, ছাগল চুরি, ছিনতাই, খুন ডাকাতী এমন কোন হেন অপরাধ নেই যে তার সংগে অপছাত্র রাজনীতিকরা জড়িত নেই।

ফকিন্নিরপূতরা (যারা খারাপ কাজে জড়িত) এই অপ ছাত্ররাজনীতিতে জড়িয়ে ছাত্র নেতা বনে গিয়ে রাতারাতি কোটিপতি হয়ে যায়। গাড়ী বাড়ী সোনাদানা, ব্যবসাপাতি সবই তার হাতের মুঠোয়। সুতরাং সময় এসেছে ছাত্র রাজনীতিকে না বলা 'র।



ফ্যাক্ট : নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী বনাম ছাত্র মারামারি।

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৫

রানার ব্লগ বলেছেন: নিউমার্কেট এলাকায় যা ঘতেছে এখানে ছাত্রদের দোষ কোথায় আর তা নিয়ে রাজনিতীর কি আছে ?

ব্যাবসায়ীরা অনর্গল মিথ্যাচার করছে । সি সি ক্যামেরায় দেখা গেছে গন্ডগোল মোটেও ছাত্ররা শুরু করে নাই তা ছিলো ব্যাবসয়ায়ীদের নিজেদের মধ্যে সমস্যা ।

আপনি ছাত্রদের ফকিন্নিরপুত বলছেন আপনি কোন জায়গার নবাবজাদা ??

প্রফাইলে লিখে রেখেছেন বাস্তবতা নিয়ে কথা বলতে চান, কিন্তু আপনার বাস্তবতা তো খুবি জঘন্য !!!

২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সরি এখানে কথার একটু ভুল হয়েছে। ফকিন্নিরপুত বলতে যারা খারাপ কাছে জড়িয়েছে তাদেরকে বলেছি। ঠিক করে দিচ্ছি।

২৫ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনেক বড় বড় কথা বলেছিলেন। লিঙ্ক দিলাম আপনার মতামত জানতে চাচ্ছি।

২৫ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার মতামত জানতে চাচ্ছি।

২| ২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৪১

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান , ছাত্র রাজনীতি ছিল-আছে-থাকবে। আমাদের দেশ যতদিন থাকবে।

এরশাদ সরকার সাহস করে ছাত্র রাজনীতি বন্ধ করার চেষ্টা করেছিলেন । তার ফলাফল কি হয়েছিল ইতিহাসে তা আছে । আর তাই আমার মনে হয়না তারপর থেকে এ পর্যন্ত এবং ভবিষ্যতেও আমাদের দেশের কোন সরকার ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে কোন পদক্ষেপ নিবে।

কেন ?

এ প্রশ্নের জবাব সবাইকে নিজ নিজ দায়িত্বে খুজে নিতে হবে।

আর ভাই, অপরাধ প্রবণতা ?

এটা আপনি যাই বলুন শুধু ছাত্ররাই নয় আমরা গোটা জাতিই এখন অপরাধ প্রবণ হয়ে পড়েছি , কেউ বাদ নেই এই অপরাধ প্রবণতা থেকে । তা আপনি ধর্ম গুরু বলেন , বলেন শিক্ষাগুরু বা প্রশাসন । যেদিকেই ফিরে তাকান দেখবেন অপরাধ ও অপরাধীদের জয়জয়কার।

আর পূর্বসূরীদের কাজ দেখে দেখে উত্তরসূরী হিসাবে ছাত্ররাও হাতেখড়ি নেয় অপরাধের । আর ধীরে ধীরে তারাও জড়িয়ে পড়ে নানা অপরাধমূলক কাজে। এতে তাদের দায় অবশ্যই আছে তবে তাদের আদর্শ হিসাবে যারা তাদেরকে এধরনের কাজে উৎসাহ দেয় কিংবা ব্যবহার করে তাদের দায়ও কম নয়।

২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার সুচিন্তিত চমৎকার মন্তব্যেই জন্য ধন্যবাদ।

আসলে ২/১ জনের জন্য আমরা সকলকেই দোষী ভাবি যদিও সেটা ঠিকনা। দেখেন ছাত্রদের মধ্যথেকে যে গুটিকয়েক নামধারী ছাত্র অপরাধের সংগে তারা সকল ধরনের অপরাধ করছে এবং সাধারণ ছাত্ররা উৎসাহিত হচ্ছে সেই প্রেক্ষাপটে এটা বন্ধ হওয়া দরকার যদিও বন্ধ হবেনা আমিও জানি। এরশাদের করুণ পরিনতির কারণে কেউ সে পথে হাটবেনা।

৩| ২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:২৬

আলমগীর সরকার লিটন বলেছেন: শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক বন্ধ করলেই কি ছাত্র রাজনৈতিক বন্ধ হবে আমার মনে হয় না

২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের সমস্যা এবং অধিকার নিয়ে ছাত্ররাজনীতি চলুক তবে সেটা লেজুরবৃত্তি রাজনীতি না হওয়াই কাম্য। স্ট্রাইকিং ফোর্স হিসেবে অপরাধ করুক সেটা নিঃশ্চয় কেউ চাইবেনা।

৪| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রধান দুই রাজনৈতিক দল কোন দিন ছাত্র রাজনীতি বন্ধ হতে দেবেনা তাদের ক্ষমতার স্বার্থে।

২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তারা তো স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যবহার করছে ছাত্রদেরকে।

৫| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৯

একজন নিষ্ঠাবান বলেছেন: ছাত্র রাজনীতির সংগে যুক্ত হয়ে ছাত্ররা ভালো কাজ না করে ছিনতাই চুরি ডাকাতি করছে।

২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রায়ই পত্রিকা যায় অমুক/তমুক ছাত্র সংগঠনের কিছু অসাধু ছাত্র বিভিন্ন খারাপ কাজে যুক্ত।

৬| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: ছাত্ররা ভয়ংকর। খুব ভয়ঙ্কর। স্কুলের বাচ্চা ছেলেরাও ভয়ঙ্ঘকর।
বহু ছাত্র নেতা আজ গাড়ি বাড়ি, বাগান বাড়ির মালিক। ব্যাংকে অনেক টাকা।

২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এসব কিছুই হচ্ছে অপ ছাত্র রাজনীতির কারনে। আমারো জানা মতে অনেক ছাত্র নেতা কোটিপতি অথচ তাদের দুটোর জায়গায় তিনটি শার্ট কেনার সামর্থ ছিলনা।

৭| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: এই দেশের কোন সরকার কখনোই ছাত্র রাজনীতি বন্ধ করবেনা।

২১ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছাত্র রাজনীতি বন্ধ করলেই ক্ষমতার মসনদ নড়বড়ে হয়ে যাবে।

৮| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:১১

অধীতি বলেছেন: ছাত্র রাজনীতি যেই বিষয়কে কেন্দ্র করে লিখছেন সেটা অযৌক্তিক। নিউমার্কেটের ব্যবসায়ীরা তাদের পেশাদারিত্বের লংঘন করেছে অনেক আগ থেকেই।

২১ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওখানকার ব্যবসায়ীরা প্রচন্ড শয়তান এবং গ্রাহক হয়রানীতে পটু।

৯| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪২

জ্যাকেল বলেছেন: ছাত্ররা দল পাকিয়ে গন্ডগোল করবে। তাদের একতা ব্যবহার করে বাংলাদেশের রাজনীতি শক্তি আবর্তিত হচ্ছে। ঘুরে ফিরে দেশটা পিছিয়ে যাচ্ছে। অতএব ছাত্রদের পলিটিক্স করার সুযোগ বন্ধ করা উচিত। তারা পড়াশোনা শেষ করে আসুক পলিটিক্সে।

২১ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুচিন্তিত চমৎকার মন্তব্যের জন্য প্রথমে ধন্যবাদ।

ছাত্র রাজনীতি বন্ধ করার কারণে এরশাদ ধপাস সেই কারণে কোন দলই চায়না ইহা বন্ধ করতে। সেই জন বলা যায় উহারা দেশেও ভালো চায়না। তারা শুধু চায় ক্ষমতা।

১০| ২০ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

সোনাগাজী বলেছেন:



৫২ বছর আগেও ছাত্ররা যা করেছে, তাতে জাতির ক্ষতি হয়েছে; তাদের বড় অবদান হলো, তারা পড়ালেখা কম করেছে।

ইসলামী ছাত্র সংঘ কি করেছিলো?

২১ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইসলামী ছাত্র সংঘ বাংলাদেশ চায়নি।
রাজনীতির কারনে ছাত্ররা পড়ালেখা করেনা তার হল দখল, ক্ষমতা দেখানো, চাঁদাবাজি মারামারি সহ সব অপকর্মে লিপ্ত হয়।

১১| ২০ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১০

আহমেদ জী এস বলেছেন: সৈয়দ মশিউর রহমান,



অপ ছাত্র রাজনীতি বন্ধ করার সময় কখনই আসবেনা। সময় এখন ভালোদের হাত থেকে ফসকে "অপ"দের হাতে।

২১ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আহমেদ জী এস ভাই আপনি ঠিকই বলেছেন "অপ ছাত্র রাজনীতি বন্ধ করার সময় কখনই আসবেনা। সময় এখন ভালোদের হাত থেকে ফসকে "অপ"দের হাতে।"

আমাদের পৌরসভায় যখন প্রথম ভোট হয়েছিল তখন একজন শিক্ষক, নিতান্ত ভদ্রলোক কাউনসিলর পদে ভোট করেছিলেন সেই সময় উনিই সবচেয়ে যোগ্য এবং সবার মধ্যে ভালো মানুষ ছিলেন কিন্তু ভোট পরবর্তীতে দেখা গেলো উনিই সবচেয়ে কম ভোট পেয়েছেন। কি আশ্চর্য!!

১২| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১০:১৩

জুল ভার্ন বলেছেন: ছাত্র রাজনীতির দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে।

২১ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এটা সময়ের দাবী। ছাত্র রাজনীতির কারণে পড়শুনাও ব্যহত হচ্ছে।

১৩| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ছাত্রদের পক্ষ-বিপক্ষ বুঝতে হবে।

২১ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছাত্র রাজনীতির কারণে ছাত্ররা (যারা রাজনীতির সংগে জড়িত) এমন কোন অপকর্ম নেই যে তারা করছেনা; সুতরাং এটা বন্ধ হওয়াই উচিত। সুবিধাভোগী ছাড়া কেউই ছাত্ররাজনীতি চায় বলে আমার মনে হয়না।

১৪| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এসব কিছুই হচ্ছে অপ ছাত্র রাজনীতির কারনে। আমারো জানা মতে অনেক ছাত্র নেতা কোটিপতি অথচ তাদের দুটোর জায়গায় তিনটি শার্ট কেনার সামর্থ ছিলনা।

একদম ঠিক বলেছেন। এরকম টা নিজের চোখে দেখেছি।

২১ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এটাই এখন প্রকৃত চিত্র।

১৫| ২১ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:১৫

একজন নিষ্ঠাবান বলেছেন: লেখক বলেছেন: প্রায়ই পত্রিকা যায় অমুক/তমুক ছাত্র সংগঠনের কিছু অসাধু ছাত্র বিভিন্ন খারাপ কাজে যুক্ত।

একছাত্র নেতা জাবিতে ধর্ষনের সিঞ্চুরী পালন করেছিল। কি ভয়ানক!!

২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এসব কথা বললে অনেকেই কষ্ট পায়; যারা কোন না কোন ভাবে সুবিধাভোগী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.