নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.facebook.com/sobujpd

আনিকেত সবুজ

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

আনিকেত সবুজ › বিস্তারিত পোস্টঃ

নেশা !

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪২

সবার নেশা থাকে ! ভয়ঙ্কর ভয়ঙ্কর নেশা ! নেশা কখনো কাটে না ৷ নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে বেপারটা একদম ঠিক না ৷ কিছু কিছু কথা শুধু গান আর সাহিত্যে মানায় বাস্তবে না,
.
নেশাকে গলা টিপে হত্যা করা যায় শুধু, একজন হুমায়ুন আহমেদকে লেখার নেশা থেকে সারা জীবনেও কেউ সরাতে পারে নি ! কিছু কিছু নেশা কাটে না !
.
কোন দুঃখ যাতনা বৈরী আবহাওয়া একজন নজরুলকে কবিতা লেখা থেকে দূরে সরিয়ে রাখতে পারে নি,
.
শত শত ঘুষি অতঃপর মুখের পাঁজর ভেঙ্গে যাওয়া একজন মোহাম্মদ আলীকে কি বক্সিয়ের নেশা ছুটিয়ে দিতে পেরেছিলো ?
.
নেশা কাটে না ! সফলতার নেশা কখনো কাটে না ! সত্যিকারের ভালবাসার নেশাও কখনো কাটে না !
.
মদ খেয়ে প্রতি রাতে আঁতলামি করাটা নেশা না ওটা বরং এক প্রকার পেশা, বাধ্য হয়ে করতে হয় ! পেশা ছাড়া যায় ৷ আজ যে ছেলেটি মদের পেশায় ভূত হয়ে থাকতে কাল সে গাঁজার নেশায় ছিলো !
.
নেশা হলো মাদকতা ! যা কখনো কাটে না ! যে নেশা কেটে যায় তা কখনো নেশা ছিলো বরং তা ছিলো ক্ষণিকের ভং ধরা বৈকি কিছু নয় !
.
নেশা পাগল করে দেয়, ঘুম কেড়ে নেই ৷ নেশায় কোন তৃপ্তি নেই ৷ প্রতিদিন একই কাজ করে মনে হবে যেন কিচ্ছু করা হয়নি ! সত্যি কিচ্ছু করা হয়নি !
.
হাজার হাজার হিট করা গানের গায়িকা লতা জি'কে কেউ যদি জিঙ্গেস করে আর গান করার কি দরকার ! সে হয়তো ভাববে কয়টা ই বা আর গান করলাম !
.
রবি ঠাকুরকে জিঙ্গেস করার পর বলেছিলো, সবে তো নুড়ি পাথর কুড়োচ্ছি, অসীম সমুদ্রের সবি ই তো বাকী !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৯

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: সব নেশার গুরু হলো টাকা কামানোর নেশা।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৬

কালপুরুষ কালপুরুষ বলেছেন: খুব সুন্দর এবং সঠিক কথা দিয়ে সাজিয়েছেন তবু যে কেন লোকে নেশাকে খলনায়ক বানিয়ে সস্তি পায় কে জানে।
আপনার প্রতি শ্রোদ্ধা নেশার পাশে থাকার জন্য। সে যে নেশাই হোক। ভালো থাকবেন।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০০

রায়হানুল এফ রাজ বলেছেন: চমৎকার উপস্থাপন।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৮

পদ্মপুকুর বলেছেন: খুবই সুন্দর। একটা বিষয়, সাগরের তীরে নুড়ি কুড়ানোর ব্যাপারটাতো নিউটনের, রবি বাবুও কি এটা বলেছিলেন? ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.