নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.facebook.com/sobujpd

আনিকেত সবুজ

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

আনিকেত সবুজ › বিস্তারিত পোস্টঃ

তিন মাসের প্রেম।
ভালোবাসাবাসির প্রথম স্তর
মোটামুটি শেষ।

২১ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫০

তিন মাসের প্রেম।
ভালোবাসাবাসির প্রথম স্তর
মোটামুটি শেষ।
রোমান্টিক কথা, আবেগঘন চ্যাটিং,
তোমার জন্য এই পারি -
সেই পারি; মরতে পারি,
বাঁচতে পারিও শেষ ...
এবার দ্বিতীয় স্তরেঃ মোবাইল, ইনবক্স
ছেড়ে প্রেম এবার মুখোমুখি।
হাত ধরে ঘোরাঘুরি,
ডেটিং- ফেটিং ( আধুনিক সংস্করণ) ,
জড়িয়ে ধরা অবশেষে ঠোঁটে ঠোঁট
চেপে লম্বা চুম্বন ...
দ্বিতীয় স্তর শেষে কাছাকাছি আসার প্রবণতা বাড়ে।
বিপরীত মেরুর আকর্ষণে কাছাকাছি হতে চায় দুটি শরীর !
মেয়েটি অপেক্ষা করে,
ছেলেটির অসহ্য লাগে ...
ছেলেটি বেহায়া হয়, মেয়েটি খুশি হয়। এখন আবেগী কথোপকথন কম হয়, যৌনকথন বেশী হয় ... বেশ !
অপেক্ষার পালা শেষ।
এবার সুযোগ আসে।
রুমডেট ! ( আধুনিক সংস্করণ) !
ছেলেটি নিতে চায়,
মেয়েটি অভিনয় করে দিয়ে দেয় ... অতঃপর ....
হাসিমুখে বাড়ি ফিরে , হাসি মলিন হতে সময় লাগেনা আর ।
প্রথমে শুরু হয় অপরাধবোধ!
সেটা কাটিয়ে উঠতেই অবিশ্বাস শব্দটা মাথায় জেঁকে বসে !
তিন মাসেই যে মেয়ের দেহ পাওয়া যায় অতি সহজে,
গত সতের বছরে না জানি কতবার ওই দেহ কত বিছানায় লুটিয়েছে "
ছেলেটি ভাবে আনমনে !
শক্ত করে মন।
যত যাই করি , এ মেয়েকে বিয়ে করা যায়না,
শুধু রুমডেটই সম্ভব ! বিচ্ছেদ!
ব্রেকাপ ( স্মার্ট শব্দ)
অতিআধুনিক মেয়েগুলো সামলে নেয় সহজেই।
হয়তো এসব জেনেই শুধু ওই সাময়িক বিনোদনের জন্যই এই সম্পর্কে আসা !
হাফ ছেড়ে বাঁচে ।
নতুন চিড়িয়া খোঁজে।
কিন্তু সাময়িক আবেগের ঘোরে সম্পর্কে
জড়িয়ে পড়া মধ্যবিত্ত ঘরের
মেয়েদের কি হয় ?
এতখানি বিশ্বাসের পর এতবড়
ধাক্কা সহ্য হয়না ।
প্রেমিককে বারবার বোঝানোর
চেষ্টা চলে,
সেও হয়তো এ সুযোগ খুঁজছিলো ।
আবার যেতে হবে বন্ধঘরে ।
ভালোবাসা টিকিয়ে রাখতেই হবে!
দ্বিধা, সংকোচ ভুলে ভালোবাসার কাছে যায় মেয়েটি !
এই সুযোগ ছাড়বে কেন ছেলেটি?
একবার ধোঁকা খেয়ে যে মেয়ে আবার আসতে চায় তাকে মা* বলতে দ্বিধা নেই।
বন্ধুরাও অনুরোধ করে,
কতদিনের শুকিয়ে যাওয়া গলাটা ভিজিয়ে নিতে চায় তারাও।
বন্ধুদের অনুরোধ ফেলা যায়না !
লজ্জ্বা, ঘৃণা ! বলার মত কেউ নেই,
যাওয়ার জায়গা নেই তরুণীর।
দেশ বা সমাজের কোন ক্ষতি হয়না
এতে।
হয়তো একটা বেশ্যা বাড়ে সমাজে নতুবা বাড়ির পাশের কবরস্থানে
নতুন মাটি দেখা যায় !

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৯

বিজন রয় বলেছেন: হয়তো একটা বেশ্যা বাড়ে সমাজে নতুবা বাড়ির পাশের কবরস্থানে
নতুন মাটি দেখা যায়।

ঠিক বলেছেন, কিন্তু বিষয়টি কষ্টের।

২৩ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৪

আনিকেত সবুজ বলেছেন: হুম থ্যাঙ্কস্

২| ২২ শে জুন, ২০১৬ ভোর ৪:১২

ফেরদৌসা রুহী বলেছেন: একেবারে বর্তমান সমাজের বাস্তব রুপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.