নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করে এখন বীর মুক্তিযোদ্ধা!!

২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:০৬

ব্লগার সোনাগাজী'র দৃষ্টি আকর্ষন করছি।



সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান পাকিস্তানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করে এখন বীর মুক্তিযোদ্ধা!! এ প্রসংগে জামুকার সদস্য মেজর (অব.) ওয়াকার হাসান বীরপ্রতীক বলেন, আমি জোর দিয়ে বলেছি-মহান মুক্তিযুদ্ধের সময় ১৪ ডিসেম্বর পাকিস্তানের ২৩ পাঞ্জাব ব্যাটালিয়ন ভারতীয় সেনাদের কাছে আত্মসমর্পণ করে। ওই ব্যাটালিয়নে ছিলেন ফারুক খান। নিজে বাঙালি অফিসার পরিচয় দিয়ে কোনোমতে জানে রক্ষা পান। ভারতীয় সেনারা ১৫ ডিসেম্বর তাকে দিল্লি পাঠান। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলে ফারুক খানকে কলকাতার বাংলাদেশ হাইকমিশনার হোসেন আলীর দফতরে পাঠানো হয়। সেখানে এক মাস ঘোরাঘুরি করে ১৪ জানুয়ারি বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তাহলে তিনি মুক্তিযুদ্ধ করলেন কখন? বরং পাকিস্তানের হয়ে যুদ্ধ করে ধরা খান তিনি। এগুলো বিষয়ে আমি জোর আপত্তি দিলেও জামুকার অন্য সদস্যরা আমলে নেননি। তারা ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ নেতা বলে গত বছরের ফেব্রুয়ারিতে জামুকার ৭২তম সভায় ইতিবাচক সিদ্ধান্ত দেয়।



বিস্তারিত এখানে জানা যাবে।

মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গোয়েবলস ব্লগার হাসান কালবৈশাখীর মতামত জানতে চাই।

২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উনি তো আওয়ামী গোয়েবলস।

২| ২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৫১

নীল আকাশ বলেছেন: আরো এইরকম অনেক ভুয়া মুক্তিযুদ্ধা আছে এই দলে। ধরা খেয়েছে তো মাত্র দুই একজন। কলিকাতায় যেয়ে ফুর্তি করে বেড়ানোর লিস্ট বের হবে একদিন। সত্য কখনোই গোপন থাকে না।

২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সত্য কখনই গোপন থাকবেনা। ভুয়া মুক্তিযোদ্ধা আওয়ামীলীগে বেশি আছে।

৩| ২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কি অবাক করা তথ্য। সুবিধা নেয়ার জন্য ভুয়া মুক্তিযোদ্ধাদের অভাব নেই।

২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যখন মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা ছিলনা তখন ভুয়া মুক্তিযোদ্ধা হওয়া মেরাথন দৌড়ও ছিলনা; সম্মানীত বীর মুক্তিযোদ্ধারা কখনো সুযোগ সুবিধার আশায় মুক্তিযুদ্ধ করেননি।

৪| ২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: বুঝা গেলো মুক্তিযোদ্ধা হতে হলে মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে বিশেষ দলের সাথে যোগ দিলেই হয়!

২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ক্লিয়ার কথা।

৫| ২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৭

বিটপি বলেছেন: মুক্তিযুদ্ধ শেষে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে অস্ত্র জমা দেওয়ার একটা ছবি আন্তর্জালে খুঁজে পাওয়া যায়। কিন্তু ঐ অস্ত্র দিয়ে এই টাকলা কবে কোথায় অভিযান করেছে - এই ব্যাপারে আন্তর্জাল কিছুই জানেনা।

২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মেজর (অব) ওয়াকার হাসান বীরপ্রতীক তো একেবারে ক্লিয়ার করেছেন তাতে তো সন্দেহের কোন কারণ নেই।

৬| ২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৯

বিটপি বলেছেন: কোন জায়গায়, কবে, কি বলেছেন উনি?

২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মেজর (অব) ওয়াকার হাসান বীরপ্রতীক বলেছেন উনি পাকি বাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে ধরা খেয়েছেন।

৭| ২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

উনি হয়তো পাকি বাহিনীতে গুপ্তচর হিসেবে কাজ করতেন।

নাহলে, ভারতীয় বাহিনী ছাড়ার কথা না!

২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তা যদি হয় তাহলে খুবই ভালো কথা। সত্যটা জানানো উচিত।

৮| ২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ব্লগার সত্যপথিক শাইয়্যান বলেছেন উনি হয়তো পাকি বাহিনীতে গুপ্তচর হিসেবে কাজ করতেন। নাহলে, ভারতীয় বাহিনী ছাড়ার কথা না!


কথাটা ফেলে দেয়ার মতো না।

২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিষয়টা আসলেই ভাবনার।

৯| ২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৮

বিটপি বলেছেন: পাকি বাহিনী সস্তা টালিউড সিনেমার মত ফালতু বাহিনী ছিলনা। একজন বাঙালি পাকি বাহিনীর ভেতর গুপ্তচরবৃত্তি করবে, আর পাকি বাহিনী কিছু টের পবেনা - এটা হতেই পারেনা। কেবল সিনেমায় সম্ভব।

২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দেখাযাক জামুকা কি সিদ্ধান্ত নেই কিসের উপর ভিত্তি করে নিঃশ্চয় জানা যাবে পত্রিকায়।

১০| ২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৪

সোনাগাজী বলেছেন:



ব্লগে মুক্তিযুদ্ধ-বিরোধীরা বেশ সরব, সেইজন্য আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না।

২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কে কি করলো সেটা বিষয় না আপনি বীরমুক্তিযোদ্ধা হিসেবে সব সময় সত্য বলে যাবেন তাতে কে খুশি হলো আর বেজার হলো তাতে আপনার কিছু যায়আসেনা।

১১| ২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৪

গেঁয়ো ভূত বলেছেন: সোনাগাজী বলেছেন:
ব্লগে মুক্তিযুদ্ধ-বিরোধীরা বেশ সরব, সেইজন্য আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না।


কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে তো আপনার কিছু দায়িত্ব রয়েছে তাই না?

২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বীর মুক্তিযোদ্ধা হিসেবে অবশ্যই উনি ভয়হীন ভাবে সত্য বলে যাবেন, আমরা সেটাই আশা করি।

১২| ২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: এমন আরও অনেকেই ছিল। Click This Link

২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ধন্যবাদ। সময় করে পড়বো।

১৩| ২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৯

সোনাগাজী বলেছেন:



@গেঁয়ো ভূত ,

আপনি বলেছেন, " কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে তো আপনার কিছু দায়িত্ব রয়েছে তাই না? "

-কিছু অবস্হার পরিপ্রেক্ষিতে আমি দায়িত্বটাকে নিজের মাঝে রাখছি।

২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা হিসেবে সত্যটা সকলকে জানাবেন আমরা সেটাই আশা করি।

১৪| ২৬ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৬

খায়রুল আহসান বলেছেন: অভিযোগ যদি সত্য হয়ে থাকে, তবে অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত কাজ করেছেন সরকারী দলের উচ্চস্থানীয় এই দুই ব্যক্তি (মন্ত্রী এবং প্রাক্তন মন্ত্রী)। সেক্ষেত্রে শুধু সনদ এবং গেজেট নোটিফিকেশন বাতিলই নয়, প্রতারণা এবং অবৈধভাবে 'মুক্তিযোদ্ধা ভাতা' নেয়ার জন্য তাদের উভয়ের আরও বড় শাস্তি হওয়া উচিত।

২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অভিযোগ সত্য প্রমানিত হলে সব ভুয়াদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত।

১৫| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৩০

আশিকি ৪ বলেছেন: এ দেশের কেউ মুক্তিযুদ্ধে না গেলে জামাত-শিবিরের বেশী খুশি হওয়ার কথা।।

২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তারা তো সেটাই চেয়েছিল।

১৬| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৩৮

জ্যাকেল বলেছেন: জামাতী ভুত জারি রাখা আবশ্যক। তা না হলে ভিন্নমত দমানোর কোন চান্স দেখছি না। আপনে মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলতে চাইলে অবশ্যই আওয়ামীলীগ সাইনবোর্ড থেকে করবেন তা না হলেই আপনে জামাতি।

২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখন তো অবস্থা এমনই; ভিন্নমত হলেই তাকে বিভিন্নভাবে ট্যাগানো হচ্ছে। দুঃখজনক!

১৭| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সোনাগাজী যদি মুক্তিযোদ্ধাও হন তাহলে তাঁর দৃষ্টি আকর্ষন করার কি কারন আমি বুঝলাম না। একজন সাধারন মুক্তিযোদ্ধার পক্ষে কি সবাইকে জানা সম্ভব?

মুক্তিযোদ্ধাদের নিয়ে জামাত শিবিরের একটা প্রপাগান্ডা দীর্ঘদিন ধরেই আছে। এরা ধর্মের নামে যেমন রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করে। তেমনি ক্ষমতাসীনদের মধ্যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধাদের আশ্রয় ঘটেছে। সঠিক তদন্তের মাধ্যমে এটা বের করতে পারলে ভালো হত। কিন্তু এটা আদৌ সম্ভব বলে মনে হয় না।

তবে পৃথিবীর সবচেয়ে বড় অমেরুদন্ডী প্রাণী হচ্ছে জাতিয়তাবাদী ছাগুরা অর্থাৎ যে সকল ছাগু নিজেরদের অস্তিত্ব বাঁচাতে বিএনপির ভেক ধরে সোশ্যাল মিডিয়া ও ব্লগগুলোতে বিচরন করে। তারা জানে না, ছাগলের গায়ের গন্ধ কোনভাবেই লুকানো যায় না। এই সকল নিকৃষ্ট প্রানীগুলো বিএনপির যে ক্ষতি করেছে - একশ আওয়ামীলীগও সমপরিমান ক্ষতি করতে পারবে না।

২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:২৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জামাতীরা হচ্ছে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক বাংলাদেশের প্রেক্ষাপটে। জামাতীর ছা-গুলো ভেক বিএনপি হয়ে বিএনপি বড় সর্বনাশ করছে এটা ১০০% সত্যকথা। জামাতী বেঈমান গাদ্দারকে আপনি যত সুযোগই দেননা কেন এরা বেঈমানী ও গাদ্দারী থেকে বের হতে পারেনা পারবেওনা। সময়ের সাথে এরা শুধু রং বদলায়।

১৮| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: @ মডু: বিএনপির ক্ষতি নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে কেন? আমরা বরং আমাদের জাতির ক্ষতির কথা ভাবি। আমি পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাওয়ার অপেক্ষায় আছি। জনগণের আয় কিভাবে বাড়তে পারে সেই চিস্তাটা এখন বেশী করে করতে হবে।

একদা বিএনপি নামে একটা দল ছিল, যারা জাতির জনকের স্বপরিবারে হত্যাকান্ডের কোন বিচার করেনি। তাদের উপকারের কথা ভেবে আর কি হবে? রাসেল হত্যার বিচার কেন হলো না? কোন দোষে অবুঝ শিশুকে হত্যা করা হয়ে ছিল? আমি এমন একটা দেশের নাগিরিক, মাঝে মাঝে আমার এটা ভাবতে কষ্ট হয়। এদেশে বেগম ফজিলত মুজিবের হত্যার বিচার কেন বিলম্বিত হবে, বলতে পারেন কি?

২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিচারহীনতা আরো বড় অন্যায়ের রাস্তা প্রশস্ত করে।

১৯| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০৭

প্রতিদিন বাংলা বলেছেন: টাকা মন্ত্রী কামাল মিয়া ও রেন্টাল(বিদ্যুৎ ) ফারুক মিয়ার আবেদন বাদ পড়েছে

২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সত্যিই যদি তাই হয় তাহলে তাদেরকে আইনের আওতায় আনা দরকার।

২০| ২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:১৯

খাঁজা বাবা বলেছেন: একটা মেশিন আছে, সেই মেশিনে রাজাকার, পাকি সব মুক্তিযোদ্ধা বানানো হয়।
আবার মুক্তিযোদ্ধাকেও রাজাকার বানানো হয় সেই মেশিনে।

২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কি সেই মেশিনের নাম?

২১| ২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:৫৩

গরল বলেছেন: এটা সত্য হওয়ার কোন কারণ দেখি না, যতদুর জানি এপ্রিলের পরেই সমস্ত বাংলাদেশি সৈন্য ও অফিসার (তখন পর্যন্ত যারা চাকুরিতে ছিল) হয় ক্লোজ করা হয়েছে নতুবা পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত এমন কোন রেকর্ড পাওয়া যায় নাই যে বাঙালি অফিসার হয়ে যুদ্ধের শেষ পর্যন্ত পাকিস্তানের হয়ে যুদ্ধ করেছে। যেকোন সামরিক বিশেষজ্ঞই বলবে যে স্ট্র্যাটিজিক কারণে শত্রু পক্ষের কাছে নিজেদের গোপনিয় তথ্য পাচার হবার নু্ন্যতম সম্ভবনার রিস্ক কোন সেনাবাহিনি নিবে না। তদুপরি সে যখন মণ্ত্রি হল তখন এসব কোন মিডিয়াতে আসল না, এমন কি ভারতিয় মিডিয়াতেও না।

২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার কথাই যেন সত্য হয় কারন এই বিষয়টি নিয়ে বিতর্ক হওয়া মোটেই কাম্য নয়। সুন্দর মন্তব্যের জন্য জন্যবাদ।

২২| ২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:১১

জুল ভার্ন বলেছেন: 'জাফর' লিখে সার্চ দেয়ার পর তিনজন বিখ্যাত জাফরের তালিকা এসেছে উইকিপিডিয়াতে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ডাঃ জাফর উল্লাহ্‌ চৌধুরীর বয়স ৩০ বছর।
একই সময়ে আশির দশকের জনপ্রিয় নায়ক প্রয়াত জাফর ইকবালের বয়স ২০ বছর।
এবং বর্তমানে জনপ্রিয় লেখক ডঃ জাফর ইকবালের বয়স ১৯ বছর।
উপরের দুইজন জাফরের নামের পাশে লিখা আছে মুক্তিযোদ্ধা।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে, তখনকার সময়ের স্মৃতি উল্লেখ করে ডঃ জাফর ইকবাল তাঁর লিখায় উল্লেখ করেন - আমি যাত্রবাড়ীতে একটা পরিবারের সাথে ছিলাম, সেই পরিবারে অনেকগুলো শিশু বাচ্চা। যখন যুদ্ধ পুরো মাত্রায় চলছে তখন একেবারে কানের কাছে গোলাগুলির শব্দ, শেলিংয়ের শব্দ। বাইরে কারফিউ কোথাও যাবার উপায় নেই। তখন বাসার সামনে একটি ট্রেঞ্চ কাটা হলো। যখন শেলিংয়ের শব্দ অসহ্য মনে হয় তখন বাচ্চাগুলোকে নিয়ে কম্বল মুড়ি দিয়ে ট্রেঞ্চে বসে থাকি।
(ডিসেম্বরের স্মৃতি ll মুহম্মদ জাফর ইকবাল)

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর ডাঃ জাফর উল্লাহ্‌ কি করেছেন জানেন?
- ১৯৬৪ সালে ডিএমসি থেকে এমবিবিএস ও ১৯৬৭ সালে বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে জেনারেল ও ভাস্কুলার সার্জারিতে এফআরসিএস প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু চূড়ান্ত পর্ব শেষ না করে মুক্তিযুদ্ধে অংশ নিতে দেশে ফিরে আসেন।
পাকিস্তানি বাহিনীর নির্মমতার প্রতিবাদে লন্ডনের হাইড পার্কে যে কয়েকজন বাঙালি পাসপোর্ট ছিঁড়ে আগুন ধরে রাষ্ট্রবিহীন নাগরিকে পরিণত হয়েছিলেন তাদের একজন ডা. চৌধুরী। তারপর বৃটিশ স্বরাষ্ট্র দপ্তর থেকে ‘রাষ্ট্রবিহীন নাগরিকের’ প্রত্যয়নপত্র নিয়ে সংগ্রহ করেন ভারতীয় ভিসা।
এই বিষয়ে জাহানারা ইমাম তার ‘একাত্তরের দিনগুলি’র ১৬১-১৬২ পৃষ্ঠায় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে লিখেছেন-
‘চেনা হয়ে উঠেছে ড. জাফরুল্লাহ চৌধুরী, ডা. এমএ মোবিন। এরা দুজনে ইংল্যান্ডে এফআরসিএস পড়ছিল। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বিলেতে চার বছর হাড়ভাঙা খাটুনির পর যখন এফআরসিএস পরীক্ষা মাত্র এক সপ্তাহ পরে, তখনই বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু। ছেলে দুটি পরীক্ষা বাদ দিয়ে বাংলাদেশ আন্দোলনে অংশ নিলো, পাকিস্তানি নাগরিকত্ব বর্জন করলো, ভারতীয় ট্রাভেল পারমিট যোগাড় করে দিল্লিগামী প্লেনে চড়ে বসলো। উদ্দেশ্য ওখান থেকে কলকাতা হয়ে রণাঙ্গনে যাওয়া। প্লেনটা ছিল সিরিয়ান এয়ারলাইন্স-এর। দামাস্কাসে পাঁচ ঘণ্টা প্লেন লেট, সবযাত্রী নেমেছে। ওরা দুইজন আর প্লেন থেকে নামে না। ভাগ্যিস নামেনি। এয়ারপোর্টে এক পাকিস্তানি কর্নেল উপস্থিত ছিল ওই দুইজন ‘পলাতক পাকিস্তানি নাগরিককে’ গ্রেপ্তার করার জন্য।

প্লেনের মধ্য থেকে কাউকে গ্রেপ্তার করা যায় না, কারণ প্লেন হলো ইন্টারন্যাশনাল জোন। দামাস্কাসে সিরিয়ান এয়ারপোর্ট কর্মকর্তা ওদের দুইজনকে জানিয়েছিল- ওদের জন্যই প্লেন পাঁচ ঘণ্টা লেট। এমনিভাবে ওরা বিপদের ভেতর দিয়ে শেষ পর্যন্ত মে মাসের শেষাশেষি সেক্টর টু রণাঙ্গনে গিয়ে হাজির হয়েছে।’
(তথ্যঃ কাফি কামাল- কে এই জাফরুল্লাহ চৌধুরী)

২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:২৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এক জাফর এখনও দেশের জন্য যুদ্ধ করছেন আর এক জাফর এখন ব্যবসা করছেন পার্থক্য শুধু এই।

২৩| ২৭ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৪

নূর আলম হিরণ বলেছেন: ভুয়া মুক্তিযোদ্ধার যেমন অভাব নেই, তেমনি মুক্তিযোদ্ধাদের গায়ে রাজাকার ট্যাগ লাগানোর চেষ্টাও এখন হচ্ছে।

২৪| ২৭ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৮

রানার ব্লগ বলেছেন: উনি হয়তো পাকি বাহিনীতে গুপ্তচর হিসেবে কাজ করতেন।

নাহলে, ভারতীয় বাহিনী ছাড়ার কথা না!



তাহলে তো বেগম খালেদা জিয়া অনেক বড় গুপ্তচর !!!!

ফারুক খানের বিষয়টা জানা ছিলো না !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.