নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

আমার বন্ধুরা,যারা ছিল স্কুল এবং কলেজের।।এবং নামের বিচিত্রতা।।

১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৪

এটা লেখার বা প্রকাশ করার কোন ব্যাপারই না বা গুরুত্বপূর্ণ কোন ব্যাপার।।এমন কি জনকল্যান মূলক কোন লেখাও।। আজ কয়েকদিন ধরেই মনে পড়ছে সেই বিশেষ করে স্কুল জীবনের তথা কৈশর এবং যৌবনের প্রারম্ভে যারা ছিলো একান্ত কাছের।। এমনকি ক্ষেত্রবিশেষে পরিবারের চেয়েও বেশী।।
এটা আমাকে এক নষ্টালজিয়ায় পরিনত করেছে।। পাঠকরা কেউ কেউ হয়তো মনে করতে পারেন,এটাতো ব্লগের লেখা হতে পারে না।। কিন্তু আমার কৈফিয়ত আমি ব্লগকে ডিজিটাল ডায়রী হিসাবেই নিয়েছি।।
জন্ম পুরান ঢকার ইসলামপুরে।। বড়ভাই ঘুড়ি উড়াতে যেয়ে একতলার ছাদ থেকে পড়ে মারা যাওয়ার পর আব্বা সব ছেড়ে চলে এলেন শাহজাহানপুরের সরকারী কোয়ার্টারে।।৫ম শ্রেনী পর্যন্ত পড়েছি মিউনিপ্যাল স্কুলে(সে সময় ৯০ভাগ ছাত্রই ছিলো এখানকার।। পরবর্তিতে আইডিয়াল।।কলেজ জীবন নটরডেম।।
অনেককেই পেয়েছি বন্ধু,ক্লাসমেট পেয়েছি রেলওয়ে কলোনীর,এজিবির আইডিয়াল,এফ টাইপ,এইচ টাইপ,জি টাইপ, আলহেলাল জোন,টিএন্ডটির সহ অনেককে।। বাবলু,আজাদ,বাদল,দিলু,বাবু,মুকুল,সাহান,কাবুল,শামীম(কিড়কিড়ি),মঞ্জু, পান্নুসহ বিহারী আকরাম,মুন্না এবং খলিল(সে সময়ের নামকরা রাজাকার),উকিল, পাঞ্জা,মমতাজসহ অনেককেই।।
দেশ স্বাধীন হবার পর বদলে গেলো অনেক।। এলো এজিবি জিটাইপ,এইচ টাইপ,এফ টাইপ,টি এন্ডটির,আরামবাগের সাথে আরো অনেকে।। ভার্সিটি সহ এলো লালবাগ,পলাশী,আজিমপুর,ফার্মগেট,মোহাম্মদপুর তথা আগারগাও-শেউরা পাড়া সহ অনেক এলাকা।। এইসব বন্ধুদের মাঝে কেউ নির্ভেজাল,কেউ ক্রিমিনাল(সরকারী হিসাবে)।।
থাক এসব কথা।। এবার বন্ধুদের নামে মাহাত্ব বলছি।। চার মুকুল ছিল,মুকুল বলে ডাক দিলেই চারজনই তাকাতো বলে আমরা নাম দিয়েছিলাম টম,বেলচা,আন্ডা এবং লেংচা টম বলে।। ভুলু চার ছিলো বলে কানা,পুলিশ,গোসাই এবং ব্যাক।।রতন(বদনা)।ইকবাল এজিবি এবং শাহজাহানপুর,বাদল হসপিটাল এবং সাধারন।।তপন কারী। মতিন(গুজা)বাবুল (হোন্ডা),বাবুল(বিটলা)।ছিল চান্দী,মাইনক্যা,আলী(রিক্সা) আড্ডা ছিলো মুলত রেলওয়ে কলোনীর প্রথম বিল্ডিংটার পাশেই।। যদিও ছিলো ট্যাংকের মাঠ,ঈদগাগাহের তথা কমিউনিটির মাঠসহ অনেক স্থান।। আমরা একত্রিত হতাম এইসব এলাকায়।।যে যেখানেই থাকতাম না কেন ঠিক সন্ধ্যের পর আসতে শুরু করতো সবাই।।
আমাদের ছিলো না কফি হাউস,ছিল পীর জঙ্গি তথা মতিঝিল মাজারের একমাত্র হোটেল,মনসুর নামের।।কিন্তু আমরা ডাকতাম গোপের হোটেল বলেই।।
উল্লেখ্য এরা সবাই শুধু অরাজনৈতিক বন্ধু।। রাজনৈতিক জীবনে পেয়েছিলাম লালবাগ,পলাশী,আজিমপুরসহ “বিভিন্ন হলের”ছেলেদের।।আমার জীবনে বন্ধুরা এই দুইভাগে বিভক্ত।।
আজ সেইসব দিনগুলি বড় টানছে।।
তবে পিলটা তথা পিন্টুর পরিবারের কথা কখনো ভুলার নয়।।একসাথে কখনো ৫ কখনো বা ১০ বা এরও বেশী যেয়ে হাজির হতাম ওদের ছোট্ট বাসাটার পিছনের বাগানে অস্থায়ী বেড়ার ঘরটিতে।। কম হলে বাসায়ই।।কিন্তু খালাম্মা-খালু বা ওর ভাই-বোনদের কখনো বিরক্তবোধ করতে দেখি নি।।অল্প হলে ভাত না হলে চা-নাস্তা।। তাও কয়েকবার।।হাসিমুখেই এসব করে যেতো ওরা।।আজ জানি না কে কেমন আছে।। শ্রদ্দার্ঘ সেই পরিবারের প্রতিটি মানুষের প্রতি।।
জানি না আজ কে কোথায় এবং কেমন আছে।।বছরান্তে দেশে গেলে চেষ্টা করি সবার খোজ নিতে।। তবে দেখা হয় না বেশির ভাগের সাথেই।।পৃথিবীর অনিবার্য নিয়মে আজ বদলে গেছি আমরা সবাই।। সংসারের ঘানী টানতে ব্যাস্ত সবাই।।কারোরই সময় নেই।। যদিও হঠাৎ করেই দেখা হয় বুকে টেনে নেওয়া আর এক কাপ চা খাওয়ার মাঝেই সব শেষ।।যেখানে ঘন্টার পর ঘন্টা একত্রে থেকেও মন ভরতো না।। আজ বড়জোর আধ থেকে একঘন্টা!!তার উপর প্রায় প্রতিবারই শুনি এ নেই,সে নেই।।কেউ স্বাভাবিক নিয়মে,কেউ অপঘাতে।।মনটা ব্যাথিত হয়ে উঠে।। কিন্তু সত্যি বলতে কি এটাও স্থায়ী থাকে না।।একদিন তো আমাকেও যেতে হবে(পার করে যাচ্ছি এক্সটেনসন জীবন),তখনো তো এমন করেই যারা শুনবে একটু স্মৃতিচারন করেই ভুলে যাবে।।মাঝে মাঝে ভাবি যেতেই যখন হবে,তাহলে জন্ম নিয়ে মায়া বাড়ানোর কি দরকার ছিলো।।
অনেক লেখার ছিলো, কিন্তু পারলাম না, এটা আমারই ব্যার্থতা।।
(মনটা খুব ভারাক্রান্ত বলেই এসব হাবিজাবি লিখলাম।।হয়তো অনেকেই বিরক্তি বোধ করতে পারেন,আমি সেজন্য আগেই ক্ষমাপ্রার্থী।)।

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


জীবন এ রকম।

অনেকের কাহিনীই এই রকম, বা কাছাকাছি হবে।

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৩

সচেতনহ্যাপী বলেছেন: আসলেই প্রায় একই রকম হবে।। সবাইতো এ পর্যায়টা পার হয়ে আসি তাই।।

২| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৯

আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,




জীবনটা আসলেই সুন্দর ।

পিছে ফিরে দেখাটা মধুর সব সময়ই । আপনার মতো নস্টালজিয়াতে সবাইকেই পেয়ে বসে একসময় ।

রবীন্দ্রনাথের ভাষাতেই বলি - পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ................ সে কি ভোলা যায় ।।

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২১

সচেতনহ্যাপী বলেছেন: আসলেও আজ আমাকে ভুতে ধরেছিলো।। ঘরে একা।। বারবার মনে পড়ছিলো এদের কথা।। এক কাপ চা ২/৩ জনে খাওয়া।। সিগারেটও তাই।। এমনকি সার্টও ৪/৫ জনে পড়া।। কেউ ডাকলেই সবাই সবকিছু ফেলে দৌড়ে যাওয়া।। আরো কত কি।।
আজ বদলে গেছি সবাই।। এমনকি ভাই-বোনরাও।।
প্রতিযোগীতার যুগ চলছে এখন।। সেই অমলিন সুবাতাস আর বইছে না।। ধন্যবাদ।।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৯

অন্ধবিন্দু বলেছেন:
জনাব,
খুব বিরক্ত করলেন ! আরও বিরক্ত হওয়ার ইচ্ছে ছিলো। কিন্তু অতো অল্পতেই গল্পটা বিরতি দিলেন আপনি (মাইনাস) হাহ হা হা।

টুকরো টুকরো স্মৃতি কথা অনুভব মিলেই তো আমাদের বহুরঙা জীবন।

ব্যক্তি-কথা থেকেই ব্লগের জন্ম।এতসব ব্যস্ততার ভিড়ে সেইসব দিনগুলির কথা খুব করে ভাবালে চট করে লিখে ফেলুন। পড়ে আমরাও নস্টালজিক হই...

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: আপনাকে নষ্টালজিক করতে পেরে আমি খুশী ।।ভিন্ন ভাষায় সুঃখিত।।
মাইনাস,তাও মেনে নিলাম।।
অনেক কথাই মনে আসে কিন্তু লিখতে পারি না,ব্লাকলিষ্টে পড়ে যাবার ভয়ে।।
কিন্তু অভিজ্ঞতা কম বেশী সবারই আছে-তাই না?? ধন্যবাদ আমার ব্লগে এসে প্রেরনা দেওয়ার জন্য।।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৪৪

শতদ্রু একটি নদী... বলেছেন: ++++

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১:১৭

সচেতনহ্যাপী বলেছেন: এতগুলি!!আপনার কাছ থেকে একটি পেলেই তো আমি খুশী।। ধন্যবাদ।।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৭

শামছুল ইসলাম বলেছেন: ব্যক্তিকে বাদ দিয়ে সমাজ হয় না; গল্প, কবিতা, উপন্যাস - কিছুই হয় না; ব্লগও অসম্পূর্ণ।
থামলেন কেন? একটু দ্বিধা এসে ভর করে ছিল, কেন এই ডিজিটাল মানুষ গুলোকে বিরক্ত করছি? নিশ্চিত থাকুন এখনও ঠেলা গাড়ি যুগের কিছু অধম রয়ে গেছে, ওদের জন্যই না হয় লেখুন!
+++ ভাল লাগা!

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১:২১

সচেতনহ্যাপী বলেছেন: আসলেও তাই ভাই।। অনেকে বিরক্ত হতে পারেন বলে মন দ্বিধা ছিলো।। আর সেদিন সত্যই ফেলে আসা বন্ধুদের স্মৃতি ভাল ভাবেই আকড়ে ধরেছিল।। ভুলেই গিয়েছিলাম শুভাকাংক্ষীও যে আছে।। ধন্যবাদ ভাইটি।।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

রোদেলা বলেছেন: মন খারাপের গল্প আমরা পড়বো নাতো কে পড়বে।ভালো থাকুন।

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০০

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ বোনটি।। আপনারাইতো ব্লগের প্রান।।

৭| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ২:২২

জেন রসি বলেছেন: ভালো থাকুন।

+++

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০১

সচেতনহ্যাপী বলেছেন: ভাল আছি ভাইটি।। আপনি ভাল তো?? একটা প্লাসেই আমি খুশি,তাতে তিন তিনটা!!

৮| ২০ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:৫৬

জুন বলেছেন: Apnar post porey nostalgic hoye porlam vai. amader majhey o emon bondhu chilo aaj k kothay । ৪জন ranu , daroga ranu, shanto ranu , jhograti ranu =p~
emon koto kahini . Ami ekhon mayanmar er Mandalay for tour । tab y likhlam .ovro nai . apnar lekhata porey log na hoye thaktey parlam na .।tai banglish :)
+

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১০

সচেতনহ্যাপী বলেছেন: আপনি যে এসেছেন তাতে আমি সত্যিই হতবাক।। আপনার মন্তব্য (সাধারনতঃ সিনিয়রদের) পড়ি।। ভাল লাগে।। কিন্তু ভাবি নি শুধু আমাকে মন্তব্য করার জন্য লগইন!!
আমি খুশী এবং ভাল থাকুন বাহিরে আর ফিরে এসে বর্ননা করুন আপনর ভ্রমনকাহিনী এই প্রত্যাশায়।।
আর হোক না বাংলিশ,ক্ষতি তো হচ্ছে না।। ধন্যবাদ বোনটি।।

৯| ২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৯

মনিরা সুলতানা বলেছেন: সবারই থাকে এমনি কিছু পিছু টান কিছু গল্প কিছু নাম..
ক্লাসে মুন্নি ছিল চার জন
বেশী কথা বলে এই জন্য করকরি মুন্নি
সারাক্ষন হাসত তাই হাসইন্যা মুন্নি
লিপিস্টিক মুন্নি আর ঢংগী।

ভালো লাগলো আপনার নস্টালজিয়া
শুভ কামনা ভাইয়া :)

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২১

সচেতনহ্যাপী বলেছেন: আসলে তাই বোনটি।। কমবেশী সবার জীবনেই এমন কত নস্টালজিয়া থাকে।। সবাই কিন্তু শেয়ার করলে বেশ ভালই হতো।। অন্ততঃ কিছুসময়ের জন্য হলেও সবাই ফিরে যেতাম ফিরে না পাওয়া সেই দিনগুলিতে।।
শুভকামনা আপনাকেও।।

১০| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল তো! ক্ষমাপ্রার্থী হবেন কেন, এরকম লিখবেন মাঝে মাঝে

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৭

সচেতনহ্যাপী বলেছেন: ভাল লেগেছে বলে আমি আনন্দিত।। আসলে আমি লিখি মনের খেয়ালে।। যখন যা মনে আসে।। তাই আমার লেখায় ধারাবাহিকতা না পেয়ে ফেল করান নি(প্রোফেসর বলে কথা)।। ডিউটি শেষ করে তাড়াতাড়ি বাসায় ফিরলে।।
ভাল থাকবেন আর ধন্যবাদ।।

১১| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৯

কলমের কালি শেষ বলেছেন: সত্যিই হারিয়ে যাওয়া দিনগুলো ছিল সুন্দর । আপনার বন্ধুদের নামকরন ব্যাপারটি প্রায় সকলের জীবনেই ঘটে ।

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৯

সচেতনহ্যাপী বলেছেন: আসলেও তাই ভাইটি।।স্বাভাবিক একটি ব্যাপার।। কিন্তু তাই প্রিয় হয়ে উঠেছে জীবনের শেষ পর্যায়ে।।
ধন্যবাদ।।

১২| ২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৩

তুষার কাব্য বলেছেন: বড্ড আবেগি লেখা।একদম জায়গামত গিয়ে আঘাত করেছে।আমরাও কর্মজীবনে প্রবেশ করেই কলেজ ভার্সিটির বন্ধুদের হারাতে শুরু করে দিয়েছি ইতিমধ্যে ।

শুভকামনা জানবেন।

২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: জীবনের উদ্দামতর দিনগুলিতে এরাই ছিল সাথে,সবসময়।। সুখে-দুঃখে পেয়েছি পাশে।। আজ শেষলগ্নে এসে আবার ফিরে আসছে,তাদের স্মৃতি।। যা সবাইকেই আবেগতাড়িত করে তুলে।।
ধন্যবাদ ভাইটি।।

১৩| ২৬ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:৫১

বাঘ মামা বলেছেন: আমার উপরের মন্তব্যটা মুছে দিলে এখানে আবার আরেকটু গুছিয়ে একটা মন্তব্য করতে পারতাম। আমাকে কি এই সুযোগটা দেয়া যাবে?

২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৪

সচেতনহ্যাপী বলেছেন: কেন নয়।। এখনই মুছে দিচ্ছি।।

১৪| ২৬ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

মোঃমোজাম হক বলেছেন: সম্ভবতঃ আপনি কুয়েত প্রবাসী।অনেকদিন আগে কয়েকটা পর্ব পড়েছিলাম।ভাল লেগেছিল।
আজও ভাল লাগলো,এই বিষয়ে কারইনা হার্টের সপ্টকর্নারে আঘাত লাগে!
ভাল থাকুন ভাই।

২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩০

সচেতনহ্যাপী বলেছেন: ঠিকই ধরেছেন।।
আসলে সেদিন হারানো বন্ধুদের কথা মনে পড়ছিলো খুব বেশী।। তাই ডিজিটাল ডায়রীতে মেলে ধরা।।
আপনিও ভাল থাকুন এবং ধন্যবাদও নেবেন।।

১৫| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৫

সুমন কর বলেছেন: পুরানো দিনের স্মৃতি আমাদেরকে সব সময় নাড়া দেয়।

লেখা ভাল লাগল।

+।

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০০

সচেতনহ্যাপী বলেছেন: সুমন'দা এটা আমার- আপনার সবারই কাহিনী।। শুভেচ্ছা রইলো।।

১৬| ১২ ই জুন, ২০১৫ বিকাল ৪:১৫

ময়লা বাবা এখন কারাগারে বলেছেন: লেখাটি পড়ে মনটা আবেগে ভরাক্রান্ত ।


++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.