নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

ঈদ মোবারক

২৯ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৫৮

আর মাত্র ৩/৪ ঘন্টা পরই জেগে উঠবে পুরো বাংলাদেশ,ঈদের আনন্দে। সাথে আমার সন্তানও। গিন্নী বোধহয় জেগেই। সবকিছু প্রস্তুত করছে। খুব ইচ্ছে করছে ফোন করে জেনে নিতে, কিন্তু পারছি না ঘুমন্ত রুমমেটদের কারনে। কারন সবাই ডিউটি করে এসে ঘুমাচ্ছে। এই সময় ডিষ্টার্ব করা আমারও মানায় না। কেউ কিছু বলবে না জেনেও,বিবেক সাড়া দেয় না।

আজ আমাদের ঈদ গেল। মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ হয়, এটা সবরই জানা। দিনে কয়েকবার ফোন করেছি,মনে তাগিদে। কথাও হলো সবার সাথে। কিন্তু একটা হাহাকার মনে। মাঝে মাঝে মনে হয় যৌবনের না বোঝা পাপের পরিনতি ভোগ করছি। আমাদের ধর্ম বলে আমরা কিয়ামতের দিন আমাদের সব কাজের পরিনতি ভোগ করবো। কিন্তু আমার কেন যেন বারবার মনে হয় কেয়ামত নয়, এই পৃথিবীতেই আমরা আমাদের কর্মফল পেয়ে যাই। বিভিন্ন রূপে,বিভিন্ন ভাবে। কেউ বুঝে,কেউ বুঝে না। তবে আমর মনে হয় আমি আমার কর্মফল ভোগ করছি।

একদিন সামর্থ ও শক্তি থাকা সত্বেও আব্বা-মার চাহিদাকে মূল্য দেই নি। আর আজ তা থাকা সত্বেও নিজের চাহিদা মেটাতে পারছি না। কি দূর্ভাগা আমি!!

আজ এই সময়ে রাত জেগে আমাকে ভাবতে হচ্ছে কেন এমন হলো?? সব কি আমার দোষ? যৌবন কেন তাহলে?? যৌবনের ধর্মই তো হলো প্রচলিত নিয়ম-রীতি ভাঙ্গা। তাহলে? কোন জবাব পাই না। আজ কেন আমাকে সেই নিয়মভাঙ্গার,সেই সবাইে তুচ্ছ ভাবার আইনে শাস্তি পেতে হচ্ছে? আসলে নিয়তির অমোঘ লংঘন ভাঙ্গা সম্ভব হয় না কারো পক্ষেই।

বসেছিলাম আমার সহপাঠী সবাইকে ঈদ শুভেচ্ছা জানাতে। কিন্তু এতটুকু লেখার পর মনে হলো ধান ভানতে শীবের গীত গাইছি আসলে। দয়া করে কেউ কিছু মনে করবেন না। আমি সত্যিই বসেছিলাম আপনাদের শুভেচ্ছার জন্য। কারন জনে জনে তো এটা দেয়া সম্ভব নয়,তাই এমন একটা প্লাটফর্ম দরকার যর মাধ্যমে সবাইে একসাথেই শুভেচ্ছা দেয়া যায়। এই ব্লগ ছাড়া আমি আর কিছু খুজে পেলাম না।।

অন্ততঃ আমি এবং আমার মত দূর্ভাগাদের পক্ষ থেকে আপনারা যারা ভাই-বোন,পিতা-মাতা, এবং সন্তানদের সাথে আজকের এই ঈদমুহুর্ত পালন করছেন তাদের জন্য রইলো এই শুভকামনা,জনম জনম যেন এভাবেই প্রতিটি আনন্দঘন মুহুর্তে যেন প্রিয়জনদের সাথে থাকতে পারেন। আমাদের প্রবাসীদের মত যেন দূর্ভাগা না হতে হয়।।

ঈদ মোবারক।।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৪ সকাল ৭:০১

কালের সময় বলেছেন: আপনাকেউ ঈদমুবারক

৩০ শে জুলাই, ২০১৪ রাত ২:১৮

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ,ভাইটি।।

২| ২৯ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৪৬

জাফরুল মবীন বলেছেন: ঈদ মোবারক।

৩০ শে জুলাই, ২০১৪ রাত ২:১৯

সচেতনহ্যাপী বলেছেন: আশা না করা সত্বেও আপনি এসেছেন,আমি কৃতজ্ঞ। ধন্যবাদ।।

৩| ২৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

সুমন কর বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো।

৩০ শে জুলাই, ২০১৪ রাত ২:২১

সচেতনহ্যাপী বলেছেন: আপনাদের লেখা শুধু অফ/অন লাইনে পড়েই যাই। মন্তব্যে সাহস আসে না। তবুও আমাকে দেখছেন।। অসংখ্য ধন্যবাদ।।

৪| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩১

হরিণা-১৯৭১ বলেছেন: ঈদের শুভেচ্ছা।

সময় বয়ে চলে, সব সময়ে কিছু না কিছু করার থাকে!

৩০ শে জুলাই, ২০১৪ রাত ২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: তা অবশ্যই।। একদম ঠিক। আপনার কিছু কিছু কথা সত্যিকার অর্থেই বাস্তবমূখী। তাই আপনাকে ভাল লাগে। ধন্যবাদ।।

৫| ৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৪:১৫

রাজিব বলেছেন: দুঃখ কষ্ট সবার জীবনেই থাকে। আপনি ধৈর্য ধরে লেগে থাকুন। দেখবেন কয়েক বছরের মধ্যেই জীবন অনেক সুন্দর হয়ে যাবে। আর ভুল করা বোকামি করা ব্যর্থ হওয়া এগুলো প্রতিটি মানুষের জীবনের অংশ। তাই অতীত এর ভুল, বোকামি এবং ব্যর্থতা থেকে যারা শিক্ষা নিয়ে বর্তমান ও ভবিষ্যতকে কাজে লাগাতে পারে তাদের জীবনে সুখ ও সাফল্য আসে। ঈদ মোবারক।

৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৪:২৪

সচেতনহ্যাপী বলেছেন: আমি লেগে আছি ভাই।। এত তাড়াতাড়ি আমার তাড়াতাড়ি আমার আমার হালছাড়া অভ্যেস নেই বলে।।
ধন্যবাদ এবং ঈদ মুবারক।।

৬| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৬

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

০১ লা আগস্ট, ২০১৪ ভোর ৪:৫০

সচেতনহ্যাপী বলেছেন: আপনিও ঈদশুভেচ্ছা নিন।।ভাল থাকবেন এবং নুতনদের উৎসাহ দেবেন এই প্রত্যাশায়।।
ধন্যবাদ।।

৭| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১:২৭

অবচেতনমন বলেছেন: কেয়ামত নয়, এই পৃথিবীতেই আমরা আমাদের কর্মফল পেয়ে যাই।

চিরন্তন সত্য,,,,,

আপনি এমন করে ভাবছেন কেন, এমন করে ভেবে নিজের মনকে কষ্ট দিবেন না, যাহা ঘটেছে সবই পরিস্থিতি, যা ঘটবে সবই নিয়তি, তাহলে আপনি কাকে দোষারূপ করবেন পরিস্থিতিকে নাকি নিয়তিকে।

ভাল থাকবেন জীবনের প্রতিটি মুহূর্তে, এই প্রত্যাশা রইল।

''ঈদ মোবারক''

০১ লা আগস্ট, ২০১৪ ভোর ৪:৪১

সচেতনহ্যাপী বলেছেন: ঠিক আছে। কিন্তু কর্মফলের(বলে যদি কিছু থাকে) জন্য তো নিয়তিকে দোষারোপ করা যায় না,ভাই। এর জন্য দায়ীতো আমরা নিজেরাই। তাহলে?
আপনার সহানুভূতি খুবই ভাল লাগলো।
শুভকামনা এবং ঈদ মুবারক।।

৮| ০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৫:২২

আবু শাকিল বলেছেন:
পিছুটান থেকে এক্টু সরে দাঁড়িয়ে নেক্সট ঈদে সবার সাথে ঈদ করতে যাবেন আশা করছি।
ঈদ মোবারাক।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১:১৪

সচেতনহ্যাপী বলেছেন: ভাবনায় তো তাই আছে। আর পিছুটান/মান কি থাকবে। বছর পুরো না হলেতো ছুটি পাব না,তাই এই সুযোগটা মিস করলাম। না হলে ৪৫দিনের সাথে এই ৯টা দিনও সবার সাথে মিলে কাটাতে পারতাম।।
ধন্যবাদ এবং ঈদ মুবারক।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.