নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরবে নির্জনে যন্ত্র-অরণ্যে

আপাতত রেস্টে আছি! :)

স্নিগ

আমি একদিন মারা যাব, এই সত্যটা নিয়ে আমার খুব বেশি আক্ষেপ নেই। তবে, আমার মৃত্যুর পর আরও অসংখ্য অসাধারণ সব বই লেখা হবে, গান সৃষ্ট হবে, চলচিত্র নির্মিত হবে।কিন্তু আমি সে সব পড়তে, শুনতে কিংবা দেখতে পারবো না।এই সত্যটা আমাকে খুব যন্ত্রণা দেয়।

স্নিগ › বিস্তারিত পোস্টঃ

দ্য ডিজাইন অফ ড্রিম

৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১২

"সোনালি সোনালি চিল- শিশির শিকার করে নিয়ে গেছে তারে-

কুড়ি বছর পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে!"



-কবিতাটা কার লেখা?

-আমারই লেখার কথা ছিল...

-আচ্ছা নূর, তুমি স্বপ্ন বুঝতে পারো?' খুব আদুরে গলায় জানতে চাইলো রিনি। পেছন থেকে গলা জড়িয়ে ধরেছে সে।

-বলে ফেলো! আমি নিজেই তো আস্ত এক খোয়াবনামা!! স্বপ্ন রাজ্যের কিং সলোমন!!!

-সেদিন রাতে দেখলাম, আমি হাওয়ায় ভাসছি

-ওজন কমাতে চাচ্ছো বোধহয়...

-'ধুর', কিছুটা অভিমানী হয়ে গেল রিনি, 'আমি আকাশে উড়ছিলাম তো...'

-...প্রথম প্রেমে পড়া বালিকার মতো

-কিন্তু আমার কোন ডানা ছিলনা

-ভালোবাসার ভেলায় তো ডানা লাগেনা, প্রেম লাগে

-আর আকাশটা হালকা খয়েরি

-কারণ বাধার সব আঁধার চিড়ে তোমার রঙিন ভালোবাসা বেরিয়ে আসছে। লাল আর কালো মিলে তো খয়েরি হয়ে যায়।

-বাহঃ তুমি তো দেখি ভালোই স্বপ্ন বুঝো। আমার আবার স্বপ্ন নিয়ে বেশিক্ষণ ভাবলেই ভয় লাগে........খুচরোগুলো নিয়েছ?

-বহুৎ আগে। হিসেবটা তো বরাবরই আমি তোমার চেয়ে ভালো বুঝি।





-------------------------------------------------------------





-রিনি, সব এমন হয়ে গেলো কেন?

-তোমার তো জানার কথা। হিসেবটা তো বরাবরই তুমি আমার চেয়ে ভালো বুঝো।

-জানো কালকে তোমার স্বপ্নটাই আমি দেখেছি। দেখলাম, আকাশটা গাঢ় খয়েরি

-কৃষ্ণপক্ষ চলছে বোধহয়

-আর আমার কোন ডানা ছিলনা

-তুমি হয়তো ডানার সংস্পর্শ-ই চাওনি। তোমার পুরনো অ্যাটাচমেন্ট ইস্যুজ আর কি।

-আমি দেখলাম, খোলা আকাশে আমি ভাসছি

-'তুমি তো সবজায়গায় একলাই থাকো', শীতল গলায় বলে চলে রিনি, 'আকাশে, মাটিতে সবখানে তোমার নিজের পৃথিবীতে।'

-বাহঃ তুমি তো ভালোই স্বপ্ন বুঝো।

-আগে স্বপ্নের জগতে থাকতাম, তাই হয়তো স্বপ্ন বুঝতাম না। এখন বাস্তব বুঝিনা। বাস্তব অনেক জটিল, দুর্বোধ্য, দুঃস্বপ্নময়। স্বপ্ন, তা সে যতোই বাজে হোক না কেন, একসময় ভেঙে যেত। বাস্তব ভাঙে না। স্বপ্নই বরং ঠিক ছিল।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪১

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো কথোপকথন।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৩

স্নিগ বলেছেন: ধন্যবাদ :D

২| ০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০

কাউসার রুশো বলেছেন: দারুন লাগলো।

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৭

স্নিগ বলেছেন: ধন্যবাদ লিজেন্ড B-)

৩| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৫

আরজু পনি বলেছেন:

/:) :|| B:-)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪

স্নিগ বলেছেন: X( X(( B-))

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৭

ফেলুদার চারমিনার বলেছেন: দারুন লিখলা ভাই 8-|

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

স্নিগ বলেছেন: ধইন্য পাতা B-)

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২২

আরজু পনি বলেছেন:
ব্লগে পুরোনোরা আবার ফিরে আসতেছে ;)
আলহামদুলিল্লাহ :D

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১১

স্নিগ বলেছেন: B-))

৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:০৬

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ ভালো লাগল

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২২

স্নিগ বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.