নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

রাত এবং পলাশের বিক্ষিপ্ত ভাবনা

০৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:০৪

খুবই হাসি-খুশী এবং মিশুক। অহরহ চেষ্টা থাকে কাওকে আঘাত না দিয়ে, মিলেমিশে থাকার। কিন্তু এই মানুষটিই রাতের গভীরতার সাথে বদলে যেতে থাকে ক্রমশ। এই সময়টাতে সে থাকে তার গড়া অন্য এক পৃথিবীতে। যেখানে কারো প্রবেশাধীকার থাকে না।এটা থাকে একান্তই তার নিজস্ব। না সে এর বাইরে যায়,না সে কাউকে প্রবেশেধীকার দেয়।এ সময়টাতে সে মগ্ন থাকে ভিন্ন এক পৃথিবীতে।

আজ তেমনি এক রাত। শুয়ে পড়েছিলো বেশ আগেই। কিন্তু ভাবনার আসা-যাওয়ায়, ঘুম গেল পালিয়ে। কিছুক্ষন এপাশ-ওপাশ করে বসে পড়লো ডায়রী নিয়ে।।

রানীর কথা মনে পড়লো। যেদিন তাকে দেখেছিল প্রথম শাড়ীতে। সেই হাফপ্যান্ট পড়া রানীকে দেখলো এক ভিন্নরূপে,নুতন সাঁজে। তার মুগ্ধ দৃষ্টির সামনে রানীরও জড়োসড়ো অবস্থা। হারিয়ে গেছে তার সপ্রতিভতা। সেখানে স্থান করে আছে ল্জ্জারাঙ্গানো পরিবেশ। থেকে থেকে অকারনেই হাতের তর্জনীতে শাড়ীর আঁচল পেচানো আর খোলা। আর অজানা,অচেনা লজ্জার লালিমায় রেঙ্গে উঠা। সেই দিনটির কথা এতোদিন পরেও আজ পলাশের দৃষ্টিতে অমলিন। চোখ বন্ধ করে একটু মনে করলেই মনে হয় আজকেই যেন এটা ঘটেছে। মানুষের বয়স বাড়লেও স্মৃতির বয়সতো আর বাড়ে না।।

আর তা বাড়ে না বলেই পলাশের হৃদয়ে আজ অতীত দিনের ভীড়। কবে,কোথায় কি হয়েছে সব কিছুই আজ মনর কোনে এসে দাড়িয়েছে। সেই ভাললাগার দিনটিতে হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া প্রথম বারের মত বাহিরে বেড়াতে যাওয়ার। আর বেড়াতে বের হয়ে,এইদিনটিকে চির স্মরনীয় করে রাখার জন্য যুগল ছবি তোলা।তারপর রমনাপার্কে বেড়ানো।আর সেই দিনটিতে দুরন্ত,দূর্দমনীয় পলাশেরও ভয়ে ভয়ে জড়োসড়ো হয়ে উঠা। যাকে কি না বন্ধুরাও ভয় পেত। সেই যেন কেমন হয়ে গেল।আর রানীর সপ্রতিভ এবং সাহসী হয়ে উঠার ব্যাখ্যা সে আজো পায় নি। সে দিনের পরিবেশটা এমনি উলোট-পালোট হয়ে গিয়েছিলো।চিরদিনের শান্ত আর ভীরু রানী হয়ে উঠলো দুরন্ত সাহসী আর পলাশ হয়ে উঠলো ভীতু!! কেন যে সেদিনর পরিবেশটা এমন করে পাল্টে গিয়েছিলো তা আজো পলাশের কাছে ব্যাখ্যার অতীত।।

রানীর শেষ পত্রের কয়েকটি লাইন আজো তার হৃদয়কে ভাড়াক্রান্ত করে তুলছে। কেন সেদন তাকে ও এমন করে লিখেছিলো?? তাহলে ও কি জানতো যে,সে এমন করেই অকালে হারিয়ে যাবে। মিশে যাবে নিঃশ্বীম শুন্যতার মাঝে,সব লেন-দেন চুকিয়ে?? ছেড়ে যাবে নিজের একান্ত প্রিয়জনকেও??মনে হয় এটাই হবে তা ও জানতো। বুঝতে পেরেছিল বলেই শেষ পত্রে ও পলাশকে বলেছিলো আমি চলে চলে গেলে আমার কবরে দু’মুঠো মাটি দিয়ে দোয়া করো। যেটা হবে আমার শেষ শান্তনা।।আর কেউ তো থাকবে না। সবাই ঠিক ভুলে যাবে। কিন্তু তুমি পারবে না,শত চেষ্টা করেও।। আমাকে বোধহয় আমা থেকেও বেশী চিনতো রানী। তাই এমন কথা বলতে পেরেছিলো।।পলাশের সুখই ছিলো যার ধ্যান,জ্ঞ্যান। যে কারনে বোধহয় ওর শেষ নসীহত অনুযায়ী ওর বাসার কাছে ঢাকার বৃহৎ বিশ্রামের স্থান থাকা সত্বেও পলাশের বাসার কাছেই ওর চিরনিদ্রার স্থান নির্ধারন করা হয়।যাতে পলাশের কষ্ট না হয়।।

মানুষের মানষিকতা বিধিরও বোঝা ভার। যাকে ফুলমালা দিতে পারে নি,নিজের সমাজ আর আত্মীয়দের কথা চিন্তা করে। যার শত চেষ্টা আর আবেগকে অবহেলা করেছে অবলীলায়,আজ শেষমুহুর্তে সেই হয়ে রইলো শেষ অবলম্বন!! না এতে অবাক হবার কিছুই নেই। পলাশ সেই প্রথম থেকেই জানতো যে, সে ছাড়া রানীর আর অবলম্বন নেই।।

তবে অনেক বেদনার সাথে পলাশ আজ ভাবছে, যাদের জন্য রানীর এই রিক্ততা,ত্যাগ তারা আজ প্রতিষ্ঠিত হয়ে ওর চিরবিদায়ের দিনটিকেও মনে করে দু’টো কথা,দু’টো শান্তনার কথাও লিখতে পারছে না। ধীক আমাদের মানুষ প্রজাতিকে,ধীক আমাের সভ্যতাকে।।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনী

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩২

সচেতনহ্যাপী বলেছেন: আশা না করা সত্বেও এসেছেন। অনেক ধন্যবাদ।।

২| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


কিছু কিছু মানুষ সব সময় এভাবে আবেগের মাঝেই রয়ে যায়...

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: ঠিক। তবে এটাও ঠিক যে, স্মৃতি ব্লাক বোর্ড নয় যে ভুল অংক মুছে সঠিক টাকে স্মরন রাখবে।
একাকী জীবনে যা বেশী হয় আর কি। ধন্যবাদ।।

৩| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন। ধন্যবাদ, সচেতনহ্যাপী।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: প্রশংসা এবং বেড়ানোর জন্য ধন্যবাদ।।

৪| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩১

ফেরারী আউট-ল বলেছেন: চমৎকার ...
ভালোলাগা রইল

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৯

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ ভাইটি।।

৫| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪০

লেখোয়াড় বলেছেন:
হা হা হা ............. কি কল্পনা!

ভাললাগা জানিয়ে গেলাম।
আরো গভীরে ঢুকতে হবে লেখার।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪১

সচেতনহ্যাপী বলেছেন: ভাই আমাকেও একটু হাসার সুযোগ দিন। পরামর্শটুকু মন থেকেই গ্রহন করলাম।ধন্যবাদ।।

৬| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার একটা লেখা প্রিয় সচেতনহ্যাপী .....

রানীর শেষ পত্রের কয়েকটি লাইন আজো তার হৃদয়কে ভাড়াক্রান্ত করে তুলছে। কেন সেদন তাকে ও এমন করে লিখেছিলো?? তাহলে ও কি জানতো যে,সে এমন করেই অকালে হারিয়ে যাবে। মিশে যাবে নিঃশ্বীম শুন্যতার মাঝে,সব লেন-দেন চুকিয়ে?? ছেড়ে যাবে নিজের একান্ত প্রিয়জনকেও??মনে হয় এটাই হবে তা ও জানতো। বুঝতে পেরেছিল বলেই শেষ পত্রে ও পলাশকে বলেছিলো আমি চলে চলে গেলে আমার কবরে দু’মুঠো মাটি দিয়ে দোয়া করো। যেটা হবে আমার শেষ শান্তনা।।আর কেউ তো থাকবে না। সবাই ঠিক ভুলে যাবে। কিন্তু তুমি পারবে না,শত চেষ্টা করেও।। আমাকে বোধহয় আমা থেকেও বেশী চিনতো রানী এটুকু দারুণ!

শুভেচ্ছা জানবেন নিরন্তর ...

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:২৫

সচেতনহ্যাপী বলেছেন: আপনার দারুন ভাল লাগার অংশটুকুই নিদারুন বাস্তবতা।
ধন্যবাদ মনে রাখার জন্য।।

৭| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: রাত এবং পলাশের বিক্ষিপ্ত ভাবনা ভাল লাগলো । !:#P

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪২

সচেতনহ্যাপী বলেছেন: আনোয়ার ভাই, একটু আগেও আপনার বাড়ী যেয়ে নুতন কবিতাটি পড়ে এসেছি। কিন্তু মন্তব্য করতে ভরসা পাই নি একারনে যে,কবিতা আমার অবোধ্য আজীবনের। ভুল হলে ক্ষমাপ্রার্থী।
নিজ বড়ীতে ফিরতেই আপনার প্রশংসা। ধন্যবাদ।।

৮| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০০

বৃশ্চিক রাজ বলেছেন: নিউ জার্সির এক বন্ধুর কথা মনে পড়ল।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ১:১০

সচেতনহ্যাপী বলেছেন: কোথাও মিল খুজে পাচ্ছেন কি?? ধন্যবাদ বেড়ানো সাথে মন্তব্যের জন্য।।

৯| ১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

জিরো ডাইমেনশন বলেছেন: ভাষার ব্যবহার অসাধারন হইছে।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৫

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ ভাইটি।

১০| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৭

মোঃ ইসহাক খান বলেছেন: বেশ ভালো লেখা।

শুভেচ্ছা রইলো।

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৬

সচেতনহ্যাপী বলেছেন: মনে যা এসেছে,তাই লিখেছি।। ধন্যবাদ।।

১১| ১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১২

আবু শাকিল বলেছেন: চমৎকার লিখেছেন।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৭

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ। সেদিন পাগলামীতে বুদ হয়ে ছিলাম।আজ লজ্জা লাগছে।।

১২| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৪

উড়োজাহাজ বলেছেন: সুন্দর লেখনি। লেখাটা যেহেতু আবেগী সেহেতু আরেকটু আবেগ মেশানো যেত বোধ হয়।
আপনাকে নিয়ে আমার একটা প্লান আছে। যদি প্লানটির কাছাকাছি যেতে পারি তবে আপনাকে জানাব। এখন পর্যন্ত এটা আমার মাথায়ই আছে।

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২২

সচেতনহ্যাপী বলেছেন: সেদিন আসলে মনটা ভাল ছিল না। যা লিখেছি আবেগের বশবর্তি হয়েই। তবে মনের উপলব্ধি। আর লজ্জা দেবেন না,ভাই।।
অপেক্ষায় রইলাম।।ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.