নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.facebook.com/sobujpd

আনিকেত সবুজ

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

আনিকেত সবুজ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসি বাবাদের...

১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৮

মধ্যবিত্ত পরিবারের বাবাদের কপালটা সবসময়ই ভাঁজে থাকে,চোখের নিচে কালো দাগটাও যেন ধীরে ধীরে বাড়ে,
.
বাবাদের মাঝে বেশির ভাগ সময়েই শর্ট টেম্পার কাজ করে,চিন্তা একটাই,সংসারটা আরেকটু ভালোভাবে কিভাবে চালাবো,
.
ভার্সিটিতে পড়তে থাকা সন্তানটা ফোন দিলে আনন্দের পাশাপাশি একটু ভয়ও জাগে মনে "আবারো টাকা চাইবে না তো??"
.
দিনশেষে যখন সন্তানের কোন কৃতিত্বের কথা শুনতে পায়,তখন সারাদিনের হাড়ভাঙা পরিশ্রমের কথা নিমিষেই ভুলে যায়,
.
গায়ের পাঞ্জাবীটা পুরাতন হয়ে গেছে,শার্টের রংটাও ঝলসে গেছে,প্যান্ট কিংবা পাজামাটাও নিচের দিক দিয়ে ছিড়ে গেছে,তবুও নিজের প্রতি ভ্রুক্ষেপ নেই,
.
তবুও নিজের জন্য সাতশত টাকার লুঙ্গী না কিনে,সন্তানের জন্য রেখে দেয়,বাই চান্স সন্তানের কোন ঝামেলা হলে যদি টাকা দরকার হয়!!
.
তাদের আশা খুবই সামান্য,ছেলেটা বা মেয়েটা পড়াশুনা করে ভালো একটা পজিশনে যাবে,আমি তখন সবাইকে বলবো "আমার ছেলে অমুক জায়গা চাকরি করে,আমার মেয়েটা ব্যাংকের এমডি,অনেক দাম তার"
.
মধ্যবিত্ত বাবা গুলোও হয় বন্ধুত্ব্ব পরায়ণ,সন্তানেরসাথে সবকিছু শেয়ার করতে মজা পায়,সবকাজে সন্তানকে পাশে চায়,পুকুরটা কাটাতে হবে,সন্তান আসুক আগে,বাসার জন্য একটা খাট বানাতে হবে,"ও আসুক বাড়িতে"
.
খুব বেশি আদিখ্যেতা নেই বাবাদের জীবনে,ইয়া বড় বড় এ্যাপার্টমেন্টেরও চাহিদা নেই,জাজিমে শোওয়ারও আকাঙ্ক্ষা নেই,
.
সন্তান যখন নিজের ইনকামের টাকায় সামান্য এক কেজী আপেল নিয়ে যাবে,আপেলে কামড়াতে কামড়াতে বলবে "তোমার ছেলেটা এখনো আপেল কিনতে পারেনা,ওরে দিয়া কিচ্ছু হবেনা"
.
ছেলের কিনে দেয়া ছাতাটা নিয়ে ঘুরবে আর সবাইকে দেখিয়ে বলবে "ছেলে কিনে দিয়েছে,দারুণ না???!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৮

মানুষ বলেছেন: What does a man do, Walter?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.